স্বরচিত অনু কবিতা পর্ব ১steemCreated with Sketch.

in hive-129948 •  17 days ago 


কানভা

আমার বাংলা ব্লগের প্রিয় সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম/আদাব। আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
কিছুদিন ব্যস্ত থাকার পরে আজ আবারো লিখতে বসেছি। আজকে বিকেলে আমি কবিতা লিখার চেষ্টা করছিলাম। আর তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে আমার স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করি। প্রত্যেক মানুষের মাঝেই কিছু স্মৃতি লোকানো থাকে, তা কখনো বের হয়ে আসতে চায়, আবার কখনো বুকের ভেতরেই চাওয়া পরে থাকে, আর সেসব স্মৃতির সংমিশ্রণেই আজকের কবিতা গুলো লিখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো শুরু করা যাক আমার কবিতা গুলো।

অনু কবিতা ১ঃ

বাতাসে আসে ভেসে তোমার নাম
মন হয়ে উঠেছে এক বিষন্নধাম
তোমার স্পর্শে জেগে ওঠা প্রভাত
আজ সে শুধুই নিঃশ্বাসের রাত।


অনু কবিতা ২ঃ

ঝড় উঠলে মন কাঁদে চোখে ভাসে স্মৃতি
কোথায় হারালো আজ সেই সোনাঝড়া হাসি
তবুও আশায় থাকি প্রতিদিন
নতুন আলো আসবে কোনো একদিন।


অনু কবিতা ৩ঃ

জীবনের আনন্দ থেমে গেছে কবে
পথ চলি একা নিরবে
মনের গভীরে প্রশ্ন থাকে
কখনো কি পেয়েছো সুখ খুঁজে?


অনু কবিতা ৪ঃ

রাতের তারারা ঝরে পড়ে নীরবে
তাদেরও কি মন খারাপ ভীড় করে?
পাতার সুর,বাতাসের গান
সবকিছুই আজ যেন নিষ্প্রাণ।


অনু কবিতা ৫ঃ

তোমার ছায়া খুঁজে হাটি এ পথে
বলছি এবার ফিরে আসো ওই রাতের রথে
অন্ধকারে আবছা হয়ে আসছে চোখের দৃষ্টি
শুধু রয়ে যায় তোমার আমার স্মৃতির বৃষ্টি ।

এই ছিলো আজকের আমার অনু কবিতা কিছু অংশ। আবারও আপনাদের সাথে শেয়ার করবো নতুন কিছু। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

ভালো লাগলো ভাইয়া আপনার লেখা সুন্দর এই ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করে। আপনি বেশি দারুণ লিখেছেন কবিতা গুলো। এক কথায় অসাধারণ হয়েছে আপনারা লেখা কবিতা।