আজকের কবিতার পাতায় কবিতা - শালিক রঙের ডানা
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
আজ একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করব বলে ঠিক করলাম৷ কবিতার মধ্যে অনুভূতিকে ফুটিয়ে তোলার নাম যাপন। আর সেই যাপন যদি প্রেমের হয়, তবে সেই কবিতায় ফুটে ওঠে একটা আস্ত সাম্রাজ্য। কবিতার ভাব ও বোধ পাঠকের কাছে নতুন নতুন রূপে ধরা দেয়। তাই আমি বিশ্বাস করি কবিতার কোনো নির্দিষ্ট মর্মার্থ হয় না। পাঠক তার নিজের মত করে কবিতায় ডুবতে পারে। আমাকে অনেকে বলে কবিতার অর্থ বুঝিয়ে দিতে। আমিও আমার মত করে সেই কবিতার অর্থ বোঝানোর চেষ্টা করি৷ কিন্তু সেখানে যা হয় তা হল আমার চিন্তার সাথে সমান্তরালে পাঠককে বসিয়ে ফেলা। আমি মনে করি আধুনিক কবিতার বাঁক সর্বত্র। সেখানে পাঠক নিজের মত করে কবিতার ভাবার্থ নির্মাণ করতেই পারেন। সে ক্ষেত্রে কবি যে অর্থে কবিতাটি রচনা করেছেন সেটিকেই আঁকড়ে ধরতে হবে এমন কোন মানে নেই। কবির ভাবনা এবং পাঠকের চিন্তা সব সময় যে একই কেন্দ্রবিন্দুতে আবর্তিত হবে, তা হয় না।
আমার কবিতা ভাবনা আমার মত। আর পাঠকের চিন্তা একান্ত পাঠকের। তাই কবিতা পড়ে তার আঙ্গিকে নতুন করে ডুবতেই পাঠক সাবলীলতা বোধ করেন। এই কবিতাটি আমি যে আঙ্গিতে লিখেছি, পাঠক যে সেই সমান্তরালেই ভাবতে হবে, তার কোন অর্থ নেই। পাঠক হয়তো পাঠকের মত করে কবিতাটিকে পুনর্নির্মাণ করতেই পারেন। আর কবির কাছে সেখানেই সার্থকতা। কারণ একটি কবিতা পাঠকের কাছে সরবরাহ হওয়ার পর তা একান্ত পাঠকের সম্পত্তি। সেখানে কবির কোন নিয়ন্ত্রণ নেই।
💐 কবিতা 💐
শালিক রঙের ডানা
কৌশিক চক্রবর্ত্তী
দামাল হবার আগে তোমার
গালে বেছে নেব চারাগাছের ফলন
ওম যতটা ফেরাতে পারি
তার জন্য বরাদ্দ করব অণুলিখন...
উপনদী বয়ে যাচ্ছে আরও
আমি কুয়াশায় মেঘ আঁকছি সহজে
যে রোদে পিছনে দেখায় নিষেধাজ্ঞা
তার দুপাশে শুইয়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ-
মনে পড়ে সেই কামড়ের কথা?
যেখানে পড়ন্ত বিকেলের আলোয়
বুকে জড়িয়েছিলে সোনালি ধান-
রাত জাগা চোখের বয়স কত?
নাকি পাহাড়প্রমাণ কবিতা সাম্রাজ্যের ছায়া?
হাত বাড়াতে দেরি করছো বলে
অনায়াসে তুলে নিচ্ছি শালিক রঙের ডানা।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1894644589790945396?t=fxMHooiWZVZYuITsghFiqw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily tasks-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমবেশি তোমার লেখা প্রায় প্রতিটা কবিতাই পড়া। তবে এই কবিতাটা আগে পড়েছি বলে মনে হচ্ছে না। শালিক রঙের ডানা রূপকটা কি অসাধারণ হয়েছে। কবিতা লিখতে লিখতে শব্দের সাথে খেলতে খেলতে এক একটা এমন ধরনের রূপক বেরিয়ে আসে যা পড়ে পড়ে হতবাক হই। কবিতাটি আগাগোড়া বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুই সব কবিতাই পড়েছিস৷ হয়ত মনে নেই হতে পারে। সুন্দর করে এই কবিতার রূপক ব্যাখ্যা করলি বলে ভালো লাগলো। তোর পছন্দ হলে আমার তো বরাবরই খুব আনন্দ হয়৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit