শিং মাছ ও আলুর সুস্বাদু ঝোল রান্নার রেসিপি || 10% Beneficiary @shy-fox এর জন্য ||

in hive-129948 •  3 years ago 
হাই বন্ধু গণ, সবাইকে নমস্কার ও আদাব। আশাকরি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দারুন একটি রান্নার রেসিপি করতে যাচ্ছি। সকলের হয়তো আমার আজকের রান্না পছন্দ করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না।

20220122_173448.jpg
শিং মাছের ঝোল।

প্রয়োজনীয় উপকরণ:

১। শিং মাছ ও আলু

20220122_173404.jpg20220122_173430.jpg

২। পিঁয়াজ ও রসুন কুচি
20220122_173416.jpg

৩। হলুদ, লবণ, মরিচ গুঁড়া, পিঁয়াজ ও রসুন বাটা।
20220122_173426.jpg

৪। গরম মসলা।
20220122_173442.jpg

ধাপ-১ঃ

20220122_173408.jpg

মাছ গুলো পরিষ্কার করি ও ধুয়ে নিয়েছি।

ধাপ-২ঃ

20220122_173410.jpg

এখন আমি শিং মাছ গুলোকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি।

ধাপ-৩ঃ

20220122_173418.jpg

এরপর, আমি কড়াই এ তেল দিয়ে তাতে মাছ গুলো দিয়ে দিলাম। মাছ গুলো একটু ভাজি ।

ধাপ-৪ঃ

20220122_173445.jpg20220122_173424.jpg

পানি দিয়ে মাছ গুলো ২-৩ মিনিট ধরে সেদ্ধ করি। পানি শুকিয়ে গেলে তেল দিয়ে ভাজি। এবার ভাজা মাছ প্লেটে তুলে রাখি।

ধাপ-৫ঃ

20220122_173432.jpg20220122_173435.jpg

আবার কড়াই এ তেল দিয়ে তাতে আলু দিয়ে দিলাম। এবার প্রয়োজন মত লবণ, মরিচ, পিঁয়াজ হলুদ দিয়ে দেই।

ধাপ-৬ঃ

20220122_173437.jpg

এখন সবগুলোকেই নাড়াচাড়া করে ভাঁজতে থাকি। পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

20220122_173439.jpg

20220122_173441.jpg

আলু গুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বাটি দিয়ে ঢেকে রাখি। এরপর আলু গুলো ভাজি এবং জল দিয়ে কিছুক্ষণ গরম করি।

ধাপ-৭ঃ

20220122_173447.jpg

ভেঁজে রাখা শিং মাছ গুলো এবার আলুর ঝোল এ ঢেলে দিলাম। আর এভাবেই তৈরি হলো শিং মাছের ঝোল।

20220122_173449.jpg

আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো? আশাকরি ভালো লাগবে।

Photo shoot device Information:

Device NameModel 📳
Samsung GalaxyJ5
LocationBangladesh

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

শিং মাছ কখনো খাওয়া হয় না কিন্তু আলু খুবই পরিচিত এবং আপনি শিং মাছ আলু দিয়ে মজাদার একটি ঝোল রেসিপি করেছেন। দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া আপনি অনেক শিং মাছ ও আলুর সুস্বাদু ঝোল রান্নার রেসিপি তৈরি করেছেন। দেখে মনে অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আমার দেখে খুব ভালো লাগলো। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনাকে