কাগজ দিয়ে পিস্তল তৈরি করা
আজ আপনাদের সামনে নিয়ে আসব আমার এবং আমার কন্যার বানানো একটি গুলি ছোঁড়া পিস্তল। যা তৈরি করা হয়েছে কাগজ কেটে কেটে। পিস্তল বা বন্দুক থেকে যেভাবে ট্রিগার টিপলে গুলি নির্গত হয়, আমাদের এই বন্দুকেও ঠিক তেমন ট্রিগ্রারিং করার সাথে সাথে একটি বুলেট নির্গত হবে। যদিও সেটি একান্তই কাগজের তৈরি এবং তাতে কোন মানুষ খুন হবে না। তাই নির্ভয়ে যে কোন শিশুই বানিয়ে ফেলতে পারে এই কাগজের নিখুঁত পিস্তলটি। এই পিস্তলে একবারে একটি গুলি ভেতরে লাগিয়ে ছোঁড়া যায়। আর সেই গুলিটি অন্তত ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত দূরে নিক্ষেপিত হতে পারে। তাই শিশুদের জন্য এটি একটি ভীষণ সুন্দর খেলনা হিসেবে ব্যবহৃত হতে পারে৷ একদিন আমরা দুজনে এই পিস্তলটি তৈরি করতে বসেছিলাম। জানতাম না ঠিক কতটা সাফল্য আসবে কাজে। কিন্তু তৈরীর পর এটি খুব পছন্দের একটি পিস্তলে পরিণত হয়। বর্তমানে এমন দুটি আমার ঘরে বানানো আছে যা যে কোন শিশুর মনোরঞ্জন করতে সমর্থ্য। আপনাদের জানিয়ে রাখি ছবি তোলার জন্য আমি আমার কন্যার হাতে পিস্তলটি দিয়েছিলাম। কারণ তার আগ্রহ ছিল এই প্রস্তুত করা পিস্তলটি হাতে ধরে ছবি তোলার।
আসুন প্রথমেই দেখেনি প্রস্তুতকরণের পর পিস্তলটি কেমন দেখতে হয়৷
- সাদা কাগজ
- আঠা
- কাঁচি
- গাডার বা রাবার ব্যান্ড
- ব্রাশ পেন
সাদা একটি কাগজ কেটে সেগুলিকে রোল পাকিয়ে সরু পাইপের মতো করে নিতে হবে।
এমন ভাবে গোল গোল রোল পাকিয়ে একপাশে সেগুলিকে রাখতে হবে। এমন হবে ৬ টি সরু নলের মত লম্বা পাইপ তৈরি করে নিতে হবে। ছ'টির কমে কোনোভাবেই বন্দুকটি নির্মাণ হবে না।
এবার দুটি সরু নলের মতো পাইপ চেপ্টে এমন ছবির মত পাতলা করে নিতে হবে। এর জন্য ওই পাইপ গুলির উপর হাত দিয়ে জোরে চাপ দিলেই তা সম্ভব হবে।
একটি লম্বা পাইপকে ছোট ছোট পাঁচটি অংশে কেটে টুকরো করে নিতে হবে। তারপর ছবিতে দেখানো অংশটির মত পাঁচটি পরপর রেখে আঠা দিয়ে জুড়ে নিতে হবে।
একদম সরু একটি পাইপ কে নিয়ে ছবিতে দেখানো অংশটির মত বাংলা হরফের 'দ' এর আকারে মুড়ে নিতে হবে।
আগে বানানো পাঁচটি ছোট টুকরো দিয়ে সাজানো কাগজের বাটটিকে দুটি চ্যাপ্টা কাগজ দিয়ে দুপাশে এমন ভাবে মুড়ে নিতে হবে যাতে বন্দুকের হ্যান্ডেলের মতো দেখায়। অথচ ভেতরের সরু ৫ খানা পাইপ দেখা না যায়।
এবার বন্দুকের নলটি বানাতে হবে। তার জন্য তিনটি সরু পাইপ একত্রে ত্রিকোণাকার ভাবে জুড়ে তাকে কাগজ দিয়ে ঢেকে নিতে হবে। এটি একেবারে বন্দুকের নলের মত দেখতে হবে।
এরপর গুলি বানাতে হবে। গুলিটি যাতে টেনে ছুড়লে অনেক দূর অব্দি যেতে পারে তাই একটি গাডারের মাধ্যমে সেটিকে বেঁধে যুক্ত করে নিতে হবে। এই গুলিটি বন্দুকের পিছনে ট্রিগারিং এর মত কাজ করবে।
এবার ওই প্রস্তুত হওয়া গাডার সমেত বুলেটটি বন্দুকের নলের মধ্যে ঢুকিয়ে পিছন দিকে আটকে দিলেই বন্দুক তৈরি।
সর্বশেষ ধাপে দেখুন বন্দুকটি কেমন দেখতে হয়েছে। এটিকে আসল বন্দুক বললেও অত্যুক্তি করা হয় না। কারণ এখানে আসল বন্দুকের মতোই কাগজের বুলেট নিক্ষেপিত হবে শত্রুপক্ষের দিকে। তাই সবদিক থেকে এই অত্যাধুনিক রাইফেলটি শিশুর খেলনা হিসাবে বানিয়ে দিতে পারেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1858071116918513934?t=zAQ2hzXSkXaO9UrcrzQcpw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে কাগজ কেটে পিস্তল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পিস্তল দেখে মনে হচ্ছে সত্যিকারের পিস্তল। সত্যি ছোট বাচ্চারা যদি এই ধরনের পিস্তল পায় খেলা খেলে মনের আনন্দ মেটাতে পারবে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই। এই বন্দুকটি শিশুদের খেলনা হিসেবে দারুণ উপযোগী। আমার পোস্টে এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকলেন বলে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরে বাবা কাগজ কেটে কেটে একদম অত্যাধুনিক পিস্তল তৈরি করে ফেললেন!!এক কথায় আপনার তৈরি কাগজের পিস্তল দেখতে অস্থির হয়েছে।এত সুন্দর ভাবে কাগজ দিয়ে পিস্তল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকবার জন্য। অনুপ্রাণিত হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ কেটে এত সুন্দর একটি আধুনিক পিস্তল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝাই যাচ্ছে না এটি কাগজের তৈরি পিস্তল। অনেক সুন্দর হয়েছে। পিস্তল তৈরীর প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি বোন ধাপ গুলি ছবি এবং ব্যাখ্যার মাধ্যমে পরপর তুলে আনতে। তবে এই বন্দুক কিন্তু খেলনা হিসেবে সত্যিই খুব ব্যবহার্য। মন্তব্য করে পাশে থাকলেন বলে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন একটা জিনিস বানিয়েছেন কিন্তু। ছোট বাচ্চারা এটা পেলে অনেক খুশি হবে। এটা আসলেই অত্যাধুনিক একটা পিস্তল ছিল। খুব ভালো লাগলো আপনার আজকে ডাই প্রজেক্ট দেখে। দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পিস্তল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু এই বন্দুক দিয়ে আসলেই গুলি চলে যায়। যদিও সেই গুলিতে মানুষ আহত হয় না। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুড্ডির হাতের কাজ আমি আগেও দেখেছি। তবে দিন যত যাচ্ছে ও কিন্তু অনেক বেশি নিখুঁত হচ্ছে। সেটা একটা ভালো দিক। ওকে বলো নীলমপিসি বলেছে ওর এই বন্দুকটা দারুণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা ওকে বলে দিলাম। তবে ওর হাতের কাজ মাঝে মাঝে আমাকে অবাক করে দেয় এটা খুব সত্যি কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ কেটে কেটে খুব সহজে একটি অত্যাধুনিক পিস্তল তৈরি করেছে যা অরিজিনাল পিস্তলের মতোই হয়েছে। আমি তো অবাক হয়ে দেখছি এতো সুন্দর করে পিস্তল বানিয়ে ফেলেছেন যা কি না দশ থেকে পনেরো ফুঁট পর্যন্ত গুলি ছুড়তে সক্ষম। দারুণ হয়েছে দাদা। মানুনি অনেক খুশি তা ফটোতে পিস্তল ধরে ছবি তেলার দেখেই বুঝতে পারছি।সত্যি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য পারফেক্ট একটি পিস্তল। ধন্যবাদ দাদা ধাপে ধাপে পিস্তল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বোন অনেক দূর পর্যন্ত গুলি ছড়া যায়। আসলে এটি হলো রাবার ব্যান্ডের মহিমা। তবে আমার পোস্টে এমন সুন্দর গোছানো মন্তব্য করে পাশে থাকলে বলে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি দেখতেছি কাগজ কেটে আধুনিক পিস্তল বানিয়েছেন। আসলে কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে বেশ চমৎকার লাগে। তবে এই ধরনের কাগজের পিস্তল গুলো ছোট বাচ্চারা ফেলে খেলাধুলা করতো খুব পছন্দ করে। আর এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখল দেখতে বেশ ভালো লাগে। ধৈর্য ধরে কাগজ দিয়ে চমৎকার একটি পিস্তল বানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই। এই পিস্তলটি বাচ্চাদের খেলার জন্য খুব উপযোগী। অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর মন্তব্য করলেন বলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit