মুড়ি মেখে সকলে মিলে পিকনিক করা
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
বাঙালির একটি পছন্দের খাবার হল মুড়ি। মুড়ি পেলে বাঙালি আর অন্য কিছু চায় না। হয়তো খুব সাধারণ একটি খাবার, কিন্তু তাও প্রচুর জনপ্রিয়। বাঙালি বাড়িতে মুড়ি থাকে না, এমন বাড়ি মনে হয় খুঁজেও পাওয়া যাবে না। তাই সব দিক থেকে আমরা সকলেই মুড়ি লাভার।
আমাদের স্কুলে আমরা শিক্ষকরা মাঝে মাঝেই মুড়ির পার্টি আয়োজন করে থাকি। যেমন একটি মুড়ির পার্টি আয়োজিত হলো গতকাল। আমরা সকলে যে যেমন ইচ্ছা জিনিস নিয়ে আসে মুড়ি মাখায় সাহায্য করেছিলাম। এবং সকলে মিলে তারপর সেই মুড়ি আনন্দ করে খেয়েছিলাম। মূলত আমরা সকল শিক্ষকেরা একসঙ্গে কিছু একটা খাব ঠিক করে মুড়ি নিয়ে এসেছিলাম। যদিও আগে থেকেই ঠিক করা হয়ে গেছিল যে আমরা সকলে মিলে মুড়ি পার্টি করব। আর সেই মতো প্রত্যেকের উপর কিছু না কিছু নিয়ে আসবার দায়িত্ব পড়ে। কেউ নিয়ে আসে চানাচুর, কেউ হয়তো শশা এবং পেঁয়াজ, আবার কেউ ঝুরিভাজা এবং বাদাম নিয়ে এসে সাহায্য করেছিল। সকলে মিলে পিকনিক করতে আমাদের যেমন ভালো লাগে, ঠিক তেমনভাবে ছোট ছোট খাওয়া-দাওয়ার আয়োজনও আমাদের সমান ভালো লাগে। আসলে সারাদিন কাজকর্মের মধ্যে থাকতে থাকতে জীবনটা যেন কাজের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই সকলে মিলে এই ধরনের ছোট ছোট পার্টিগুলি অনেক আনন্দ প্রদান করতে পারে।
এইবারে আমরা আনন্দ করে সকলে মিলে তাই মুড়ি মেখেছিলাম। কোন খাওয়া দাওয়া সকলে একসঙ্গে করতে খুব ভালো লাগে, তা যদি অল্প কিছু হয় তাতেও কোন ক্ষতি নেই৷ আনন্দের ভাগ তাতে কমে যায় না। এই যে সামান্য মুড়ি এনে আমরা সকলে মিলে মেখে খাওয়া-দাওয়া করলাম তার মধ্যেও যে পরিমাণ আনন্দ আছে তা হয়তো অনেক সময় পাওয়া যায় না।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপনি বাঙ্গালীদের অতি প্রিয় খাবার হচ্ছে মুড়ি।এরকম মুড়ি পার্টি আমরাও করেছি অনেক ম্যাচে থাকা অবস্থায়। সকলে মিলে এভাবে মুড়ি মেখে খাওয়ার মধ্যে অন্যরকম একটি প্রশান্তি রয়েছে। স্কুলের স্টাফ রুমে সকলে মিলে মুড়ি খাওয়ার অনুভূতি টা সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই। এমন সুন্দর ভাবে মুড়ি খাওয়ার মধ্যে অনেক আনন্দ মিশে থাকে। তাই আমরা মাঝে মাঝেই মুড়ির পার্টি করে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টটি করবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily tasks-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক নতুন একটি পিকনিকের আইডিয়া শিখে নিলাম আপনার কাছ থেকে। আসলে আনন্দ করতে হলে অনেক সময় ছোটখাটো অনেক কিছু দিয়েই বড় বড় আনন্দ খুঁজে পাওয়া যায়। আর মুড়ি মাখানো আমাদের বাঙ্গালীদের এক চিরন্তন ঐতিহো। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি এক রসিক মানুষ। তবে এই খাবারটি অনেকে মিলে খেলে আনন্দটা আরও দেখুন বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ সকলে মিলে মুড়ি খেতে সত্যিই যেন এক আলাদা আনন্দ হয়। এমন প্ল্যান আপনারাও নিতে পারেন আপু। বন্ধু-বান্ধবের মিলে একসঙ্গে মুড়ি খেয়ে দেখুন কেমন লাগে। হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন, মুড়ি আমাদের বাঙালির এক প্রিয় ও জনপ্রিয় খাবার। স্কুলে স্টাফ রুমে বা বন্ধুবান্ধবদের সঙ্গে মুড়ি খাওয়ার অনুভূতি যেন এক অন্যরকম মাধুর্য এনে দেয়। এমন কিছু মুহূর্ত থাকে, যখন কাজের চাপ বা দুশ্চিন্তা একটু কমিয়ে হাসি-ঠাট্টা আর সবার সঙ্গে মজা করতে পারলে তা একেবারে সজীব করে তোলে।স্কুলের স্টাফরুমে মুড়ি মেখে সকলে মিলে পিকনিক করা একেবারে অন্যরকম আনন্দের অভিজ্ঞতা ,আজকে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মুড়ি খাওয়ার মধ্য দিয়ে আমরা সত্যিই কিছুক্ষণের জন্য একটু আনন্দ করতে পারি। এমনিতেই যা চাপ থাকে তার মধ্যে এগুলোই একটু শান্তির ঠিকানা। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হি হি হি। মুড়ি মেখে পিকনিক। শুনেই বেশ হাসি আসছে। আপনি কিন্তু বেশ সুন্দর একটি আইডিয়াও শেয়ার করেছেন আমাদের সাথে। আপনার পোস্ট পড়ে বেশ বুঝা যাচেছ যে আপনি বেশ আনন্দ প্রিয় মানুষ। আমার তো বেশ ভালো লাগলো আপনার কথা গুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারাও চালু করে দিন আপু। সকলে মিলে মুড়ি বেঁচে একটা পিকনিকের আয়োজন করে ফেলুন। দেখুন বেশ সুন্দর আনন্দে কাটবে সময়টা। যাক আমার আইডিয়াটা আপনার ভালো লাগায় ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit