একটি প্রেমের কবিতা
আজ আপনাদের সঙ্গে একটা কবিতা শেয়ার করব। আপনারা জানেন কবিতা আমার প্রাণের সঙ্গী। আর এই কবিতাকে নিয়ে আমার পথ চলা। তাই কবিতাকে ছেড়ে কোন কিছুই ভাবতে পারি না। সারাদিনে যে কোন কাজ করি না কেন মন পড়ে থাকে সেই কবিতার দিকেই। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে আসে কবিতা। বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে লিখি।
যেমন আজ আপনাদের সঙ্গে যে লেখাটি শেয়ার করব সেটি একটি প্রেমের কবিতা। প্রেমিকার সঙ্গে যাপনে বয়ে যায় অনেক নদীস্রোত। সেখানে ভেসে আসে অজানা মুহূর্তগুলো। সেই অচেনা সময়ে নিজেকে ভাসিয়ে দিলে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তাই আজ কবিতার দিন। কখনো মনের সেই কোমল অন্তস্থল থেকে বেরিয়ে আসা উচ্চারণটুকু লিপিবদ্ধ করতেই তৈরি হয় কবিতা। আর প্রেম হলো কবিতার স্বতন্ত্র উচ্চারণ। প্রেম ছাড়া যেমন কবিতা হয় না তেমন কবিতা ছাড়া প্রেম হয় না। আজকের এই কবিতায় এক বিশেষ অনুভূতির প্রকাশ ঘটেছে। সেই কোমল অনুভূতির অন্তরঙ্গ অধ্যায় টুকু তুলে রাখলাম কবিতার লাইন গুলো। আপনাদের যদি ভালো লাগে তবে মন্তব্যের মাধ্যমে মতামত জানাবেন।
ঘুমচোখে
কৌশিক চক্রবর্ত্তী
তুমি ছুঁতে চেয়েছিলে তাই
আমার আঁচড়ে জেগে ওঠে কৃষ্ণচূড়া
প্রতিটা গহ্বরের রং বাদামী
নির্জনে মেঘ বাসা বাঁধলে শহরে ফোটে জুঁইফুল
যা সেদিন ইচ্ছে হয়েছিল তোমায় দিতে
আমি জানিনা তুমি কেমন করে চুল বাঁধো
নাকি চিরুনির ওপর বুলিয়ে নাও পাহাড় সমান রাত
হয়ত
তুমি গ্রাম আঁকো সহজে
আর মনে করে রাখো পাতা গজিয়ে ওঠার মুহূর্ত
এবার কাচে মেঘ আঁকলে তোমায় পাঠাব ঠিক
ইচ্ছেমতো রং দিয়ে তুমি ফেরত পাঠিও আবার
আমার অপেক্ষা স্থির
গ্রাম হোক বা শহর
আমি পেনসিলে কুয়াশা জমতে দেখিনি আর।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1853808200983745000?t=dDhuaZyqioLSbzdj5Y3Biw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার নায়িকাকে দেখলাম এলো চুলে জানালায় মাথা ঠেকিয়ে তার কবির কবিতা পড়ছেন৷
আচ্ছা গ্রাম আঁকা মানুষের কাছে মেঘ পাঠালে সে বৃষ্টি ফেরত দেবে৷ কি করবে তখন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টিতে ভিজবো। আর সেই ভিজে গায়ে আরো কিছু মেঘ পাঠিয়ে দেবো নায়িকাকে উদ্দেশ্য করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালই লিখেছেন কবিতাটা। কবিতা আবৃত্তি করতে অন্যের কবিতা পড়তে আমার কাছে ভালো লাগে। কারণ কবিতা আমি অনেক পছন্দ করি কবিতার জন্যই আমার এখানে অংশগ্রহণ। তাই আপনার কবিতা যখন পড়ছিলাম বেশ অন্যরকম একটা অনুভূতি খুঁজে পেয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আপনি এত সুন্দর করে গুছিয়ে মন্তব্যের মাধ্যমে পাশে থাকলে বলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি প্রেমের কবিতা লিখেছেন দাদা। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতাটি পড়তে বেশ ভালো লাগলো। কবিতা লিখতে এবং পড়তে আমার অনেক ভালো লাগে। কবিতার প্রত্যেকটি লাইন দারুন ভাবে তুলে ধরেছেন। এক কথায় অসাধারণ। অসাধারণ কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর ভাবে কবিতাটির যথার্থতা ব্যাখ্যা করে মন্তব্যের মাধ্যমে পাশে থাকবার জন্য ধন্যবাদ বোন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্বরচিত প্রেমের কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।প্রেম এক ঐশ্বরিক বিষয়।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি পড়লেন এবং তার সুখ্যাতি করলেন বলে খুব ভালো লাগলো। কবিতা নিয়েই আমার জীবন। তাই মাঝে মাঝে আপনাদেরকে পড়াই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কবিতা পড়ে এমন সুন্দর মন্তব্য করবার জন্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনের এক বিশেষ অনুভূতি থেকে লেখা একটি প্রেমের কবিতা যেন প্রেমের পংক্তি মালা। আসলে প্রেমেই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে তাই না-?
তোমার আবেগীয় প্রেমের কবিতাটি পড়ে অন্যরকম একটা অনুভূতি ছুয়ে গেল হৃদয় আঙ্গিনায়,,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ গো ঠিক বলেছ। প্রেমই তো আমাদের বাঁচিয়ে রাখে। তোমার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করল। তোমার লেখাগুলোও খুব ভালো লাগে। এমন ভাবেই পাশে থেকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাশে আছি থাকবো পাশে
এটাই মনের চাওয়া,
মনে ভীষণ তৃপ্তি দেয়
তোমার এগিয়ে যাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সবই তোমার জন্য
বাংলা ব্লগে নেমে
হঠাৎ তুমি পথ দেখালে
থাকলে পাশে ক্রমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফলভাবে এগিয়ে যাচ্ছ
মেধা এবং শ্রমে,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit