বিকেলে রুপালি ঝর্ণায় কাটানো কিছু মুহূর্ত | ১০% লাজুক খ্যাঁক এর জন্য

in hive-129948 •  3 years ago 
আমার বাংলা ব্লগ
কমিউনিটির সকল সদস্যগণ আসসালামু আলাইকুম

আশাকরি সকলেই সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভাল আছেন। সেই সাথে আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে রুপালি ঝর্ণা এবং রুপালি ঝর্ণায় কাটানো কিছু মুহূর্ত সম্পর্কে আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে।

পবিত্র রমজান এবং ঈদের ছুটি কাটিয়ে আবার আমার পদচারণা শুরু হয়েছে পার্বত্য অঞ্চল বান্দরবনে। বান্দরবনে এসে দেখলাম চারদিকে সবুজ আর সবুজের সমারোহ। কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে বালি নেই এবং গাছপালা সতেজ হয়ে উঠেছে। চারদিক প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। সেই সাথে চারপাশে বিভিন্ন ফুল ফল ফুটে আছে এবং প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। বান্দরবান বাংলাদেশের অন্যতম প্রাকৃতির প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি স্থান। যেখানে রয়েছে বাংলাদেশের উচু পাহাড় এবং উঁচু পর্বত শৃঙ্গ। এছাড়া অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে বড়া বিভিন্ন ঝর্ণা।

20220514_173009.jpg

20220514_172905.jpg

20220514_173042.jpg

আমাদের হোস্টেল থেকে ৫ মিনিটের রাস্তা রুপালি ঝর্ণা। কিছুদিন আগেও এটি অনেকটা মৃতপ্রায় ছিল। রুপালি ঝরনা দেখতে অনেকেই এখানে ছুটে আসেন। যদিও এতদিন এই ঝর্ণায় পানি পতিত হবার দৃশ্য দেখা যেত না বললেই চলে। কিন্তু বৃষ্টি হবার পরবর্তী সময়ে এখন এটি তার আপন রূপ খুঁজে পেতে শুরু করেছে। এখন এই ঝর্ণায় উপর থেকে বেশ ভালো পানি পতিত হচ্ছে। তাই এটি বর্তমানে দেখতে অসাধারণ দেখাচ্ছে।

রূপালী ঝর্ণা বান্দরবান জেলার সদরে অবস্থিত। তবে এটি বান্দরবান শহরে প্রবেশ এর আগ মুহূর্তে অর্থাৎ সেনাবাহিনী চেকপোস্ট এর কাছে রেইছা নামক স্থানে এটি অবস্থিত। এটি কিছুটা গ্রামের ভিতরে হওয়ার কারণে এবং শহর থেকে কিছুটা দূরে হওয়ার কারণে এখানে পর্যটকদের সংখ্যা খুবই কম। তবে অনেকেই যারা রুপালি ঝর্ণা সম্পর্কে জানেন তারা ঠিকই ছুটে আসেন এই ঝর্ণা দেখার জন্য। এই ঝর্না স্থানীয়দের কাছে অন্য নামে পরিচিত। যদিও সঠিক নাম আমার মনে নেই। এমনকি এই ঝর্নার উৎস কোথায় কেউ সঠিক বলতে পারেনা। তবে এখানেই মাঝেমধ্যে বিকেলবেলা অনেকেই ছুটে আসেন এই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য।
20220514_173031.jpg

20220514_173027.jpg

20220516_065147.jpg

20220514_173058.jpg

আমরা তিনজন বিকেলে বের হয়েছিলাম এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য। কারন গ্রীস্মের শেষদিকে এবং বর্ষাকালে এই ঝর্ণা তার সৌন্দর্য খুঁজে পায়। এই সময়ে ঝরনা দিয়ে অনেক পানি উপর থেকে পতিত হয়। যা দেখতে খুবই সুন্দর দেখায়। এখানে নিচে অনেক পানি জমা রয়েছে এবং এগুলো বিভিন্ন নালা এবং ছোট খালের মত অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই ঝর্না দিয়ে সারা বছর কম বেশি পানি পতিত হয় তবে গ্রীস্মের শেষ দিকে এবং বর্ষাকালে সবচেয়ে বেশি পানি দিতে হয় এবং এটি এর সৌন্দর্য খুঁজে পায়। তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য বিকেল বেলা বের হয়েছিলাম রুপালি ঝরনা দেখার উদ্দেশ্যে। খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম।

ছবির ধরনরুপালি ঝর্নার ফটোগ্রাফি
ডিভাইসের নামস্যামসাং গ্যালাক্সি জে ৭
ফোকাস দূরত্ব৩.৬ মি.মি.
ফটো লোকেশনরুপালি ঝর্না, রেইছা থলিপাড়া, বান্দরবান
W3W লোকেশনরুপালি ঝর্না
ফটোগ্রাফারkawsar8035
এই লেখাগুলো সম্পূর্ণই কপিরাইট মুক্ত। কোন ওয়েবসাইট কিংবা কারো কাছ থেকে কপি করা নয়।

IMG-20220226-WA0026.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতির চারপাশের ফুল-ফলের সত্যি সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে। তাছাড়া এ রকম প্রকৃতির সাথে সময় কাটাতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ঝর্ণা হলে তো কোন কথাই নেই। অনেক সুন্দর ঝর্নার ফটোগ্রাফি করেছেন। তাছাড়া প্রকৃতির সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আমার কাছে তো বেশ ভালই লেগেছে।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

বান্দরবোন কখনো যাওয়া হয়নি, তবে শুনেছি অনেক ঝর্ণা রয়েছে সেখানে। সেখানকার একটি ঝর্ণা যেটার নাম রুপালি ঝর্ণা আপনি আমাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পরিবেশ। এখানে অনেক ঝর্ণা আছে। সুযোগ পেলে বান্দরবান ঘুরে যাবেন। ধন্যবাদ

বিকেলে রুপালি ঝর্ণায় কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

আসলে ভাই বৃষ্টি হলে প্রকৃতি নতুন রূপ নেয় যা দেখতে আসলে বেশ ভালো লাগে। আর এভাবে ঝরনার দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই ভালো সময় কাটিয়েছেন এই জায়গায় এটা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ

এখানে আসলেই অনেক ভালো সময় কাটিয়েছি। এখন ঝর্ণা দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ

বিকালে রুপালি ঝর্ণায় আপনি দারুন সময় অতিবাহিত করেছেন। আমার সোনা ভীষণ ভালো লাগে বিশেষ করে ঝর্ণার পানিতে হাত বোলাতে। আপনার ঝরনার ফটোগ্রাফি গুলো এবং আপনার অনুভূতি গুলো দেখে খুবই ভালো। এই ধরনের অনুভূতি পেতে সাড়া জীবন আমাদের মন চায়। মনে হয় সারাক্ষণ ঝরনার পাশে বসে ঝরনার কলরব শুনি। এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর বলেছেন। ঝর্ণার পানি পতিত হবার শব্দগুলো শুনতে বেশি ভালো লাগে। যদিও শব্দগুলোর ততটা স্পষ্ট না।

বান্দরবান বলতেই অসাধারণ এবং মনমুগ্ধকর একটি পরিবেশের জায়গা। যেখানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তবে আপনার রুপালি ঝরনার নাম আমি এই প্রথম শুনলাম এবং আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনার সাথে এক পলক ঘুরে আসলাম। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বান্দরবান আসলেই অসাধারণ একটি জায়গা যেখানে ঘুরে বেড়ানোর মতো অনেক স্পট আছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য

ভাইয়া বান্দরবনে কখনো যাওয়া হয়নি আমার। তবে আপনার রুপালি ঝরনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বান্দরবান মানে সুন্দর প্রকৃতি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো সময় কাটিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

এই জায়গাটা সত্যিই অসাধারণ। কখনো সুযোগ হলে বান্দরবান আসা মিস করবেন না। ধন্যবাদ

রুপালি ঝরনা।আমি কখনো বান্দরবন যায়নি।আর কাছ থেকে ঝরনা দেখার সুযোগ হয়নি। যাই হোক ছবিগুলো বেশ সুন্দর ছিলো।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

কাছ থেকে ঝর্ণা গুলো দেখতে আসলেই অসাধারণ। সুযোগ পেলে ঘুরে দেখবেন। ধন্যবাদ।

প্রতিটা মানুষ এর ভালো লাগার জায়গা হলো প্রকৃতি আমরা সবাই প্রকৃতি ভালোবাসি প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসি প্রকৃতি আমাদের কে অনেক আনন্দ দেয় ঝরনাতে গোসল করার মুহূর্ত টা দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

ঝর্ণাতে আমি গোসল করিনি। কোথাও হয়তো আপনার ভুল হয়েছে

আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটানো মুহূর্তগুলো খুবই অসাধারণ হয়ে থাকে। আপনি খুব সুন্দর ভাবে দুর্দান্ত মুহূর্ত অতিবাহিত করেছেন। ঝরনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাগুলো এবং ফটোগ্রাফি দেখার জন্য এবং আপনার সুন্দর মতামতের জন্য।

বিকেলবেলা রুপালি ঝর্ণায় কাটানো কিছু চমৎকার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যি বলতে ঝর্ণায় কাটানো প্রতিটা মুহূর্ত অনেক বেশি রোমাঞ্চকর হয়ে থাকে। আর এই রোমাঞ্চকর মুহূর্ত আমি অনুভব করেছিলাম বান্দরবান ঘুরতে গিয়ে। এত চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

আমরা কিছুদিন আগে এই ঝর্ণায় ঘুরতে গিয়েছিলাম। তখন ভরপুর পানি ছিল। এখন দেখছি খুবই অল্প পানি তবে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনার ভ্রমণের গল্প টা শেয়ার করার জন্য ধন্যবাদ।।

তাহলে তো ভালোই। আপনিও এই জায়গাটা ঘুরে গিয়েছেন। তবে ভাই এই ঝর্নাতে আগের তুলনায় এখন পানি একটু বেশি পতিত হচ্ছে তবে বর্ষাকালে পানি বেড়ে যাবে।

বান্দরবনের দিকে যায়নি এখনও তবে যাওয়ার খুব ইচ্ছে। প্রাকৃতিক নিদর্শনে ভরপুর আমাদের বাংলাদেশ। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। রুপালী ঝর্ণা দেখতে ভালোই লাগছে। গোসল করতে পারলে মন্দ হতো না। আপনারা নামেননি নিচে?

আমাদের দেশে অনেক জায়গা রয়েছে যা অনেক সুন্দর। যেখানে গেলে মন ভরে যায় এর মধ্যে বান্দরবান অন্যতম। এর আগে একবার নিচে নেমে ছিলাম কিন্তু সেদিন নিচে নামিনি। ধন্যবাদ

ওয়াও ঝরনার পানির এরকম উপভোগ করতে খুবই ভালো লাগে। গতবছর বান্দরবান ট্যুরে গিয়েছিলাম খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম। আপনার মুহূর্তটা অসাধারণ ছিল ভাই।

মুহূর্তটি আসলেই অসাধারণ ছিল। ধন্যবাদ

আপনি বিকেলে রুপালি ঝর্ণায় কাটানো কিছু মুহূর্ত ও ভালো কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লেখা পড়ে ও ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি ভাই৷ ভালোবাসা অবিরাম আপনার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।