"আমার বাংলা ব্লগ" কবিতা প্রতিযোগিতা-১২||শিরোনামহীন||১০%লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু অলাইকুম/আদাপ,

কেমন আছেন সবাই।আশা করছি আল্লাহর রহমতে ভাল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভাল আছি।
প্রেম,ছন্দ,দ্বন্দ আর প্রকৃতির আনুভূমিকরুপ প্রকাশ হয় কবিতায়।মনের গহীনে লুকিয়ে থাকা ভালবাসার এক অনবদ্য বহিঃপ্রকাশ।শুধু তাই নয় হিংস্রতার বিরুদ্ধে ঐক্যের ডাক হলো কবিতা।তাই কবিতাকেই বাসি ভালো।


হ্যাঁ বন্ধুরা,
প্রতিটি জীবে রয়েছে অসম্ভব প্রেম।জীব হিসাবে আমিও তার ব্যতিক্রম নই।আমার জীবনেও প্রেম এসেছিলো,সময়ের পরিক্রমায় চলে গেছে।রেখে গেছে বুকভরা দীর্ঘশ্বাস।তবুও তাহারেই আমি বাসি ভালো।তাহলে চলুন কবিতা পড়া শুরু করা যাক,ছন্দের জীবনে দ্বন্দ্বে অমিলন।

শিরোনামহীন

কামরুল হাসান

চৈত্রের ফাঁটা রোদ্দুরে
তোমার হাত ধরে
হাঁটা হবে না আর।

হবে না রেল লাইন ধরে
গল্পে গল্পে হাত রেখে
এক বিকেল শেষ হওয়া।

ঘুম থেকে উঠে শুভ সকাল বলাটা
দিনশেষে খুনসুটি আর শরীরের যত্ন নেওয়ার আবদারটাও
হয়তো কারো করা হবেনা।

তোমার কি মনে আছে?
একদিন খুব সকালে শিশির ভেঁজা পায়ে
আমায় দেখবে বলে নুপুর হারিয়েছিলে।

এইতো সেদিন সন্ধ্যায়
বাসায় ফিরিনি বলে,কতো বকা দিলে
মেসেজঞ্জার,ফেসবুক এমনকি ফোনকলেও ব্লক করলে।

অহেতুক ভুল বুঝে আমাকে বকা দিয়ে
চোখের জল মুছে,বুকে জড়ে সারারাত ঘুমানো
কি?সব ভুলে গেছো।

ভেজা চুলে কতবার যে তোমায় দেখেছি
ঠোঁটের চুম্বনে লাল রঙে রাঙানো
এক বালিশে রাত্রী যাপন,সবই কি ভুলে গেছো?

আজ শিরোনামহীন ছন্দে তোমাকে নিয়ে কবিতা লিখছি
কি কল্পনা করা যায়,বলো?
এ-তো অবিশ্বাস্য এক মর্মান্তিক অতীত।

দ্যাখো,সময়টা কি অদ্ভুত তাই না
সেই তুমি টাকে আজ কত সহজে পাল্টিয়েছে
যেখানে সমস্ত হৃদয় জুড়ে তুমি ছাড়া,কল্পনা ছিল অবিশ্বাস্য।

কি দারুন?নির্মম বাস্তবতা তাই না
হ্যাঁ সত্যিই দূরত্বে গুরুত্ব কমে যায়
ভালোবাসাটাও তিক্ততা ছড়ায়।

Collage 2022-02-06 11_02_31 (1).jpg

আমি @kamrul8217 যুক্ত হয়েছি বাংলাদেশ থেকে।পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্রলেখক।জীবনকে খুব কাছ থেকে দেখেছি।বেঁচে থাকার ইচ্ছেটা অদম্য এক শক্তি।ভালবাসায় বেঁচে থাকুক পৃথিবীর সকল ভাল মানুষগুলো।আমার ভালবাসা,অনুপ্রেরণা আমার প্রিয় প্লাটফর্ম@amarbanglablog

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তোমার কি মনে আছে?
একদিন খুব সকালে শিশির ভেঁজা পায়ে
আমায় দেখবে বলে নুপুর হারিয়েছিলে।
এইতো সেদিন সন্ধ্যায়
বাসায় ফিরিনি বলে,কতো বকা দিলে
মেসেজঞ্জার,ফেসবুক এমনকি ফোনকলেও ব্লক করলে।

আপনার মনের আবেগ দিয়ে চমৎকার একটি রোমান্টিক কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যি কবিতাটি অসম্ভব সুন্দর ছিল। আপনার কাছে এমন কবিতা আরো প্রত্যাশা রইল ধন্যবাদ আপনাকে ❤️❤️

হ্যাঁ, সত্যিই কবিতাটি রোমান্টিক করতে কিছু শব্দ চয়ন করার আরো চেস্টা করেছিলাম।তবে তার বিরহ ব্যাথাতে হয়ে উঠে নাই।কবিতাটি ছন্দের নয় তাই আবৃতিতে আরো সুন্দর হবে বলে আমি মনে করি।আপনি খুবই ভাল পড়েছেন সাথে গুছিয়ে গঠনমুলক মন্তব্যে করেছেন।এমন ভালবাসা থাকুক পাশাপাশি। ধন্যবাদ শ্রদ্ধেয়।

আমার বাংলা ব্লগ কমিউনিটির কবিতা প্রতিযোগিতার সুবাদে বিভিন্ন ধরনের কবিতা আমরা পড়তে পারতেসি। আপনার লেখা কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য।

হ্যাঁ সত্যিই দারুন দারুন কবিতা দেখা যাচ্ছে।আমিও ক্ষুদ্র চেস্টায় অংশগ্রহণ করেছি মাত্র।চেস্টা করেছি ভাল করার।ধন্যবাদ শ্রদ্ধেয়,খুবই সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

ওয়াও অসাধারন একটি কবিতা ছিল ভাই। কবিতার প্রতিটি লাইনে ছিল দারুণ ছন্দ ও শব্দের মিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আপনি খুব গুছিয়ে চমতকার মন্তব্য করেছেন। এমন মন্তব্য নিশ্চয় ভাবুক মনে নতুন কিছু সৃষ্টিতে সহায়ক হবে।ভালবাসা অবিরাম শ্রদ্ধেয়।

ভালোবেসে যে সবসময় তাকে কাছে পেতে হবে, তার তো কোনো মানে নেই। কিছু কিছু ভালোবাসা না পেয়েও পূর্ণতা পায় । যাইহোক আপনার কবিতার বহিঃপ্রকাশ ভালো ছিল ।

ধন্যবাদ শ্রদ্ধেয়। আপনি ঠিকই বলেছে পাওনা না পাওয়ায় ভালবাসার মানে নেই। ভালবাসি এটাই বড় শব্দ।আপনি খুব গভীরভাবে কবিতার বহিঃপ্রকাশ নিয়ে যথার্থ মন্তব্য করেছেন।

ভাই আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতাটি পড়ে বোঝা গেল আবেগপ্রবন হয়ে কবিতাটি লিখেছেন। আসলে আমাদের সমাজের চারপাশে অনেকের জীবনে এরকম ঘটনা থাকে। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

হ্যাঁ আবেগ বাস্তবতা নিয়েই জীবন। হয়তো সেটার বাস্তবায়নেই কিছু শব্দের চয়ন ঘটেছে মাত্র।ভালবাসা রইলো শ্রদ্ধেয়, খুব সুন্দর মন্তব্য করেছেন।