কষ্টের ছন্দ
বাগান থেকে ফুল আসে
কিন্তু হাত কেন?
আকাশে চাঁদ
কিন্তু পানিতে কেন?
সাগরে জল
কিন্তু চোখে কেন?
মনটা আমার
কেন বারবার তোমায় মনে পড়ে?
তিল গড় করে মানুষের তিল
স্বপ্নগুলো যদি একই রকম হয়
সাথে সাথে ধ্বংস হয়ে যায়
এর দুর্ভোগ বহুগুণ
আঘাত
প্রিয়জনকে হারিয়েছে
যদি কিছু মনে পড়ে
কি না
চোখের কোণে এক ফোঁটা
জল আসবে...
জানিনা তুমি কেমন আছো?
কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে
কাছে থেকে তোমার সুখ দেখতে?
তোমার সুখের কারণে
যে আমার মধ্যে কিছু অশ্রু মিশ্রিত আছে.
আমি তোমাকে কতটা ভালোবাসি তা কখনোই বোঝাতে পারিনি।
তখন হয়তো না বোঝার ভান করছিলে।
কিছু বলবেন?
আপনি কি সত্যিই আপনার হৃদয় থেকে অন্য কাউকে ভালোবাসতে পারেন?
নাকি পরিচিত পারফরম্যান্সের কাছে নিজেকে সমর্পণ করেছেন?