মুখেভাতে কুটুম মেলার, শেষ পর্ব।১০% প্রিয়, লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/আদাপ।
কেমন আছেন বন্ধুরা,আশা করি,সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ,আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গতকাল লিখেছিলাম মুখেভাত ও কুটুম মেলা নিয়ে,প্রথম দিকের গল্প।আজ থাকছে,কুটুম মেলা নিয়ে শেষ পর্ব।আশা করি,ভালো লাগবে।
20220114_162243.jpg

সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা।বাজার থেকে খুব সকালেই নাস্তা সেরে নিলাম।কারণ,খাবার হতে অনেক সময় লাগবে। শুধু তাই নয় অনেক ক্ষেত্রে খাবার সময় পর্যন্ত হাতে থাকেনা তাই,নিজ দায়িত্বেই নাস্তা করলাম।

image (4).jpg

নাস্তা সেরে এসেই,সকলের জন্য খিচুড়ি রান্নার প্রস্তুতি।রাঁধুনী আসলেন,রান্নার জন্য চারটি চুলা করা হলো।রাঁধুনির সাথে দশ জন কাজের লোক দেওয়া হলো।রান্নায় যেনো কোন ত্রুটি না হয়।সকাল নয়টায় খিচুড়ি দেওয়া হলো।তারপর,সবজির জন্য কাঁচা বাজার কাটা শুরু হয়।রসুন,পেঁয়াজসহ সকল মসলা প্রস্তুত করা হলো।সবচেয়ে মজার ব্যাপার হলো, রান্নার সমস্ত মসলার প্রস্তুত করা হয়েছে খালা,মা,মামি আর মামাতো বোন দের হাত দিয়েই।

image (1).jpg

সকাল দশটার মধ্যেই আমাদের রান্নার সমস্ত প্রস্তুতি শেষ।তারপর,পর্যায় ক্রমে,মাংস সবজি, রোস্ট, সাদা ডিম,মাছ ভাজি,পোলাও এবং ডালের রান্না শেষ হলো দুপুর একটার দিকে। জুম্মার নামাজ পরপরই অতিথিরা আসা শুরু করে। পরিবেশনের জন্য আমি পঁনেরো জন লোককে কাজে লাগাই। দুপুর আড়াইটা থেকে,খাওয়ার পর্ব শুরু হয়।প্রতি ব্যাচে অতিথিদের বসানোর ধারণ ক্ষমতা ছিল ষাট জনের।

এদিকে,আমার একমাত্র ভাতিজি সিনথিয়া জান্নাত জারাকে
সুন্দরভাবে সাজিয়ে বসানো হয়, তার ছোট্ট আসনে।সামনে বিভিন্ন মিষ্টির পসরা বসানো হয়, সাথে সাদা ভাত পোলাও এবং বিভিন্ন ফলমূল দিয়ে সাজানো হয়েছিল।অতিথিরা তার মুখে খাবার তুলে দিচ্ছেন। মূলত,এটাই ছিল মুখেভাত।

খাওয়া-দাওয়ার অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যার দিকে।ইতিমধ্যেই আমন্ত্রিত অনেক অতিথি চলেও গেছেন।কেউ কেউ আবার অনেকদিন পর দেখা হওয়ায় অনেকের সাথেই খোশ গল্পে মেতেছেন।

image (7).jpg
আমার অফিসের স্টাফরা শেষ পর্যন্ত থাকলেন।খুব মজার মানুষ হওয়ায়, নাচলেন,গাইলেন।সন্ধ্যার পর নাচ,গান আর আনন্দমুখর উৎসবের মধ্য দিয়েই শেষ হয় জারার মুখেভাত এবং আমাদের কুটুম মেলা।

অনেক বছর পর আত্মীয়-স্বজনের এমন এক মিলনমেলায় আমি থাকতে পেরে,খুবই ভালো লেগেছে।অনুষ্ঠান নিয়ে সুন্দর পরিকল্পনা করায় খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল আমাদের কুটুম মেলা।সর্বোপরি,আমার জারা মামণির জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা বাবুকে যেনো ভালো মানুষ হিসেবে কবুল করেন।

image (8).jpg

জানিনা,মুখেভাতে কুটুম মেলা,আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে,অবশ্যই জানাবেন।

আজ এ পর্যন্তই। আবারও গল্প হবে,কবিতা হবে,হবে নতুন কিছু নিয়ে লেখা।সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন,ভালোবাসার প্রিয় প্ল্যাটফর্ম@amarbanglablog.

বিষয়মুখেভাতে কুটুম মেলা,শেষ পর্ব
বর্ণনা@kamrul8217
ডিভাইসSamsung A32
লোকেশনw3w
তারিখ১৬ জানুয়ারি ২০২২

আমি@kamrul8217 যুক্ত আছি,বাংলাদেশ থেকে।
মানুষদের নিয়েই কাজ করি।তাই মানুষকেই বেশি ভালবাসি।
আরো বেশি ভালবাসতে,কাছে থাকতে,ভালো কাজ করার সুযোগ করে দিচ্ছে,দুই বাংলার এক অবিচ্ছেদ্য প্লাটফর্ম @amarbanglablog.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মুখে ভাতের অঅনুষ্টান টি বেশ যাক যমক করা হয়েছে গ্রাম অঞ্চলে এখন এগুলো খুবই দারুন ভাবে পালন করা হয়।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই গ্রামীণ জনপদের এই উৎসবটি ভালোই জমে উঠেছিলো।

আমি এই অনুষ্ঠান সম্পর্কে আজকে প্রথম জানতে পারলাম। আমাদের এলাকায় এই অনুষ্ঠানটি কখনো হয়নি। তবে আপনারা অনুষ্ঠানে খুবই সুন্দর সময় কাটিয়েছেন। অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

গ্রামীণ জনপদের খুবই প্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে,মুখেভাত।হয়তোবা অঞ্চলভেদে ভিন্ন নাম হতে পারে।হুম,সত্যিই খুব সুন্দর সময় কাটিয়েছি।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা রইলো আপনার জন্য।

চমক আছে লেখায় ও ছবিতে, চালিয়ে যান।ভাল করবেন।

আপনাদের সুন্দর পরামর্শ আমাকে এগিয়ে দিবে;শ্রদ্ধা আপনার জন্য।

ভাইয়া মুখেভাত কুটুম মেলা অনুষ্ঠানটি সত্যিই অনেক জাঁকজমক অনুষ্ঠান হয়েছে। আপনি বেশ আপনার কলিগদের নিয়ে আনন্দ করেছেন।খাবারের খুবই সুন্দর আয়োজন করেছেন দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মুখে ভাত এবং কুটুম মেলার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার গঠনমুলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ সত্যিই খুব আনন্দ করেছিলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকার শুভ প্রত্যয় ;

মুখে ভাত অনুষ্ঠান টি বেশ ভালো ছিলো। অনেক খাবারের আয়োজন করছিলো। আবার নাচের ব্যবস্থাও ছিল। সবকিছু মিলে খুব ভালো লেগেছে আমার। এরকম অনুষ্ঠানে অনেক মজা হয়। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেক গুছিয়ে মন্তব্যটি করেছেন।খুবই ভালো লেগেছে। নাচ,গানের মধ্য দিয়েই প্রোগ্রামটা শেষ হয়েছিলো।ধন্যবাদ, আপু।