বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ফুল কেনার ধুম,১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,

ভালবাসা শব্দটির সঠিক সংজ্ঞা আমার জানা নেই।ভালবাসা বলতে আমি এক অনুভূতিকেই বুঝি।তবে সেটা ভিন্ন ধরনের হয়ে থাকে।মানুষের প্রতি ভালবাসা,পশুর প্রতি ভালবাসা,প্রকৃতির প্রতি ভালবাসা।মানুষের প্রতি মানুষের ভালবাসার ধরন আবার ভিন্নভাবে প্রকাশ হয়ে থাকে।বাবা-মার প্রতি ছেলে-মেয়েদের ভালবাসা,ছেলেমেয়েদের প্রতি বাবা-মায়ের ভালবাসা।ভাই-বোনের প্রতি ভালবাসা।স্বামী-স্ত্রীর প্রতি ভালবাসা।বন্ধুর প্রতি ভালবাসা।

Collage 2022-02-13 15_32_22.jpg

আসছে ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস।


বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় গাইবান্ধাতে ফুলের দোকানীরা পশরা সাজিয়ে বসে আছে।দোকানগুলো ভিন্নভাবে সাজিয়ে আকর্ষনীয় করে রাখছে।
বিভিন্ন ফুলে ফুলে ছেঁয়ে গেছে দোকানের চারপাশ।দূর থেকে দেখে মনে হয় যেন ফুলের মেলা বসিয়েছে।গোলাপ,দোপাটি, গন্ধরাজ,চামেলি,ডালিয়া,গুলবাহার,গ্যালোডি,কাঠগোলাপ,লাল চাপা,গাঁদা ফুল ইত্যাদি ফুলের গন্ধে ঘ্রাণ ছড়িয়েছে চারপাশে।মাঝেমধ্যেই অল্প খদ্দেরের সাথে কথা বলতে দেখা যায় দোকানির।বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ফুল কেনার হিড়িক দেখা যায় গাইবান্ধায়।দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে আবারো বেড়েছে বিভিন্ন ফুলের দাম।যে গোলাপ ফুলের দাম ছিল প্রতি পিস ৫থেকে ১০ টাকা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে তার দাম বাড়িয়ে হয়েছে ২৫ থেকে ৩০ টাকা।যেহেতু বিশ্ব ভালোবাসা দিবসের দিনে দোকান গুলোতে খুব বেশি ভিড় হবে সেজন্য ক্রেতা তার আগের দিন থেকেই ফুল কিনে রাখছে। ফুলের দোকানে ক্রেতাদের সঙ্গে আমার কথা হয়।তাদের অভিযোগ ফুলের চাহিদা বাড়ার সাথে সাথে দোকানিরা ফুলের দাম অনেক বেশি বাড়িয়েছে।এতে ভালোবাসার প্রতীকী ফুলের মূল্য হাঁকিয়েছে অনেক বেশি।ফুলের দাম কাছাকাছি থাকলে হয়তো আরও অনেক বেশী ফুল নেওয়া হতো।

Collage 2022-02-13 15_33_41.jpg

ফুল প্রেমিকদের দাবি অনেক কড়া মূল্যে তাদেরকে ফুল নিতে হচ্ছে।দোকানের পর্যবেক্ষণে দেখা যায়,বেশিরভাগ ক্রেতাই বিভিন্ন ধরনের গোলাপ,কাঠগোলাপ,লাল গোলাপ,বেগুনি গোলাপ,সাদা গোলাপ,হালকা গোলাপী ফুল বেশি কিনছে।
ফুল দোকানীর সাথে কথা হলে ফুলের দাম সম্পর্কে তিনি বলেন,দোকানে যে ফুলগুলো রয়েছে তা সম্পূর্ণ টাটকা এবং অন্যের জমি থেকে নিয়ে আসা।ফুলের চাহিদা বেশি থাকায় খুব বেশি দামে তাদেরকে পাইকারি ফুল কিনে আনতে হয়েছে।ফুল গুলো অনেক দূর থেকে নিয়ে আসা হয় এতে অনেক ফুল নষ্ট হয়ে যায়।এছাড়াও করোনাকালীন সময়ে চার-পাঁচ মাস দোকান বন্ধ থাকার কারণে তাদেরকে অনেক লোকসান গুনতে হয়েছে।এভাবেই বিভিন্ন কারণ দেখিয়ে বেশি দামে ফুল বিক্রি করছেন তারা।তিনি আরো বলেন,বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ফুলের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। প্রয়োজনের তুলনায় বেশি চাহিদা থাকায় দাম একটু বেশি হয়েছে।তবে,সারা বছর জুড়েই ফুলের দাম অনেক কম রাখা হয়।গোলাপ ও গাঁদা ফুলের চাহিদাটাই বিশ্ব ভালোবাসা দিবসে বেশি থাকে।তাই অন্যান্য ফুলের চেয়ে এই দুটি ফুলের দাম তুলনামূলক বাজারের চেয়ে বেশি নেওয়া হচ্ছে।

Collage 2022-02-13 15_35_01.jpg

বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাতদিন ফুলের দোকানিরা কাজ করে যাচ্ছে। সারাবছর স্বাভাবিক বিক্রি হলেও এই দিনটিতে তাদের বিক্রি বেড়ে যায় অনেক বেশি গুনে।সেদিনটা দোকানিরদের কাছে মেলা মনে হয়।
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঠিক একই দিনে হয় ফুলের দোকান গুলোতে বিভিন্ন ফুলের চাহিদা বেশি বেড়েছে। যার কারণে বিভিন্ন ফুলের ছেয়ে গেছে শহরের দোকানগুলো। তুলনামূলক ফুলের দাম অনেক বেশি হওয়াতেও প্রিয়জনকে ভালোবাসা জানাতে কার্পণ্যতা নেই প্রেমিক যুগলদের। ভালোবাসা দিবসের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল কিন্তু দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষদের।

Collage 2022-02-13 15_36_29.jpg

Collage 2022-02-13 15_37_50.jpg

বসন্ত-বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ফুল দোকানের পাশাপাশি বেড়েছে কাপড়ের দোকানে ভির।তবে, ফুলের দোকানের চেয়ে বেশি নয়।বিভিন্ন বয়সী মানুষদের বাসন্তী রঙের কাপড়চোপড় ও সাদা লাল রংয়ের বিভিন্ন শাড়ি কিনতে দেখা যায়।


আমার মন্তব্য

বিশ্ব ভালবাসা দিবস হোক,সকল সৃষ্টির প্রতি।কুক্ষিগত ভালবাসায় বদ্ধ না থেকে উন্মুক্ত হোক সকল প্রান।সাম্প্রদায়িক সম্প্রতিতে ভরে উঠুক সকল জীবন।প্রতিজ্ঞা করি,মানুষে মানুষে আর নয় হিংসা।সকল মানুষ সকলের জন্য।ভাল থাকুক সকল ভাল মানুষেরা। সুন্দর,ভালো কাটুক আগামীর জীবন। আমার ভালবাসা উৎসর্গ করলাম আমার প্রিয় প্লাটফর্ম @amarbanglablog

বিষয়বিশ্ব ভালবাসায় ফুল কেনার ধুম।
বর্ণনা@kamrul8217
ডিভাইসSamsung A32
লোকেশনw3w
তারিখ১৩ ফেব্রুয়ারী ২০২২

Collage 2022-02-05 20_23_25.jpg

এতক্ষন সাথে যুক্ত ছিলাম আমি @kamrul8217
পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্রলেখক।জ্ঞান অন্বেশনে অবিরাম ছুটে চলা।মানব ভজনে হোক অন্তিম যাত্রা।আমার পথকে আরো গতিশীল করতে পাশে আছে দুই বাংলার এক অবিচ্ছেদ্য প্রান@amarbanglablog

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন ভাই। আর ফুলে ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের দোকান আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। ভালোবাসা দিবসকে ঘিরে ফুল কেনার ধুম আজকের দিন থেকে শুরু হয়ে গেছে।

ধন্যবাদ শ্রদ্ধেয়, আপনি খুব সময় দিয়ে মনোযোগ সহকারে পোস্টটি পড়েছেন। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গাইবান্ধায় ফুলের দোকান গুলোতে খুবই ভিড় দেখা যায়। আপনি খুব সুচারুভাবে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মন্তব্য করেছেন।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শহর অঞ্চলের দোকানগুলো ফুলের বাগানে রূপান্তরিত হয়। রাস্তার দু'পাশের দোকানগুলোতে লক্ষ্য করলে শুধুমাত্র ফুল আর ফুল দেখতে পাওয়া যায়। আপনি আমাদের মাঝে ঠিক তেমনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।

রাস্তার দু'পাশে দোকানগুলোতে ফুলের চমৎকার দৃশ্য দেখে খুবই ভালো লাগে। ফুল গুলো সত্যিই খুবই নজরকাড়া ছিল। এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

আমার তো ফুলের ছবিগুলো দেখেই কিনতে ইচ্ছে করছে,মনে চাচ্ছে ফুল গুলো কিনে ঘরে সাজিয়ে রাখি।ভালোবাসা দিবসে ফুলের দাম বাড়বে এটাই স্বাভাবিক। ভালোবাসা মানেই তো ফুল।সবগুলো ফুলেই টাটকা মনে হচ্ছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করার জন্য।

আপনি দারুণভাবেই বলেছেন ফুলগুলো দেখে আমারও কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল। তাই আমি আগে ভাগে কিছু ফুল কিনে নিয়েছিলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগছে।আপনি ঠিকই বলেছেন ভালোবাসা দিবস আসলেই গোলাপ আর গাঁদা ফুলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়।আর এই সুযোগে দোকানিরাও ফুলের দাম বাড়িয়ে দেয় ।ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ও শুভকামনা রইলো শ্রদ্ধেয়।