হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।
আজকে শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই আজকে আমাদের স্কুল মাঠে একটি খেলা রয়েছে।খেলাটি অনেক দিন যাবৎ বন্ধ আছে।কারণ চারদিকে ধান কাটার মৌসুম।সবাই তাদের ধান কাটা নিয়ে ব্যস্ত। তাই খেলাটা বন্ধ ছিল। এই খেলাটি নাম হলো মোস্তাফিজার গোল্ড কাপ।এটি কয়েক বছর যাবৎ এমপি মোস্তাফিজারের স্মরণে হয়ে থাকে।আজকে দুই বাঘের লড়াই শুনে অনেক ভালো লাগল।কারণ আজকে পাশাপাশি দুই জেলা বগুড়া ও নাটোর।দুই দলেই অনেক ভালো খেলে এতো দুর পর্যন্ত আসতে পেরেছে। আজকে তাদের মধ্যে সেমি ফাইনাল।ম্যাচ।চারদিকে শুধু মাইকিন আর মাইকিন হচ্ছে। বাইরে গিয়ে মাইকে শুনতে পাই,,,
"নাটোরের কাঁচা গোল্লা আর বগুড়ার দই
দাদু তুমি দাদিক সাথে ধরি আসবে তো।"
দুপুর বেলা গোসল করে একটু দুপুরে খাবার খেয়ে নেই।তারপর একটু শুয়ে শুয়ে ভাবতে থাকি। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কারণ মাঠে প্রচুর ভিড় হয়।টানা এক ঘন্টা দাড়িয়ে থাকতে ভালো লাগে না।তাই কিছু সময় পর মাঠের কাছে আসতেই দেখি মাঠের চারদিকে শুধু লোক আর লোক।আমি মনে মনে ভাবলাম আমি মনে হয় সবার আগে সেখানে পৌচ্ছে যাব।কিন্তু এখানে এসে সব উল্টা আমি সবার শেষে।আসলে গ্রামের লোকের একটু খেলা প্রিয়।তারা কোথায় খেলা হলে সব কাজ শেষ করে তাড়াতাড়ি খেলা দেখতে পৌচ্ছায়।গেটের কাছে গিয়ে টিকেট কেটে সেখানে প্রবেশ করে।প্রবেশ করে যে একটু বসব সেটার কোনে উপায় নাই।তাই বাদ্ধ হয়ে দাড়িয়ে পড়ি।
খেলার শুরুতে সবাই মাঠের মাঝে দাড়িয়ে লাইন হয়ে দেশের প্রতি সম্মান রেখে জাতীয় সংগীত গাইতে থাকে। আর তা শেষ করে খেলা শুরু হয়।মাঠের উত্তর পাশে বগুড়া আর দক্ষিণ পাশে নাটোর অবস্থা করে।খেলার প্রথম দিকে নাটোর অনেক ভালো খেলে।বগুড়া তাদের কাছে কোনো পাত্তাই পাচ্ছে না।কিন্তু কিছু সময় পর সেটার উল্টো। আমি ভাবি তারা মনে হয় তাদের সাথে একটু মজা করছে। তাই এমন হচ্ছে।খেলার মাঝে হঠাৎ করে একটি একটি বড় ধরনের ফাউল হয়।তাদের মাঝে মারামারি লাগার মতে অবস্থা। আসলে ফুটবল খেলা গুলো এমনই হঠাৎ করে ঝামেলা হয়।অর্ধ টাইমে দুই দলে ভালো খেলছে।
হাফ টাইমের পরে নাটোর একটু জোর দিয়ে খেলে তাদের উদ্দেশ্য ছিল আজকে জিতে বাড়ি যাওয়া। এরই মাঝে বগুড়া একটি ঘটনা ঘটাতে চেয়েছিল নাটোরে ভাগ্য ভালো ছিল তাই গোল হয় নি।তার কিছু সময় পর নাটোর অধিনে একটি কর্ণার হয়।তাদের সবচেয়ে ভালো খেলোয়াড় কর্ণার কিক মারে। আর তাদের মাঝে জড়াজড়ি করে গোল হয়ে যায়।তাদের তুরুপের তাস ১০ নাম্বার গোলটি করে।আর কিছু সময় পর রেফারি তার শেষ হইসেল দিয়ে খেলা শেষ করে।
খেলা শেষ করে বাজার কিছু সময় কাটানোর পর নাস্তা করে বাড়িতে চলে আসি।
নাটোর আর বগুড়ার ফুটবল ম্যাচ টা দেখছি খুব ভাবে উপভোগ করেছেন। ভিডিওগ্রাফি দেওয়ার মাধ্যমে আমরাও খুবই উপভোগ করেছি খেলাটা। ফুটবল খেলা দেখতে খুবই ভালো লাগে আমার কিন্তু আমি খেলতে পারি নাহ এজন্য একটু খারাপ লাগে😥। সুন্দর উপস্থাপন করেছেন পুরোটা ম্যাচ সম্পর্কে। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।আমি তেমন ফুটবল খেলতে পারি না।। আপনার প্রতি ও শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit