সংগ্রাম করে জীবন যখন সুখের হয় || by @kawsar

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে দুই দিন গরম পরার পরে এখন কিন্তু বৃষ্টি হয়েছে যে কারণে আসলে আবহাওয়া টা মোটামুটি ঠান্ডা লাগছে। আর যে কারণে অনেক ভালো লাগছে। তো আজকে আমি আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করবো। আজকে আমি বাস্তব জীবন নিয়ে আমার জীবনে দেখা কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব আশা করি ভালো লাগবে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আমাদের জীবনে আসলে যখন কোন বিপদ আসে তখন আমরা খুবই হতাশ হয়ে যাই। যে আমরা এই বিপদ থেকে কিভাবে মুক্ত হব আর কিভাবে আমরা আমাদের জীবনের সফলতা বয়ে আনবে। আমরা এই বিষয়টা নিয়ে জীবনে এত হতাশ থাকি যে আমরা সেই বিপদ আমাদের থাকেনা কিন্তু তখন আর আমাদের এমন অবস্থা থাকে না যে আমরা ঠিকভাবে জীবনকে চালাবো। কেননা আমরা এমন হতাশ হই যে সেই হতাশায় আমাদের জীবন লাগে আমরা অন্ধকারে ঠেলে দেই।

কিন্তু যদি এ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। কেননা আমাদের জীবনে বিপদ আসবে এবং যাবে এটা কিন্তু স্বাভাবিক। আমরা খুব সহজেই বুঝতে পারি যে অন্ধকারের পরে আলো আসে, তেমনি বিপদের পরেও আমাদের ভালো সময় আসবে। তাহলে এটা আমাদের জীবনে সফল হওয়ার জন্য খুবই ভালো হতো। আমরা যারা খুব বেশি বিপদে পড়ি তারা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং ধৈর্য ধারণ করে থাকতে পারি তাহলে আমি মনে করি সেই বিপদ কেটে একসময় আমাদের জীবনে ভালো সময় অবশ্যই আসবে এটাই স্বাভাবিক।

আপনার-আমার জীবনে হয়ত এমন সময় অবশ্যই এসেছে যে আমাদের অনেক বিপদ ছিল কিন্তু একসময় সেই বিপদ কেটে আমাদের জীবনে আলো ফুটে উঠেছে। আসলে আমার জীবনে আমি এমন এক পরিবার দেখেছি যে পরিবার অনেক অন্ধকার থেকে আলোর পথে এসেছে। জীবনে আমি এক মহিলাকে দেখেছি যে তার দুইটা ছেলে ছিল খুবই ছোট ছোট, সেই অবস্থাতেই তার স্বামী মারা গিয়েছিল এবং সে তার বাবার বাড়ি থেকে কিছু সাহায্য পেতেই থাকে এবং তার স্বামীর সংসারে ছিল সেখানেই সংগ্রাম করে তার পুরোটা জীবনী থেকেছে।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


একসময় যখন তার ছেলেরা বড় হয়েছে তখন তার ছেলেরা টাকা রোজগার করে তার সংসার কে জাগিয়ে তুলেছেন এবং তার ছোটছেলেকে সে পড়াশোনাও করিয়ে। ভালো চাকরি দিতে পেরেছে এটা আসলে তার সংগ্রামের কারণেই হয়েছে। সে হয়তো পারত যে তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলে গুলোকে তার বাবার বাড়ি রেখে বিয়ে করতে। তা কিন্তু সে করেনি সে তার স্বামীর ঘরে বসে সংগ্রাম করে তার সন্তানদেরকে মানুষ করেছে এবং এখন সে খুব সুখে আছে। তার ছেলেরা তাকে যেমন খুব ভালোবাসে, তেমনিভাবে তার নাতি-নাতনিরা এবং তার ছেলের বউ তাকে অনেক বেশি সম্মান করেন এবং অনেক বেশি ভালবাসে।

ভালবাসতেই হবে কেননা তাদের পরিবারে সংগ্রাম করে টিকিয়ে রেখেছে। এভাবেই আমি আসলে মনে করি যদি কেউ জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে পারে তার জীবনের সুখ-শান্তি দুইটাই থাকে। আসলে আমাদের জীবনে যতই বিপদ আসুক আমাদের কখনোই হতাশ হওয়া উচিৎ নয় আমাদের বিপদের সাথে তাল মিলিয়ে চলা উচিত এবং অপেক্ষা করা উচিত এই বিপদ চলে যাবে এবং আমার জীবনে অবশ্যই সফলতা আসবে।

আসলে একজন মহিলা কিভাবে সংগ্রাম করে তার পরিবারকে টিকিয়ে রাখে সেটা আমি সেই মহিলাকে দেখে শিখেছিলাম। আর বুঝেছিলাম আসলে যদিও তখন আমি খুবই ছোট ছিলাম কিন্তু এখন আসলে সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছি। তার জীবন থেকে অনেক কিছু শিখেছি যে জীবনে যতই বিপদ আসুক না কেন পরিবারের সাথে জীবন চলতে হবে। আসলে এভাবে আরো অনেক ঘটনা আমি আমার জীবনে দেখেছি। জীবনের সংগ্রাম করে বেঁচে থাকতে পারে তারাই একদিন সফলতা অর্জন করে। যদিও জানি যে জীবন মানেই সংগ্রাম, সংগ্রাম করে বেঁচে থাকতে হয়।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


তবে কিছু কিছু মানুষের জীবনটা আসলেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এবং তাদের আসলে অনেক বেশি কষ্ট করে জীবনকে টিকিয়ে রাখতে হয়। তবে আমরা অবশ্যই কোনো অবস্থাতেই হতাশ হবো না। তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই জেনারেল পোস্ট গুলো থেকে আমি প্রতিনিয়তই নতুন কিছু শিখতেছি অনেক সুন্দরভাবে পোষ্ট করেন ভাই আপনি আজকেও আপনার এই পোস্ট থেকে সংগ্রাম নিয়ে অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাই আপনাকে।

  ·  3 years ago (edited)

সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আজকের টাইটেল দেখে বুঝতে পেরেছি ভিতরে লেখাগুলো অনেক সুন্দর হয়েছে। এই ধরনের লেখা পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পোস্ট খুবই শিক্ষানীয় ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু