DIY (এসো নিজে করি ) রঙ্গিন কাগজ দিয়ে মগ তৈরি- ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar


আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মত আজও আমি আপনাদের সাথে আরও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তবে আজ আমি একটি ভিন্নধর্মী পোস্ট করব। আর এইরকম পোষ্ট আমি অনেকদিন পরে করতেছি। আজকে আমি একটি খুবই সিম্পল ডাই পোস্ট করতে চাচ্ছি। আশাকরি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

PSX_20220309_205812.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গাম

20220309_125355.jpg



রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে দেখানো হলো:


𒆜ধাপ ১:𒆜


20220309_125615.jpg

20220309_125703.jpg


রঙিন কাগজ দিয়ে এই মগ তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেকোন কালারের একটি রঙিন কাগজ নিতে হবে এবং এটা 21/21 করে কেটে নিতে হবে।



20220309_125728.jpg

20220309_125753.jpg


এরপরে এই কাগজ টা কে খুব সুন্দরভাবে একটা ভাঁজ দিতে হবে যখন ভাঁজ দেওয়া হবে। তখন ভাঁজ টা খুলে ফেলতে হবে এবং একপাশ থেকে আবার মাঝেরসেই দাগ পর্যন্ত ভাঁজ করে নিতে হবে।



20220309_125814.jpg


এভাবেই দুই পাশে সমানভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এবং এটা অবশ্যই খুবই নিখুঁতভাবে করতে হবে। যদি এটা খুব সুন্দরভাবে ভাঁজ করা হয় তাহলে এই মগ টা তৈরি করা অনেক সুন্দর হবে।



20220309_125902.jpg

20220309_125913.jpg


যখন এটা ভাঁজ দেওয়া হয়ে যাবে তখন আবার লম্বাভাবে সেই ভাঁজ দেওয়া অবস্থায় সমানভাবে বাঁশ দিতে হবে এবং দুই পাশেই এভাবে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে।



20220309_125927.jpg

20220309_130005.jpg


যখন এভাবে চারপাশ থেকে ভাঁজ দেওয়া হয়ে যাবে তখন এই ভাঁজ গুলো খুলে ফেলতে হবে এবং লম্বাভাবে ভাঁজ টা রেখে আবার তার পাশ থেকে প্রথম ভাঁজ এর অর্ধেক পরিমাণ ছোট একটি ভাঁজ দিতে হবে।



20220309_130110.jpg

20220309_130228.jpg


এরপরে পুরা কাগজ একটি যতটা ভাঁজ দেওয়া হয়েছিল সবকয়টি খুলে ফেলতে হবে এবং এটা চার ধাপে ছিল এক ধাপ এর কাগজ কেটে ফেলতে হবে।



20220309_130259.jpg

20220309_130500.jpg


এরপরে আমি তিনটি যে আরও ভাঁজ ছিল তার পাশের ভাঁজ থেকে ছোট ছোট আর ভাবে ভাঁজ দেওয়া হয়েছিল সেই থেকে প্রথম ভাঁজ টা কেটে নিব।



20220309_130509.jpg

20220309_130601.jpg


এরপরে আরো যে ছোট ছোট ভাঁজ গুলো ছিল সেটা আমি কেটে ফেলবো না কিন্তু, সেই গুলো লম্বা পাবে যে আরও একটি বড় ভাঁজ ছিল সেই ভাঁজ পর্যন্ত কেটে নেব।



20220309_130627.jpg

20220309_130655.jpg


এরপরে কাগজ দুই পাশ থেকে ধরে একটার সাথে আরেকটা আমি খুব ভালোভাবে গাম লাগিয়ে দেবো যেন কোনোভাবেই এটা ছুটে না যায়।



20220309_130715.jpg

20220309_130745.jpg

20220309_130816.jpg

20220309_130828.jpg


এরপরে নিচে যে কাগজগুলো আমি অর্ধেক কেটে রেখেছিলাম সেইগুলোকে একটা সাথে আরেকটা লাগিয়ে দিতে হবে এবং এটা ভালোভাবে লাগাতে হবে যে কোনটা সাথে কোনটা লাগে এভাবেই একটি মগ তৈরি হয়ে যাবে।




𒆜ধাপ ২:𒆜


20220309_130836.jpg

20220309_130855.jpg

20220309_130914.jpg

20220309_130934.jpg


এভাবেই এই মগ যখন তৈরি হয়ে যাবে, তখন এর মগের সাথে যে হাতল থাকে সেটা তৈরি করতে হবে। এজন্য কাগজের চারপাশের ১ ভাঁজ কেটে রেখেসিলাম। সেটা ২ বাস করে নিয়েছে। চিকন করে নিতে হবে এবং দুই পাশ থেকে আবারও একটু ভাঁজ লম্বাভাবে থেকে ছোট করে ভাঁজ দিয়ে নিয়ে নিতে হবে।



20220309_131036.jpg

এরপরে গাম লাগিয়ে মগের একপাশে লাগিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু মগের হাতল তৈরি হয়ে যাবে এবং পুরোপুরি একটি মগ তৈরি।



𒆜 শেষ ধাপ 𒆜


20220309_131441.jpg

20220309_131546.jpg


এরপরে মগটি যাতে দেখতে আরো বেশি ভালো লাগে। এজন্য আমি তিনটি লাভ কেটে নিয়েছি এবং এতে বিভিন্ন কালারের রং করে দিয়ে এবং এরপরে মগের একপাশে লাগিয়ে নিয়েছি।



20220309_131726.jpg


এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে খুব সহজেই মগটি তৈরি করেছি। আশা করি আমার এই তৈরি করা মগটি আপনাদের কাছে ভাল লেগেছে।

আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।



ফটোগ্রাফার@kawsar
ডিভাইসস্যামসাং এ১০
লোকেশনঢাকা



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ,রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটা মগ তৈরি করেছেন তো।আসলে এর ভাঁজ দেওয়া খুবই কঠিন, সুন্দর দেখতে লাগছে।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু

আপনি অনেক সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে মগ তৈরি করেছেন। আপনার মগ তৈরী ধাপগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি অনেক দক্ষতা এবং ধৈর্য সহকারে মগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

মাশাআল্লাহ ভাইয়া। আপনি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি মগ তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।পড়ের বার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ।আর উপস্থাপন টা বেশ চমৎকার ছিল। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

আপনি রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে মগটি তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ

রঙ্গিন কাগজ দিয়ে মগ তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনার জন্য ও শুভকামনা রইল

আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে মখ আমার বেশ ভাল লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মখটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।

আপনার জন্য ও শুভকামনা রইল

রঙিন কাগজ দিয়ে তৈরি করা মগটি দেখতে খুব সুন্দর লাগছে। অনেক ধৈর্য্য এবং দক্ষতা সহকারে প্রত্যেকটি ভাঁজে ভাঁজে খুব সুন্দরভাবে তৈরি করেছেন। মগটি তৈরির প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা মগটি দেখতে একদম আসল মগের মত লাগতেছে। মগের মাঝখানে লাভ টি ব্যবহার করার কারণে সেটি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

স্বাগতম আপনাকে ভাইয়া এবং আপনার মূল্যবান মন্তব্যের জন কৃতজ্ঞতা।