আইনস্টাইন এর আপেক্ষিকতা নিয়ে মজার তথ্য | লাজুক খ্যাঁক এর জন্য ১০%

in hive-129948 •  3 years ago 

শুভ সকাল! "আমার বাংলা ব্লগ কমিউনিটির" সকলের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম।

আশা করি সকলে সৃষ্টিকর্তার দয়ায় সুস্থ আছেন এবং ভাল আছেন। সেই সাথে পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনাদের সাথে আপেক্ষিকতা নিয়ে আইনস্টাইনের মজার একটি ঘটনা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

পদার্থবিজ্ঞানের নাম মুখে নিলে আইনস্টাইন এবং নিউটন সম্পর্কে চিন্তা ভাবনা আমাদের মনে চলে আসে। এই বিজ্ঞানীদের আবিষ্কারের সাথে সাথে কিছু মজার ঘটনাও লুকিয়ে রয়েছে। এর মধ্যে আইনস্টাইনের আপেক্ষিকতা বিষয়টি আবিষ্কারের সাথে একটি মজার ঘটনা রয়েছে। আমরা নিশ্চয়ই আপেক্ষিকতা সম্পর্কে শুনেছি যার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন এবং পৃথিবীজুড়ে বিখ্যাত হয়েছেন।

আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের পর যখন পৃথিবী জুড়ে হইচই শুরু হয়। তখন বিভিন্ন জায়গায় আইনস্টাইন আপেক্ষিকতা সম্পর্কে বর্ণনা দিতেন। আর সব সময় আইনস্টাইনের এর সঙ্গি হতেন তার ড্রাইভার। ড্রাইভার সব সময় আইনস্টাইন এর একই রকম বক্তব্য শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়েছেন। তাই একদিন আইনস্টাইন এর ড্রাইভার বিরক্ত হয়ে বললেন আজ আপনি আমার আসনে বসুন এবং আমি আপনার পরিবর্তে আপেক্ষিকতা সম্পর্কে বক্তব্য দেব। আইনস্টাইন রাজি হয়ে গেলেন।

einstein-4129246__480.jpg

ছবির উৎস

তবে সেই সময় একটা সুবিধা ছিল যে গণমাধ্যম না থাকার কারণে সকলেই আইনস্টাইনকে চিনতেন না। তাছাড়া ড্রাইভার প্রত্যেকদিন একই কথা শুনতে শুনতে বিরক্ত এবং আপেক্ষিকতার এই তথ্য গুলো তার মুখস্থ হয়ে গিয়েছিল। এখন ড্রাইভার স্টেজে সম্পর্কে সুন্দর বক্তব্য দিলেন। এবং আইনস্টাইন দর্শক সারির আসনে বসে হাততালি দিতে থাকলেন। তার বক্তব্যে সকলেই খুশি হলেন। যদিও কেউ ব্যাপারটি ধরতে পারেনি।

বক্তব্য শেষে অনেক বাহবা পেলেন। একজন দর্শক উঠে দাঁড়ালো এবং অনেক প্রশংসা করলেন। সেই সাথে দর্শক বললেন আপনি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি কয়েকটি বিষয় বুঝতে পারিনি। আমাকে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা দিন। তখন ড্রাইভার এই কথা শুনে বিন্দু পরিমান বিচলিত হলো না। বরং মনোবল চাঙ্গা রেখে বললেন, কি ব্যাপার! এই সহজ বিষয়গুলো আপনার মাথায় আসলো না। যদি আপনি সত্যিই না বুঝে থাকেন! তাহলে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন। সে অনেক ভালোভাবে আপনাকে বিষয়টি বুঝিয়ে দিবে।

এইভাবে ড্রাইভার আইনস্টাইন সেজে এবং আইনস্টাইনকে ড্রাইভার বানিয়ে আপেক্ষিকতার মতো জটিল বিষয়ে বক্তব্য দিয়েছিলেন। এই গল্পটি হয়তো অনেকেই শুনেছেন। আমি এই গল্পটি আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব সৈয়দ আহমেদ এর কাছে থেকে শুনেছি। তিনি প্রায় সময়ই ক্লাসের ফাঁকে ফাঁকে বিজ্ঞানের মজার মজার গল্প এবং অনুপ্রেরণামূলক গল্প শোনাতেন। ধন্যবাদ সকলকে আমার লেখাগুলো পড়ার জন্য।

কে আমি

IMG-20220226-WA0026.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক এবং ব্যক্তিগতভাবে এক সন্তানের বাবা। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই গল্পটি আমি অনেক আগে পড়েছিলাম। যখন এই গল্পটি পড়েছি তখন অনেক মজা লেগেছিল। ড্রাইভার এর কথা শুনে। এছাড়া আইনস্টাইন আমার পছন্দের একজন বিজ্ঞানী। তাকে অনুসরণ করেই আমি চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে মজার কাহিনীটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আইনস্টাইন এর জন্য বিখ্যাত পদার্থবিজ্ঞানী। তাকে অনুসরণ করা মানে বিশাল কিছু। আশা করি আপনি সফল হবেন। ধন্যবাদ

আইনস্টাইন একজন বিশ্ব বিখ্যাত পদার্থবিজ্ঞানী। যাকে অনুসরণ করলে জীবনে সফলতা পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। ধন্যবাদ

আপনি এমন একটি কনভেনশনাল স্টোরি শেয়ার করেছেন কেন ? এটা তো কোনো ইউনিক কনটেন্ট হতে পারেনা।

দুঃখিত ভাই। বিষয়টি বুঝতে পারিনি।

এই গল্পটি আমি আগেও পড়েছি। গল্পটি সত্যিই অত্যন্ত মজার। আইনস্টাইনের ড্রাইভার এর উপস্থিত বুদ্ধি দেখে আমি খুবই অবাক হয়েছি। জ্ঞানী লোকের সাথে থাকলে সবারই সম্ভবত জ্ঞানের পরিধি বেড়ে যায়। ভালো লিখেছেন।

আপনাকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। এই ঘটনাটি অনেকেরই জানা আছে।

বাহ খুব ভালো শুরু। আসলে গল্পটা এর আগেও অনেকবার পড়েছি বেশ ভালই লেগেছে। তবে আপনার জন্য অনেক শুভকামনা রইল আরো এরকম বিষয় নিয়ে সামনে আমাদের সামনে উপস্থিত হবেন সেই কামনাই করছি

চেষ্টা করব ভালো কিছু লেখার জন্য। ধন্যবাদ আপনাকে

অ‍্যালবার্ট আইনস্টাইনের এই গল্পটা আমি পড়েছি। খুবই মজার। তবে এর মধ‍্যেও শিক্ষা আছে। আপনি যদি জ্ঞানী এবং ভালো মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনি নিজেও ভালো কিছু শিখবেন।‍ যেমনটা আইনস্টাইনের ড্রাইভারের ক্ষেত্রে দেখা গেছে। যাইহোক ভালো লিখেছেন।।

জ্বী ভাই সুন্দর বলেছেন জ্ঞানী মানুষের সঙ্গ করলে জ্ঞানী হওয়া যায়। ধন্যবাদ