ABB প্রতিযোগিতা - $PUSS টোকেনের ব্যানার
আজ নিয়ে এলাম আমার বানানো পুস সংক্রান্ত ব্যানার। পুস নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগেও আমি পুসের বিভিন্ন ধরনের ব্যানার বানিয়েছি। আসলে আমার বাংলা ব্লগের নিজস্ব এই টোকেন প্রথম দিন থেকেই আমার কাছে এক অন্য মাত্রা পেয়েছে। পুস নিয়ে প্রথম থেকে কিছু অসুবিধের সম্মুখীন হয়েছিলাম ঠিকই। কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি নিজের প্রচেষ্টায় সবটা করায়ত্ত করি। এরপর নিজের ওয়ালেটে পুস সংযুক্তিকরণের পরে এর উর্ধ্বাগমন আমাকে চমকে দেয়। আসলে ব্লগে একেবারেই নতুন বলে কিছু সমস্যা তো হয়েই থাকে। কিন্তু প্রথম থেকেই চেষ্টা করেছি সবটা শিখতে এবং সমস্যাগুলিকে পিছনে ফেলতে। তাই পুস টোকেনের দাম কম থাকতে থাকতেই কিনে নিতে পেরেছি এই ম্যাজিকাল কয়েন। আর শুধু কিনেই শান্ত হইনি। টুইটারে প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন ব্যানার বানানো পর্যন্ত সব ধরনের কাজে আমার বাংলা ব্লগের স্বার্থে নিজেকে যুক্ত রেখেছি প্রতিনিয়ত। ঠিক কিছুদিন আগেই ব্লগের পাতায় চোখে পড়লো একটি পোস্ট। পুস নিয়ে ব্যানার বানানোর প্রতিযোগিতা। সাধারণত প্রতি সপ্তাহেই এবিবির বিভিন্ন প্রতিযোগিতায় নিজের মতো করে অংশগ্রহণ করতে চেষ্টা করি। একান্ত নিজের হাতের বাইরে কিছু ছাড়া সব সময়ই নিজেকে যুক্ত করতে চাই ব্লগের কাজকর্মে। ঠিক সেরকম ভাবেই লেগে পড়লাম পুস কয়েনের জন্য নিজের সাধ্যমত একটি আকর্ষণীয় ব্যানার বানাতে। সবশেষে সেই ব্যানার এই পোস্টের মাধ্যমে তুলে দিলাম আপনাদের সকলের সামনে।
ব্যানারটি বানানোর জন্য আমি ক্যানভা অ্যাপের ব্যবহার করেছি। এই অ্যাপে এডিটিং করতে আমার বড় ভালো লাগে। তাই প্রিয় কয়েন পুসের জন্যও আমি ব্যবহার করেছি এই ক্যানভা প্ল্যাটফর্ম। এবার আসি ব্যানারটি বানানোর প্রতিটি ধাপ নিয়ে।
ব্যানারটি ডিজাইন করবার জন্য ক্যানভা অ্যাপ ওপেন করলাম। সেখানে ব্যানার ডিজাইনের জন্য একটি টেমপ্লেট পছন্দ করলাম। সেই টেমপ্লেটটিকে পুস ব্যানার ডিজাইনের জন্য প্রস্তুত করলাম।
পুস ব্যানার ডিজাইন শুরু করবার আগে Steemit, Tron আর SunPump এর লোগো গুলি প্রস্তুত করে নিলাম। অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইট থেকে সমস্ত লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। লোগো গুলি ট্রান্সপারেন্ট হলো।
তৃতীয় ধাপেও অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যবহার করে Tron এবং SunPump এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম।
এরপর প্রয়োজনীয় তিনটি লোগোকে একসঙ্গে কোলাজ করে তারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন এই লোগোগুলি আমার পুস ব্যানারে লাগানোর জন্য প্রস্তুত।
পঞ্চম ধাপে ক্যানভা অ্যাপে ব্যানার ডিজাইন শুরু করলাম। প্রথমেই আমাদের প্রিয় পুসের লোগোটি মধ্যমণি করে বসিয়ে দিলাম। এবং তার পাশে ফন্ট সিলেক্ট করে $PUSS লিখে দিলাম।
ব্যানারটির চারপাশে বিভিন্ন রকম প্রয়োজনীয় টেক্সট গুলি লিখে সাজাতে শুরু করলাম। ব্যানারের উপরে আগে থেকে বানিয়ে রাখা প্রয়োজনীয় লোগোগুলি পেস্ট করে দিলাম। এবং সেখানে Steemit এর নাম উল্লেখ করলাম৷
এরপর ব্যানারটিকে আকর্ষণীয় করবার জন্য Invest Now এবং Easy trade লিখলাম। কারণ আমাদের বর্তমান উদ্দেশ্য পুস টোকেনের প্রচার ও প্রসার। এবং বেশি করে মানুষকে এই কয়েনের প্রতি উদ্বুদ্ধ করা।
ব্যানার মোটামুটি প্রস্তুত। এবার শুধু নিয়ে নেওয়ার অপেক্ষা। এই ছবিতে ক্যানভা এপে মোটামুটি প্রস্তুত হাওয়া একটি ব্যানারের ছবি দেখতে পাচ্ছেন।
আমার পুস ব্যানার সম্পূর্ণ প্রস্তুত। তাই সেটি পোস্টের মাধ্যমে তুলে আনলাম আপনাদের কাছে। আমার তৈরি করা ব্যানার যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে একটা কথা বলতে পারি। 'আমার বাংলা ব্লগ' এর জন্য যেকোনো কাজ করতে এবং নিজেকে ব্যস্ত রাখতে এক অন্যরকম ভালোলাগার অনুভূতি জন্ম নেয়।
(৫% বেনিফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ হয়েছে। প্রতিটা ধাপে ধাপে একদম পরিষ্কার৷ যারা ক্যানভা ব্যবহার করতে জানে না তারাও পারবে৷ কালার কম্বিনেশনটা চমৎকার হয়েছে৷ অনেক শুভকামনা রইল তোমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন সুন্দর প্রশংসামূলক মন্তব্য করলি বলে ভীষণ ভালো লাগলো। আনন্দে আটখানা হলাম। 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রথমেই আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য $PUSS কয়েনের খুব সুন্দর একটি ব্যানার বানিয়েছেন। ব্যানার তৈরির ধাপ দেখে আমার মতো যারা এই কাজগুলো পারে না তারা খুব সহজেই বানাতে পারবে। আপনার এই ব্যানার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ব্যানার আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ব্যানার আপনার ভালো লাগায় আমি আপ্লুত আপু। চেষ্টা করেছি নিজের মত করে পুসের জন্য একটি ব্যানার বানাতে। বাকিটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। এমন সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করবার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/KausikChak1234/status/1832563613120221239?t=xCqWMtI9h3T7dyIuVAqfsA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু কিনলেই হবে না। তার পাশাপাশি আমাদের প্রমোশনও করতে হবে। পুশ টোকেনের ব্যাপার টা দারুণ তৈরি করেছেন ভাই। স্টিমিট, ট্রন, Sum pump সবগুলো লোগোই ব্যবহার করেছেন দেখছি। সবমিলিয়ে চমৎকার লাগছে আপনার ব্যানার টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন ভাই। প্রমোশন করতে করতেই আমাদের পুস আরো বড় এবং স্মার্ট হয়ে উঠবে। এমন সুন্দর মন্তব্য করবার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ব্যানার তৈরি করেছেন আপনি। বেশ ভালো লাগলো কয়েনকে ভালোবেসে দারুণ ব্যানার তৈরি করেছেন দেখে। অনেক সুন্দর হয়েছে দাদা আপনার এই পুষ কয়েন এর ব্যানার তৈরি করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এমন উৎসাহ দেওয়া মন্তব্য আমাকে খুব আনন্দ দিল। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! বেশ দারুণ একটা ব্যানার। আপনার কাজটা ভীষণ সুন্দর হয়েছে। ব্যানার এর মধ্যে সবকিছুই ফুটিয়ে তুলেছেন। ব্যানারের কালার কম্বিনেশন থেকে শুরু করে টেক্সট ফরমেট সবকিছুই ভালো লাগলো দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ব্যানার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাজ আপনার ভালো লাগায় আমি খুব খুশি। আমাকে উৎসাহব্যঞ্জক এমন মন্তব্য দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS কয়েন নিয়ে খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আশা করছি প্রতিযোগিতায় ভালো ফলাফল পাবেন। শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্যানার আপনার ভালো লাগায় আমি আপ্লুত এবং আনন্দিত। বাকিটুকু আপনাদের পছন্দের উপর নির্ভর করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই আমার বাংলা ব্লগের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ এই প্রতিযোগিতায়
অংশগ্রহণ করার মাধ্যমে আজকে আপনি খুব সুন্দর একটি ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একইসাথে এই ব্যানার তৈরির ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবেই শেয়ার করেছেন৷ এই ব্যানার তৈরি করার জন্য আপনি ক্যানভা অ্যাপ এর ব্যবহার করেছেন দেখেও খুবই ভালো লাগছে৷ আমিও এই অ্যাপে কাজ করেছিলাম৷ তবে আমার কাছে এই অ্যাপে কাজ করতে তেমন একটা সুবিধা মনে হয় না৷ তাই আমি সব সময় ফটোশপে কাজ করে থাকি৷ ধন্যবাদ আপনার এই সুন্দর ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ব্যানার আপনার ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ভাই। সুন্দর করে কমেন্ট করলেন বলে খুব ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনার কাছ থেকে এই প্রতিযোগিতার মাধ্যমে এত অসাধারণ একটি ব্যানার দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit