আজকের কবিতার পাতায় সকলকে স্বাগত জানাই
আসুন আজ একটি কবিতা পড়াই। কবিতাটি অবশ্যই রূপক ধর্মী। সাধারণত বাংলা উত্তর আধুনিক কবিতা একটি নির্দিষ্ট মোড়কের মধ্যে আবদ্ধ থাকে। যে মোড়কে নরম পালকের মত কবিতার বাস। কবিতার একটি প্রধান বিষয়বস্তু হলো প্রেম। প্রেম নিয়ে এযাবৎ প্রচুর কবিতা লেখা হয়েছে বহু কবির হাতে। আমিও একটি আস্ত সিরিজ লিখেছিলাম শুধুমাত্র একগুচ্ছ প্রেমের কবিতার উপর। যার নাম অহল্যা। ঠিক তেমনি একটি নিবেদনের কবিতা আজ আপনাদের সামনে রাখলাম। কবিতাটি পড়লে হয়তো এর মোড়ক উন্মোচন করা সম্ভব হবে না। কিন্তু কয়েকবার পড়লে এর অন্তর্নিহিত অর্থ আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কবিতাটি গদ্য ছন্দে লিখিত। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ছন্দের একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো গদ্য ছন্দ। আর এই গদ্য ছন্দে লেখা কবিতাগুলি গদ্যের মতো চলন হলেও এর পঠনে একটি ছন্দ বিদ্যমান থাকে।
বহু দূরে থাকা মানুষটির জন্য ভেবে কুল পাওয়া যায় না কখনো। হয়তো জীবনে সূর্যাস্তের মতো কখনো কখনো অন্ধকার নেমে আসে। আবার তারপর আসে ভোর। সকালের সূর্যকিরণ সরাসরি এসে পড়ে চোখে। আর তখন মনে হয় এই তো সকাল এলো। এভাবেই একটা করে দিন চলে যায় চোখের সামনে দিয়ে। কিন্তু থেকে যায় রোজকার অনুভূতি। এই অনুভূতিগুলো লিপিবদ্ধ করার নাম কবিতা। হয়তো অনেক কথা বলবার থাকে। কিন্তু বলে ওঠা হয় না আর। আর ঠিক তখন কবিতার মাধ্যমে তাকাতে ভালো লাগে প্রিয় মানুষটার দিকে। এই কবিতা তাই অন্তরের ভাষা। ভিতর ঘরের রক্তক্ষরণ। এই সব কিছু এক করলে যে সম্পর্কের কথা ফুটে ওঠে, তা যে নামহীন।
আসুন অনেক কথা হলো। এবার কবিতা পড়া যাক।
💐কবিতা💐
ঘুমচোখে
কৌশিক চক্রবর্ত্তী
তুমি ছুঁতে চেয়েছিলে তাই
আমার আঁচড়ে জেগে ওঠে কৃষ্ণচূড়া
প্রতিটা গহ্বরের রং বাদামী
নির্জনে মেঘ বাসা বাঁধলে শহরে ফোটে জুঁইফুল
যা সেদিন ইচ্ছে হয়েছিল তোমায় দিতে
আমি জানিনা তুমি কেমন করে চুল বাঁধো
নাকি চিরুনির ওপর বুলিয়ে নাও পাহাড় সমান রাত
হয়ত
তুমি গ্রাম আঁকো সহজে
আর মনে করে রাখো পাতা গজিয়ে ওঠার মুহূর্ত
এবার কাচে মেঘ আঁকলে তোমায় পাঠাব ঠিক
ইচ্ছেমতো রং দিয়ে তুমি ফেরত পাঠিও আবার
আমার অপেক্ষা স্থির
গ্রাম হোক বা শহর
আমি পেনসিলে কুয়াশা জমতে দেখিনি আর।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1869363186039935484?t=8yW3Op-iyXKzVKVHt9hoaA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক -
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা সুন্দর এই কবিতা পড়ে। বেশি দারুন কবিতা লিখতে পারেন আপনি। মাঝেমধ্যে কবিতা লিখলে মনের ভাব প্রকাশ করা যায় পাশাপাশি কবিতা লেখার গভীরতা বাড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লেখায় তো আমার প্রাণ। আমার কবিতাটি আপনার ভালো লাগায় আমার অনেক আনন্দ হল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। কবিতার ভাষাগুলো আমার কাছে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এমন সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit