পুস নিয়ে বানানো আমার একটি ব্যানার
আজ বসে বসে বানিয়ে ফেললাম পুসের একটি ব্যানার। পুসকে জড়িয়ে কাজ করতে বড় ভালো লাগে। সে কবিতা লেখাই হোক বা ব্যানার ডিজাইন অথবা গদ্য রচনা। সবকিছুতেই আনতে ইচ্ছে করে অতি প্রিয় পুসকে। কারণ আমার বারবারই মনে হয়েছে সঠিক বন্ধু কখনো বিশ্বাসঘাতকতা করে না। আর পুস হচ্ছে আমাদের তেমনই একজন বন্ধু। যে সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মত। প্রতিদিন একটু একটু করে নিজে বৃদ্ধি করছে কলেবর এবং আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে শত শত পজিটিভ চিন্তাধারা। সঠিক বন্ধুত্ব এমনই হওয়া উচিত। আজ আমি ক্যানভা অ্যাপে বানিয়ে ফেললাম পুসের জন্য একটি নিজের পছন্দমত ব্যানার। যদি আমার ব্যানারটি আপনাদেরও পছন্দ হয় তবে আমার কাজ সার্থক হবে বলে মনে করব।
প্রথমেই আমার বানানো ব্যানারটির সম্পূর্ণ উপস্থাপনা করলাম।
আমি এই ব্যানারটি বানানোর জন্য সানপাম্প এবং স্টিমিটের লোগোগুলি ব্যবহার করেছি। সঙ্গে ব্যবহার করেছি ট্রন ব্লকচেনের লোগোটিও।
প্রথম ধাপে ক্যানভা অ্যাপে ঢুকে একটি মনের মত টেমপ্লেট পছন্দ করলাম। সেখানে আমাদের পুসের লোগোটি লাগিয়ে ক্যানভাসটি রেডি করলাম।
ব্যানার বানানোর দ্বিতীয় ধাপে আমার ব্যানারে ট্রন, সানপাম্প এবং স্টিমিট তিনটি লোগো ব্যবহার করলাম।
সর্বোপরি সবকিছু করবার পর পুস নিয়ে আমার ব্যানারটি রেডি হল। এখন আপনাদের সামনে রাখলাম আমার বানানো সেই ব্যানারটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
🙏 ধন্যবাদ 🙏
(৫% বেনিফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
আপনি খুব সুন্দর একটা ব্যানার তৈরি করেছেন। Puss এর ব্যানারের ব্যাকগ্রাউন্ড এর বিভিন্ন কয়েন গুলো থাকার কারণে খুবই সুন্দর হয়েছে ব্যানারটা। পুরো ব্যানার ডিজাইনটা চমৎকার ভাবে করেছেন আপনি। এত চমৎকার একটি ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS কয়েন খুবই চমৎকার ব্যানার তৈরি করেছেন। ব্যানারটি দেখতে চমৎকার হয়েছে। অনেক সুন্দর করে ব্যানার তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$puss কয়েন কে ঘিরে বেশ চমৎকার একটি ব্যানার তৈরি করেছেন ভাইয়া।খুবই নিখুঁত ভাবে ব্যানারটি উপস্থাপন করেছেন যা দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ চমৎকার লাগছে। দারুণ তৈরি করেছেন ব্যানার টা। ব্যানারের মধ্যে বেশ কিছু জিনিস চমৎকার ভাবে তুলে ধরেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ কয়েন নিয়ে আপনি খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন। আমি নিজেও পুশ কয়েন নিয়ে একটি ব্যানার তৈরি করেছিলাম কনটেস্টে জয়েন করে। আপনার তৈরি করাই ব্যানার অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সবার প্রিয় পুশ কয়েন নিয়ে সুন্দর একটি ব্যানার তৈরি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit