পেন্সিল ও জল রং দিয়ে গণেশের ছবি
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
পেন্সিল এবং জল রং দিয়ে গণেশের ছবি আঁকার চেষ্টা করলাম। গণেশ শুধু একজন দেবতাই নয়, আর্ট এবং বিভিন্ন রকম ছবি তৈরির ক্ষেত্রে গণেশের ভূমিকা অনেক। আমি কিছু নির্দিষ্ট পরিমাণ গোলাকার এবং অর্ধ গোলাকার ছবি তৈরি করে চেষ্টা করেছি গনেশ ঠাকুর আঁকতে। এরপর জল রং দিয়ে রং করে তুলেছি সম্পূর্ণ ছবিটিকে। এই ছবি আঁকবার জন্য আমার বেশ কিছুটা সময় লেগেছে। আসলে বহুদিন হলো আঁকাআঁকির বাইরে রয়েছে। তাই চর্চা খুব একটা নেই। আমার তৈরি ছবি ব্লগে দিতে কিছুটা সংকোচ বোধ হয় তো বটেই। আসলে প্রতিনিয়ত দেখতে পাই আপনারা খুব কোয়ালিটি ছবি পোস্ট করেন। সে দিক থেকে দেখতে গেলে আমার ছবি আঁকার কোয়ালিটি অতটা ভালো নয়। তাও চেষ্টা করেছি এই গণেশের ছবিটি এঁকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবার ধাপে ধাপে আমি সম্পূর্ণ চিত্র আঁকার পদ্ধতিগুলো উপস্থাপন করতে চাই।
ছবিটি সম্পূর্ণ হওয়ার পর ঠিক এমন দেখতে হয়েছিল আমার আঁকা গণেশের ছবিটি।
উপকরণ
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- তুলি
- জল রং
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল দিয়ে ড্রইং খাতায় গণেশের স্কেচটি আঁকা শুরু করলাম।
দ্বিতীয় ধাপ
এরপর গণেশের স্কেচ আঁকা আরেকটু এগোলো। তখন ধীরে ধীরে তার হাত পা প্রকট হতে শুরু করল।
চতুর্থ ধাপ
পেন্সিল দিয়ে গণেশের স্কেচ আকার একটু এগোলো। তখন ধীরে ধীরে তার চোখ নাক সবকিছু প্রকট হয়ে উঠলো। এবার আপনারাই বলবেন গণেশের পেন্সিল স্কেচ আপনাদের কেমন লাগলো।
পঞ্চম ধাপ
এবার পেন্সিল স্কেচে তৈরি হওয়া গণেশের মূর্তিটিকে রং করা শুরু করলাম। আমি রং হিসাবে জল রঙের বাকসা থেকে হলুদ এবং নীল রং দুটি বার করে রং করলাম ছবিটিকে।
ষষ্ঠ ধাপ
এই ধাপে গণেশের মূর্তিটিকে রং করা কিছুটা এগোলো। এখন শুধু চোখ আঁকাটি বাকি রয়েছে। বাকি সমস্ত শরীর রং দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি।
সপ্তম ধাপ
সপ্তম ধাপে ধীরে ধীরে গণেশের চোখ রং করলাম। কোন ছবিতে চোখ আঁকলেই যেন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। এক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন চোখটি আঁকার সাথে সাথে ছবিটি যেন পরিপূর্ণ হল।
প্রস্তুতকরনের পর
সম্পূর্ণ গনেশ আঁকা সম্পন্ন হল। এখন আপনারাই বলতে পারবেন কেমন হয়েছে এই গণেশের ছবিটি। যদি ভালো হয় তবে নিশ্চয়ই মন্তব্য করে আপনার অনুভূতি ব্যক্ত করবেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1870526431039836383?t=4rtAxn2kj1Az-Ya5f6UphA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task -
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি দারুণভাবে এঁকেছেন দাদা। আপনার অংকন করা গণেশ ঠাকুরের এই ছবিটি দেখতে অপূর্ব হয়েছে। অংকনের ধরন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সহজভাবে তুলে ধরেছেন আপনার পোস্ট দেখে এখন চেষ্টা করলে এই ছবিটি আঁকা সম্ভব। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি গণেশ আঁকার বোন। খুব সুন্দর হয়েছে বললেন বলে আমার ভালো লাগলো। এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকলেন বলে অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ , বেশ চমৎকার এঁকেছেন দাদা ৷ আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ পেন্সিল ও জল রং দিয়ে এতো সুন্দর ভাবে গণেশের ছবি এঁকেছেন , দেখতে খুবই সুন্দর লাগছে ৷ আর্টের ধাপ গুলোও অনেক সুন্দর ভাব় আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো পোস্টটি দেখে ৷ ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit