হ্যালো বন্ধুগণ,
আপনারা সকলে কেমন আছেন? আশাকরি সকলে খুব ভালো আছেন। ভগবানের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি।
আমি আজকে আমার অবসর সময়ে কাটানোর জন্য একটি নাটক দেখা শুরু করি। সেই নাটকটি আমার খুব ভালো লাগে। তাই চিন্তা করলাম আমার দেখা আজকের এই নাটকটি আপনাদের সাথে শেয়ার করি। সেই সুবাদেই আজ আমি আপনাদের সামনে নাটকের রিভিউ করতে যাচ্ছে। জানিনা কেমন লাগবে আমার এই নাটকের রিভিউ টি। আমি আজকে যে নাটকটি রিভিউ করতে যাচ্ছি সেই নাটকটির নাম হচ্ছে "অরিজিনাল"।
নাটকের গুরুত্বপূর্ণ তথ্য সমূহঃ
গল্প ও পরিচালক | মাইদুল রাকিব। |
---|---|
নিবেদক | নগদ |
অভিনয়ে | মোশারফ করিম, তানিয়া বৃষ্টি ও আরো অনেকে |
প্রোডাকশন | ঈগল মিউজিক |
চলুন তাহলে দেখে নেয়া যাক নাটকের দৃশ্য গুলি।
উক্ত নাটকটি শুরু হয়ে একটি ঘটনার মধ্য দিয়ে। নদীতে পার হওয়া সময় দুইজন লোক এর মধ্যে আলাপচারিতা চলতে থাকে। যেখানে একটি লোক দুবাই ফেরত তার বর্ণনায় তিনি বলেন, আমাদের দেশ এখনো সেই আদি যুগে আছে। এখানে তিনি নিজেই মিথ্যা কথা বলছে যে তিনি সাঁতার জানেন না। তারে এই ফেইক কথা বুঝতে পারে, বিল্লাল মোল্লা তাকে ধাক্কা মেরে ফেলাই দেয়। লোকটি হতে পারে উঠে।
এখানে বিল্লালের বন্ধু তার বাড়িতে বেড়াতে এলে সে তার বন্ধুর সাথে গল্প করতে থাকে। এখানে থাকবো তাকে বারবার ভুল নামে ডাকছিল। বিল্লালের জায়গায় তাকে বেলাল নামে ডাকছিল। তাই বিল্লালের মাথা গরম হয়ে যায় এবং বেল্লাল তার বউকে ধমক দেয় তাকে যাতে সঠিক নামে ডাকা হয়, বিল্লাল মোল্লা।
এখানে বিল্লাল একজন গাড়িচালক সে তার গাড়িতে দুজন যাত্রী উঠিয়েছেন। একজন সচিব ও আর একজন চাকরিপ্রার্থীর বাবা তার ছেলের চাকরির জন্য। সেই সচিবের অনেক বড় বড় চাপাবাজি কবে যাচ্ছেন অন্য লোকের সাথে। যেখানে সচিবের একটি ভুল ইংরেজি শব্দের কারণে বিল্লাল ড্রাইভার এই লোকটি যে ফেইক বুঝতে পারেন।
বিল্লাল লোকটিকে গাড়ি থেকে নামিয়ে তার মাথার চুলের ক্যাশ খুলতে বলেন। এতে কথিত সচিব তার মাথার কেশ খুলতে বাধ্য হয় এবং তার মুখোশ খুলে যায় অন্য লোকটির কাছে।
*এখানে বিল্লাল এর স্ত্রী একটি মিথ্যা কথা বলে দেশে কাপড় ইস্ত্রি করতে জানেনা এবং এতে বিল্লালের মাথা গরম হয়ে যায়। সেটার বউয়ের পূর্বের জীবন সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। বিলাল বুঝতে পেরে তার বউকে ধমক দেয় এতে তার বউ স্বীকার করে নেয় যে শেষ করতে পারে এবং তার বুয়েট অরিজিনাল মুখোশ খুলে যায়। *
এখানে একদিন তার গাড়িতে দুজন প্রেমিক প্রেমিকা উঠলো। প্রেমিক বড় বড় গল্প দিচ্ছিল পুরান ঢাকা ও নতুন ঢাকা মিলে তার বাবার পনেরোটি বাড়ি ছিল ঢাকা শহরে, কোন কারনে এখন তার সাতটি বাড়ি আছে। অঢেল টাকা-পয়সার আছে তার চাকরি করে কি লাভ। তাই সে চাকরি করে না। কিন্তু প্রেমিকা রেস্টুরেন্টে খেতে চাইলে, সে খাওয়াতে অমত করে। এতে করে বিল্লাল মোল্লা তার ফেইক বাজি বুঝতে পারে। তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে বিদায় করে।
এখানে একদিন বাড়িতে এলে তিনি বিল্লালের শশুর ও তার বউ সম্পর্কে সব কথা খুলে বলতে থাকে এতে বেলাল বলে যে বলুন বন্ধ করেন না সব কথা অরিজিনাল বলে দিন। এতে করে তার বউ শাশুড়িকে বলতে বাধা দেয় এবং তার মা না মানলে সেও বলে যে তার মায়ের বাবা চোর ছিল । তার শাশুড়ি বলে তার মেয়ে আগে কয়েকটা ছেলের সাথে প্রেম করেছিল।
ঘটনাক্রমে একদিন বিল্লালের বউ তার প্রেমিকের সাথে তাঁরই গাড়িতে উঠে পড়ে এবং তার বউ ধরা পড়ে যায়। তুমি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
কোন একদিন বিল্লালের গাড়িতে একজন সম্ভ্রান্ত মহিলা উঠে। সেই মহিলা ফোনে কথা বলতে থাকে তার স্বামীর সাথে। মহিলাটি বলতে থাকে তার শাশুড়ি বাসায় থাকলে সে নিজেকে শেষ করে দিবে তাই বিল্লাল রাগ হয়ে বলতে থাকে নিজেকে শেষ করে দিন। এতে মহিলাটির সুইসাইড করতে না চাইলে সেই গাড়িটিকে কোন এক জায়গায় ধাক্কা মারে এতে মহিলাটি আহত হয়। মহিলা পুলিশে কমপ্লেন করলে পুলিশ বিল্লাল কে ধরে নিয়ে আসে।
এখানে বিল্লাল তার অতীত জীবনের কিছু ঘটনা পুলিশের সামনে বর্ণনা করছিলেন। এখন সে স্বীকার করে যে সে আগে ফেক ছিল তাই সে অন্যের ফেইক খুব সহজেই ধরতে পারে।
এখানে এসে অন্যের গাড়ি কে নিজের গাড়ি বলে বিক্রি করছেন। সে বিষয়টির দৃশ্য দেখানো হয়েছে।
এখানে বিল্লাল একজন মানুষকে বিদেশে পাঠাবে বলে তার সাথে অনেক ঠিক কথা বলতেছে। যাতে করে লোকটির কাছে সবকিছু সত্য বলে মনে হয়।
এখানে বিল্লাল তার ভুলটি বুঝতে পারে এবং সেই সম্ভ্রান্ত মহিলার কাছে ক্ষমা চান। যাতে মহিলাটি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। মহিলাটি তাকে ক্ষমা করে দেন। এর মধ্য দিয়ে তার বৌ নিজের ভুল বুঝতে পারে এবং তারা আবার সুখের সংসার শুরু করে।
আমার মন্তব্যঃ
সব মিলিয়ে নাটকটি আমার খুব ভালো লেগেছে। আমাদের সমাজে এরকম অনেক ফেইক মানুষ আছে যাদেরকে আমরা চিনতে পারি না। এই নাটকের মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনের অনেক ফেইক মানুষকে চিনতে পারবো। যা আমাদের এরকম মানুষের থেকে রক্ষা করবে।
আমার পর আজকের অরিজিনাল নাটকের রিভিউ টি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকের পোস্টে এখানে শেষ করছি।
আপনার নাটকের রিভিউ অসাধারণ,তাছাড়াও নাটকটির মধ্যে অনেক শেখার ছিলে।আপনি অসাধারণ প্রতিভাবান অভিনেতার নাটক রিভিউ করছেণ।আমার অনেক প্রিয় একজন অভিনেতা।অনেক সুন্দর হয়েছে রিভিউ ।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। খুবই শিক্ষামূলক একটি নাটক ছিলো এবং যথাসম্ভব এটি দেখে নেব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই মোশাররফ করিম মানেই হচ্ছে নাটক হিট। আসলে এক সময় মোশাররফ করিমকে চিনতাম না।তবে তার অভিনয় দেখার পর তার ভক্ত হয়ে গেছি। আপনার নাটক রিভিউ অনেক সুন্দর হয়েছে। নাটক টি আগেই দেখা হয়েছে আমার। ধন্যবাদ অসাধারণ রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোশারফ করিমের নাটক গুলো দেখতে আমারে ভালবাসি তবে এ নাটকটি আমি আগে কখনো দেখিনি। আপনি যেভাবে নাটকটি আমাদের মাঝে রিভিউ করেছেন মনে হচ্ছে এটি বেশ ইন্টারেস্টিং একটি নাটক। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি নাটকের রিভিউ করেছেন আপনি। নাটকটি দেখে মনে হচ্ছে খুব চমৎকার হয়েছে। আমি এখন পর্যন্ত এটি দেখিনি কিন্তু আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি নাটক। সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার নাটকের রিভিউ পোস্ট দেখে খুব ভালো লাগলো। এই নাটকটি আমি দেখেছি নাটকের সংলাপ দৃশ্যপট এবং চরিত্র খুবই অসাধারণ। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit