অতিরিক্ত কোন কিছুই ভাল নয়- 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago 

আচ্ছালামু আলাইকুম প্রতিদিনের মত আজও আমি আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করতে চলে এলাম। আসলে মোটিভেশন কিছু লিখতে আমার ভালো লাগে। কারণ এগুলো আমি আমার নিজ থেকে লেখি এবং নিজের সাথে ঘটে যাওয়া বা নিজের জীবনের সাথে কিছু মিল থাকে এগুলো লিখে রাখি। যে কারনে আমার মনের ভাবটা প্রকাশ হয় আর আমার এগুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের সবার জীবনে কম বেশী হয়ে থাকে এমন কিছু নিয়ে লিখব। আমাদের জীবনে অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা হোক অতিরিক্ত ঘৃণা ,অতিরিক্ত ভালোবাসা ,অতিরিক্ত টাকাপয়সা যে কোনকিছুই অতিরিক্ত শব্দ টা আসলে আমাদের জীবনে কখনোই সুফল বয়ে আনে না। সেজন্য আমাদেরকে সব সময় একটা লিমিটের ভিতরে থাকা উচিত।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


আমাদের সবার জীবনে ভালো থাকার জন্য আমরা অনেক পরিশ্রম করি। কিংবা আমরা অনেক কিছুই করি যেন আমরা ভালো থাকি। ভালো থাকার জন্য জীবনে আমরা কত কিছু সাথে যে সংগ্রাম করি। সেটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না। কিন্তু হয়তো এরকম অনেক সংগ্রাম পরেও আমরা জীবনে ভালো থাকতে পারি না। আবার আমরা কেউ ভালো থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু কেউ সুখী না। যদি আমরা সুখী হই বা সুখী হতে চায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই কিছু কিছু জিনিস মেইনটেইন করে চলতে হয়। যদি আমরা সেইগুলা ঠিক করে চলতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে সুখী মানুষ হয়ে চলতে পারি।


আমি যে জিনিসটা আজকে সবথেকে বেশি গুরুত্ব সহকারে লিখব সেটি হলো অতিরিক্ত কিছু আমাদের জীবনে কখনোই কল্যাণ বয়ে আনে না। সেটা হোক টাকাপয়সা, সেটা হয় ভালোবাসা কিংবা ঘৃণা অতিরিক্ত কোন কিছুই আমাদের জীবনে ভালো না। সেটা আমরা হয়তো যখন অতিরিক্ত কিছু করি তখন বুঝতে পারবো না। আসলে কিন্তু সেটাই সঠিক যে আমরা জীবনে অতিরিক্ত কোন কিছুই ভালো না। আপনি একটি কথা অবশ্যই জানবেন যে বা বুঝতে পারবেন একটু ভাবলে যে একজন মানুষের সাথে আমরা যদি কথা বলতে চাই ,সেই কথাটি অতিরিক্ত কথা হয়ে যায়। তাহলে হয়তো সে বিরক্ত হয়।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


তবে একসময় আপনি এরকম তার সাথে অতিরিক্ত কথা বলতে বলতে সে আপনার সাথে কথা বলতে ভয় পায় কিংবা আপনার সামনে যেতেও ভয় পায়। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। সেজন্য আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ,আমাদেরকে অতিরিক্ত কোন কিছুই করা যাবে না। আবার ধরুন আপনার একসময় কোন টাকা পয়সা ছিল না কিন্তু আপনি অনেক পরিশ্রমের ফলে বা আপনি ও অসৎকর্ম করে অনেক টাকা উপার্জন করলেন তখন দেখবেন যে -এই অতিরিক্ত টাকা হওয়ার কারণে আপনার ভিতরে একটা অহংকার বোধ কাজ করছে। তখন কিন্তু আপনি সবার কাছে একজন অহংকারী ব্যক্তি হয়ে উঠবেন।


যেটা আপনার পক্ষে খুবই ক্ষতিকারক ,কিন্তু যখন আপনি এই অহংকার ব্যক্তি হয়ে উঠবেন বা সবার সাথে অহংকার করবেন। তখন কিন্তু আপনি বুঝবেন না ,আসলে যে আপনার সেই অহংকার করার জন্য জীবনে কতটা ক্ষতি বয়ে আনছে। কিন্তু যখন এই অহংকার করার কারণে আপনার জীবন থেকে টাকা পয়সা শেষ হয়ে যাবে। আপনি আবার আগের মত হয়ে যাবেন, তখন আসলে বুঝবেন যে এই অহংকার করা আপনার মোটেই ঠিক হয় নাই। অহংকার আপনার জীবনে পতনের মূল হয়েছেন। এভাবে আমাদের জীবনে অতিরিক্ত কোন কিছুই ভালো না।


image.png

Image source: copyright & royalty free unsplash.com


যেমন ধরুন ভালোবাসা, ভালোবাসা যদি অতিরিক্ত হয় সেখানে -যেমন আপনি ধরুন একজনকে অনেক ভালবাসেন সেটা হোক আপনার মা ,ছেলে কাপড় কিংবা আপনার হাজব্যান্ড হতে পারে তো আপনি যদি একটু ভালবাসেন আপনি চাইবেন সে সবসময় আপনার পাশে থাকেন , সব সময় আপনাকে কেয়ার করে। আপনার সাথে কথা না বলে এবংযখন সে আপনার সাথে এগুলো ঠিকভাবে করবে না তখন আপনি তাকে অতিরিক্ত ভালোবাসার কারণে আপনার কাছে অনেক খারাপ লাগবে। আপনি বুঝবেন না যে -আপনি প্রথমে কখনও বুঝবেন না যে একটা মানুষের পরিস্থিতি অনুযায়ী চলতে হয় সে আপনার কথায় চলতে পারে না। পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয় তা না হলে সমাজে ঠিকভাবে চলাফেরা করা যায় না। সেইজন্য আমি বলবো যে আপনার জীবনে আপনি অতিরিক্ত শব্দটাকে কোন জায়গা দিয়েন না। সব সময় লিমিটের ভিতরে থাকতে হবে


সবশেষে আমি বলব যে ,আসলেই আমাদের জীবনে আমরা অতিরিক্ত কোনো কিছুকেই আসতে দেবো না। কেননা আমরা এখন থেকে যদি উপলব্ধি করতে পারি যে ,অতিরিক্ত কোন কিছুই আমাদের জীবনে ভালো না। সেটা আমাদের জন্যই ভালো সেজন্য আমরা অবশ্যই এ বিষয়ে সচেতন থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি। আবারো আরো একটি বিষয়ে পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।


আমার বাংলা ব্লগ.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আমিও আপনার সাথে একমত। অতিরিক্ত কোন কিছু যে ভাল না তা আমি জীবনে খুব ভালোভাবেই প্রমাণ পেয়েছি। সবকিছুই পরিমিত পরিমাণে থাকলে তা ভালই থাকে। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।
খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন এবং চমৎকার ভাবে তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রইল আপনার জন্য।

জি ভাইয়া আসলে কথাটা একদমই ঠিক যে অতিরিক্ত কোন কিছুই আমাদের জীবনে ভালো নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Hola amigo @kawsar hermosas fotografías ,hermosos paisajes muy únicos . saludos.

thank you so much

খুব সুন্দর লিখেছেন ভাইয়া। আসলেই অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। সবকিছু একটা লিমিট এর মধ্যে থাকা উচিত। আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনে অতিরিক্ত শব্দটাকে জায়গা দেওয়া কোনোভাবেই উচিত নয়। লিমিটের বাইরে কিছু হয়ে গেলে সেটি অবশ্যই আমাদের জন্য কল্যাণকর নয়। তাই সব সময় আমাদের উচিত এ অতিরিক্ত শব্দ থেকে দূরে থাকা। আপনার লেখাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমাদের জীবনে অতিরিক্ত কোন কিছুই ভাল নয়.

খুব সুন্দর লিখেছেন। আসলে অতিরিক্ত শব্দটাই একটি অনাহুত ব্যাপার। এটা সবসময়ই নানারকম সমস্যা তৈরি করে। কিন্তু আমরা সময়মতো বুঝতে পারিনা। ধন্যবাদ আপনাকে।

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে