আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-১০:"আমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি"- 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমার কাছে আমার বাংলা ব্লগ এর প্রতিটি প্রতিযোগিতায় খুবই ভালো লাগে। আর আজ আমি শীতকালীন সবজি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এজন্য আমি আজ তিনটি সবজি মিলিয়ে একটি রেসিপি তৈরি করব। রেসিপিটি খেতে খুবই মজা। যদি এই রেসিপিটি আমার দেওয়া ফর্মুলাতে তৈরি করতে পারেন তাহলে এটা খুবই মজার হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনার কাছে অনেক ভালো লাগবে।

20211206_153115.jpg


উপকরণপরিমাণ
শিম২০০ গ্রাম
আলু১টি
ওলকপিহাফ কেজি
পেঁয়াজ১কাপ
কাঁচামরিচ৬ থেকে ৭ টি
হলুদের গুড়াহাফ চা চামচ
মরিচের গুঁড়া ১চা চামচ
ধনিয়ার গুড়াহাফ চা চামচ
জিরার গুড়াহাফ চা চামচ
লবণপরিমাণ মতো
তেল২টেবিল চামচ

20211206_140414.jpg

20211206_140359.jpg

20211206_140349.jpg

20211206_140335.jpg

ধাপ : ১

20211206_141732.jpg

মজাদার এই শীতের সবজি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে। এরপরে এতে এক কাপ পরিমান পিয়াজ এবং ৬থেকে ৭ টি কাঁচামরিচ দিয়ে এগুলো তেলে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। যখন এটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে মাছের কিছু অংশ।


20211206_142032.jpg

এ সবজি রান্নার জন্য যে কোন মাছ থেকে তার কিছু অংশ নিলেই হবে যখন মাছ তেলে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া ,১ চা-চামচ জিরা গুঁড়া ,১চা চামচ ধনিয়ার গুড়া এবং পরিমান মত লবন দিয়ে দিতে হবে।


20211206_142137.jpg

গুঁড়ো মসলা দেওয়ার পরে এগুলো ২ মিনিট ভেজে নিতে হবে। এরপর এখানে এক কাপ পরিমান পানি এড করে দিতে হবে এবং এই পানি দিয়ে মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।


20211206_143232.jpg

পানি দেওয়ার পরে চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে এবং এই পানি শুকানোর আগ পর্যন্ত মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে আমরা সবাই জানি যে মসলা যত ভালোভাবে কষানো যাবে ততোই কিন্তু তরকারি মজার হবে।



ধাপ : ২

20211206_143321.jpg

মসলা কষানো যখন কমপ্লিট হবে তখন এর ভিতর এড করে দিতে হবে আগে থেকে কেটে রাখা ওলকপি, শিম এবং কেটে রাখা আলু।


20211206_143409.jpg

সবজি দিয়ে দেওয়ার পরে এগুলো মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং কোন রকম পানি এক না করে এটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে।



সবজিগুলো মসলার সাথে কষিয়ে নেওয়ার পরে এর সাথে এক কাপ পরিমান পানি এড করে দিতে হবে এবং এর পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মসলা সবজি সাথে কষিয়ে নিতে হবে। করিয়ে ঢাকনা দিয়ে ১০মিনিট অপেক্ষা করতে হবে।


20211206_145554.jpg

ঢাকনা দিয়ে ৫ মিনিট সবজি গুলোকে কষিয়ে নিতে হবে এবং এ সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে এবং মাঝে মাঝে এগুলো নেড়ে দিতে হবে।



শেষ ধাপ

20211206_145739.jpg


সবজি গুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণমতো পানি অ্যাড করে নিতে হবে। এমন পরিমাণ পানি অ্যাড করতে হবে যেন এইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।


20211206_152357.jpg

পানি দিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করলেই সুস্বাদু সবজি রান্না টা তৈরি হয়ে যাবে। এটা খেতে খুবই মজা এবং এটা হালকা ঝোল থাকার কারণে এতে আরও বেশি মজার ছিল।


20211206_153120.jpg

এগুলো খাওয়ার জন্য একেবারে রেডি। এবার পরিবেশনের জন্য এনেছি সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।


THANKS

@kawsar

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
আপনি শীত কালীন সময়ে শিম আলু ওলকপি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। প্রয়োজনীয় উপকরণ গুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই

সবজি দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। একটা কথা খুব ভালো বলেছেন। যে মসলা যতো কষানো হবে তরকারি খেতে ততো মজা হবে। আপনি মাছের অংশের কথা উপকরনে উল্লেখ করতে মনে হয় ভুলে গেছেন। কিছু বানান ভুল আছে সেগুলো সংশোধন করে নিন। আপনার পোস্টের উপস্থাপনা সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আমি সংশোধন করে দিয়েছি

বাহ ভাই আপনে শীতকালীন সবজি দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। এই ধরনের সবজিগুলো দিয়ে তৈরি খাবার অনেক সুস্বাদু হয়। আপনে অনেক সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।