মাছ 🐠 আলু 🥔 দিয়ে মজাদার ধোকা রান্নার রেসিপি || ♥️১০% বেনিফিসিয়ারি লাজুক খ্যাঁকের জন্য ♥️|

in hive-129948 •  3 years ago  (edited)

১১ই চৈত্র ১৪২৮ , শনিবার।

হাই বন্ধুগন,
সবাইকে নমস্কার ও আদাব 🙏।

আপনারা সকলে কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগ এ আজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশাকরি সকলে আমার রেসিপি পছন্দ করবেন। আমার আজকের রেসিপি টি হলো আলু ও মাছ দিয়ে ধোকা রান্নার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আমার রেসিপি।

IMG_20220326_163629.jpg
রান্নার ধাপ সমূহের একটি অ্যালবাম।

💖প্রয়োজনীয় উপকরণঃ💖
উপকরণপরিমাণ
আটা১ কিলোগ্রাম
আলু৩৫০ গ্রাম
মাছ৭-৮ পিস
পিয়াজ ও মরিচপরিমাণ মতো
রসুনদুইটি
মশল্লাপরিমাণ মতো
তেল৩০০ মিলি
লবণপরিমাণ মতো

steemitdg3.png

🥯 ধোকা তৈরি ধাপঃ🥯

প্রথম ধাপঃ👉

IMG_20220326_141241.jpgIMG_20220326_141416.jpg

প্রথমে আমি আটা গুলোকে একটি ডিস এরমধ্যে ঢেলে নিলাম । এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে আটা গুলোকে মেখে একটু শক্ত করে খামির করলাম।

দ্বিতীয় ধাপঃ👉

IMG_20220326_142323.jpg

খামির করা আটা গুলোকে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিলাম।

তৃতীয় ধাপঃ

IMG_20220326_145257.jpg

এখন আমি সেই খামির করা আটা গুলোতে জল ঢেলে নেড়ে চেড়ে ধুতে থাকি। এখন এই সাদা জল গুলোকে ফেলে দেই।

পঞ্চম ধাপঃ👉

IMG_20220326_152053.jpg

IMG_20220326_152127.jpg

এভাবে আটা গুলোকে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকি, যতক্ষণ না আটা গুলো ধুলে পরিষ্কার জল বের হয়। এরকম পরিষ্কার জল বের হলে বুঝতে হবে আমাদের ধোকা তৈরি হয়ে গেছে।

ষষ্ঠ ধাপঃ👉

IMG_20220326_152813.jpg

IMG_20220326_152921.jpg

এখন আমি ধোকা গুলোকে দুটি ভাগে বিভক্ত করলাম এবং গোল করে নিলাম। তারপর ধোকা গুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলাম।

সপ্তম ধাপঃ👉

IMG_20220326_153739.jpg

IMG_20220326_154223.jpg

IMG_20220326_154940.jpg

এখন আমি ধোকা গুলো কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে ডোবা তেলে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিলাম। ধোকা এর ভাজা গুলো উঠিয়ে প্লেটে রাখলাম।

steemitdg3.png

🐠মাছ ভাজি🐟

অষ্টম ধাপঃ👉

IMG_20220326_153451.jpgIMG_20220326_155735.jpg
IMG_20220326_160025.jpg

এখন আমি মাছগুলোকে হলুদ ও লবণ মেখে এগুলো কেও ডোবা তেলে মচমচে করে ভেজে নিলাম। এরপর এগুলো উঠিয়ে একটি প্লেটে রাখলাম।

steemitdg3.png

🍲তরকারি রান্না🍲

নবম ধাপঃ

IMG_20220326_153423.jpg

IMG_20220326_161856.jpg

IMG_20220326_153432.jpg

মরিচ, পেঁয়াজ, আলু ও রসুন গুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম।

দশম ধাপঃ👉

IMG_20220326_160116.jpg

করার মধ্যে তেল দিলাম এরপর পিয়াজ রসুন মরিচের কুচিগুলো তেলের মধ্যে দিলাম।

IMG_20220326_160301.jpg

এখন আলু কতগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণমতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আলু গুলোকে ভাল করে সেদ্ধ করে নিলাম।

একাদশ ধাপঃ👉

IMG_20220326_162716.jpg

আলু গুলো সিদ্ধ হয়ে গেলে একটু ভাজতে থাকলাম। এরপর এখানে আমার আগে ভেবে নেওয়া ধোকা ও মাছ গুলো দিয়ে ভালো করে কষতে লাগলাম।

দ্বাদশ ধাপঃ👉

IMG_20220326_163226.jpg

এখন আমি এই ধোকা তরকারির মধ্যে মসলা বাটা ও আদা বাটা দিয়ে দিয়ে একটু নেড়ে নিলাম।

পরিবেশনঃ

IMG_20220326_163629.jpg

এখন আমার রান্না করা ঢোকাও আলুর তরকারিটি প্লেটের মধ্যে পরিবেশনের জন্য তুলে রাখলাম।*

steemitdg3.png

প্রয়োজনীয় তথ্যঃ

বিভাগবিবরণ
ফটোগ্রাফার@karuna21
ডিভাইসRealme C21Y
লোকেশননীলফামারী, বাংলাদেশ

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্না আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার নমস্কার ও আদাব জানিয়ে, তোমাকে এখানেই শেষ করছি।

steemdgs.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধোকা,নামটি খুব ইন্টারেস্টিং। আমি প্রথম নাম শুনালাম।মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে।রেসিপি এর স্টেপ গুলো দেখে মনে হচ্ছে, খেতে খারাপ হবে না।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

আমার রেসিপিটি ভালোলাগার জন্য আমি অনেক খুশি। ধন্যবাদ আপনাকে।

এই রেসিপিটি আমার কাছে একদম নতুন লাগছে। মাছ আলু দিয়ে কখনই এভাবে ধোকা রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার এটি খুবই ভালো লাগছে আর এটা খেতে খুবই মজা হবে সেটা যাচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

ধোকা নামটি আমার কাছে
একেবারে নুতন
তবুও আপনার রান্না দেখে
ভরিয়ে উঠলো মন।।

ধোকা'ও যে রান্না হয়
আগে তো শুনি নাই
এবার রান্না করে
স্বাদ নিতে চাই।।

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

আটা দিয়ে এমন ধোকার নাম তো কোনদিনও শুনিনি ।আজ প্রথম দেখলাম আবার এটা দিয়ে মাছ রান্না করা যায় দারুন তো। আসলে আমার বাংলা ব্লগে আসার পর কত ইউনিক ইউনিক রেসিপি শিখলাম তার কোন ঠিক নেই। আজ খুবই দারুণ একটি রেসিপি আপনার কাছ থেকে শিখলাম খেতে কেমন জানি না তবে রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে ।নামটাও আমার কাছে অনেক ভালো লেগেছে ধোকা। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার রেসিপিটি।

এটি একটি নতুন রেসিপি। কম মানুষেরই এটি সম্পর্কে জানে। আপনি চেষ্টা করতে পারেন রান্না করার জন্য।

ভাইয়া আপনার রেসিপি টা আমার কাছে একদম একদম ইউনিক একটি রেসিপি লাগছে। কারণ এর আগে কখনো এই রেসিপি আমি খাইনি আর দেখিও নাই।আটা আলু দিয়ে মাছ রান্নার দেখেই মনে হচ্ছে খুব মজাদার হয়েছে। আর আমি অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করবো।অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

আমাদের ছবিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। নবাব এত সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও ভাইয়া আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে অনেক ভালো লাগছে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া, আমি কখনো মাছ ও আলু দিয়ে মজাদার ধোকা রেসিপি খাইনি। আপনার তৈরি রেসিপি দেখে ভীষণ খাওয়ার লোভ হচ্ছে। তাই আপনার রন্ধনপ্রণালী দেখে শিখে নিলাম। আমিও পরবর্তী সময়ে বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করব। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

বাহ চমৎকার একটা রেসিপি শেয়ার করেছেন এবং সাজানো গোছানো উপস্থাপন করেছেন ভাই। সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনার এই রান্না পোস্ট দেখে। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।💞💞

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া আপনার রেসিপিটি আমার কাছে একবারই নতুন মনে হলো, আমি এভাবে কখনো খাইনি, তবে আপনার রেসিপিটি দেখে মনে হইতেছে অনেক সুস্বাদু হয়েছে, যাইহোক ভাইয়া আপনার কাছ থেকে একটি নতুন রেসিপি শিখে নিলাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভাইয়া নতুন একটি রেসিপি শিখলাম আপনার কাছ থেকে। রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। ইচ্ছে করছে খেয়ে ফেলি। আমি এটি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ,সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,এবং আপনার জন্য শুভকামনা রইল।

ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার সুস্বাস্থ্য পরিবেশে তৈরি ধোকা রান্নার রেসিপিটা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

ভাইয়া, আপনার তৈরি করা রেসিপিটি আমার কাছে একদম নতুন রেসিপি লাগছে। ধোকা কি সেটা জানতাম না তবে আপনার এই রেসিপিটি দেখে বুঝতে পারলাম আসলে ধোকা আটা দিয়ে তৈরি করা হয়।ভাইয়া, ধোকা দিয়ে মাছের সুস্বাদু রেসিপি দেখে সত্যিই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।আপনি খুবই যত্ন সহকারে এই রেসিপিটি তৈরি করেছেন।ভাইয়া,ধোকা আলু এবং মাছের রেসিপি তৈরি করার প্রতিটি ধাপে খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমাদের ছবিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

এই রেসিপিটি আমার কাছে একদমই নতুন। এর আগে কখনো এভাবে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেয়ে দেখতে হবে। আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার।

আপনি অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ

ওয়াও দাদা আপনার এই রেসিপিটি দেখে মুখে জল চলে এলো । আমি এই রেসিপিটি প্রথম বার শুনলাম। আলু ও মাছ দিয়ে ধোকা রান্নার রেসিপি খুবই একটা ইউনিক রেসিপি লাগছে। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। রেসিপিটি তৈরি করার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

আমার রেসিপিটি ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি অনেক ভাবে মাছ আলু দিয়ে ধকা রান্না করেছেন।আমার কাছে রেসিপিটি ইউনিক মনে হচ্ছে।এর আগে এভাবে কখনো মাছ রান্না করা দেখি নাই।অনেক সুন্দর ভাবে মাছ আলু দিয়ে ধকা রান্না করেছেন।মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে।রেসিপির প্রত্যেকট ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছে।আপনাকে অসংখ্য ধান্যবাদ।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আমার ছবিটা ভালো লাগলো জেনে খুশি হলাম।

ভাইয়া আপনার তৈরি করা রেসিপিটি আমার কাছে ইউনিক একটি রেসিপি মনে হয়েছে। যাইহোক আমি আজকে একটা নতুন রেসিপি দেখতে পারলাম৷ রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে খেতে। আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ধোকা রেসিপি আমি জীবনেও দেখিনি। আপনার কাছে প্রথম দেখলাম। এভাবে আটা দিয়ে ধোকা বানানো যায় তা জানা ছিল না। কিন্তু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। মজাদার না হওয়ার কোন কারণ নেই কারণ আপনি এত কষ্ট করে মাছটি রান্না করেছেন । ধন্যবাদ আপনাকেই ইউনিক একটি মাছের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

মাছ আলু দিয়ে মজাদার ধোকা রান্নার রেসিপি তৈরি করেছেন এবং এটি ইউনিক নাম। কখনো শুনিনাই। দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

ধোকা নামটি খুব আনকমন। এর আগে কখনো এভাবে রান্না করে খাওয়াও হয়নি। তবে মনে হচ্ছে খাবারটা অনেক সুস্বাদু। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ অর্থ সুন্দর একটি মন্তব্যের জন্য।