জীবনে চলার পথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
জেনারেল রাইটিং
নমস্কার বন্ধুরা। আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি জেনারেল রাইটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো জীবন থেকে সংগ্রহ করা আমার এক অনুভূতি। জীবন আসলে এক লম্বা রেসের ঘোড়া। আপনারা সকলে রেসের মাঠে ঘোড়া দৌড়াতে দেখেছেন তো? কেউ সামনে দেখেছেন আর কেউবা দেখেছেন টেলিভিশনের পর্দায়। সে যাই হোক, যে ঘোড়া অনেক গুলি রেস পরপর জয় করার ক্ষমতা রাখে, সেই তো আসল বিজয়ী। একটি রেসে জয়লাভ করা আর পরপর অনেকগুলি রেসে ধারাবাহিক ভাবে জয়লাভ করার মধ্যে পার্থক্য অনেক। আসলে জীবনে চলার পথে আসল বিষয়টি হল ধৈর্য এবং সহিষ্ণুতা। সারা পৃথিবীতে জন্মগ্রহণ করা সকল মহাপুরুষই এক বাক্যে একটি কথা স্বীকার করে গেছেন, যে জয়লাভের মূল চাবিকাঠি হল সেই সহিষ্ণুতাই। সব সময় যে জয়ের রাস্তা সহজ হবে সেই কথাও নেই। কঠিন রাস্তায় হেঁটে দীর্ঘ পথ হাঁটার পর জয়লাভ করাই লড়াকু চরিত্রের প্রধান বৈশিষ্ট্য।
কর্ম জীবন থেকে শুরু করে সাংসারিক ঘেরাটোপ, সর্বত্রই লড়াই বিদ্যমান। আমাকেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হাঁটতে হয়েছে কঠিন পথে। হেরে যাব এ কথা কোনদিন ভাবিনি। মেরুদণ্ড সোজা রেখে চলতে চেষ্টা করেছি সত্যকে সঙ্গে নিয়েই। আমার বরাবর মনে হয়েছে চলার পথে যদি কাঁটাতারে ছিন্ন হয় শরীর, তবে তা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে নিজের জায়গা স্পষ্ট করার নামই জীবন। তাই জীবন কয়েকদিনের হলেও তা আসলে নিজের মত করে গুছিয়ে নেওয়া একটি লম্বা অধ্যায়। কাছের মানুষজনকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অবশ্যই জীবনের একটি প্রধান দিক। কিন্তু মানুষ বিভিন্ন রকমের হয়। কেউ নিজের সিদ্ধান্ত নেয় আবার কেউ অন্যের কথায় পরিচালিত হয় আজীবন। কিন্তু সেই অন্যের কথায় চলা মানুষগুলো যখন নিজে একটাও সিদ্ধান্ত নিতে যায়, তা আর সঠিক হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনও একটি অভ্যাস। যারা নিজের জীবনের সিদ্ধান্তগুলি নিজে নিজেই নিতে পছন্দ করেন, তাদের কাছে সেটাই অভ্যাস। অন্যের দ্বারা পরিচালিত হতে হতে মেরুদন্ড ধীরে ধীরে বেঁকে যায়। আর মেরুদন্ড বেঁকে গেলে জীবনের বাঁকগুলো বড় দুরূহ হয়ে ওঠে। তাই জীবন নামক লম্বা রেসের মাঠে মাথা ঠান্ডা করা সিদ্ধান্ত তুরুপের তাসের মত কাজ হয়। কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণের আগে ভাবতে হয় বিস্তর। ভাবনা এমন এক শক্তি, যা সুচারু এবং ভবিষ্যৎদ্রষ্টা হলে চলার পথ সুগম হয়। আত্মশুদ্ধীকরণের পথ সহজ নয়। তাই প্রতিদিন নিজের শোধন করে সত্যের অংশটুকু নিয়ে নিজের জীবনে তা এপ্লাই করা আশু প্রয়োজন। এরপর আর থাকে না কোন অন্তরায়। আর সামনে আসা ছোট ছোট স্পিড ব্রেকার গুলো সহজেই উতরে যাওয়া যায় রোজ।
তাই সকলে চেষ্টা করুন সহজ সরল পথে এবং পরিশ্রমের মাধ্যমে জীবনের উদ্দেশ্যটুকু হাসিল করতে। বিশ্বাস করুন, জীবনে সাফল্যের পথে কোন শর্টকাট নেই। হয়ও না। তাই নিজের কাজটুকু সম্পন্ন করে নেওয়া ছাড়া বাকি কিছু তো আর আপনার হাতে নেই। আর যা হাতে নেই তা ভেবেও কোন কাজ নেই।
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
haha
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা,আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি।আসলেই কোনো কিছুই সহজসাধ্য নয়,সবকিছু ধৈর্য্য ও পরিশ্রম দ্বারা অর্জন করতে হয়।আপনি অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন,পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব দামী কথা বললে বোন। পরিশ্রমই তো সব সাফল্যের চাবিকাঠি। এটুকু যে বোঝে, তার কাছে জীবন বড় সহজ এবং উপভোগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শর্টকাট আবার কি? এখানে কোন শর্টকাটের চান্সই নেই। খুব ভালো লিখেছো সেদিন অল্প অল্প করে পড়েছিলাম ওপর ওপর। আজ ভালো করে পড়ে দেখলাম তোমার নিজের জীবনের নানা অভিজ্ঞতা থেকেই এই লেখা উঠে এসছে সেটা স্পষ্টই বোঝা যায় । আসলে জীবন যেমন দিন দেখায় অভিজ্ঞতা দেয় মানুষ ঠিক সেই ছাঁচে বড় হয়ে ওঠে আর বুড়োও হয়ে যায়। ভালো থেকো ভীষণভাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit