আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২০শে আষাঢ় | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষা-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকে ২০২৫ সালের প্রথম দিন। তবুও আমি ২০২৪ সালকে নিয়ে কিছু কথা লিখতে চাই। ৩১ ডিসেম্বর রাতে ২০২৪ সালের অবসান ঘটেছে আর ২০২৫ সালের শুরু হয়েছে। কারো মনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মনে অঢেল আনন্দ আবার কারো মনে ২০২৪ সাল কে বিদায় জানানোর জন্য মনে এক রাশ দুঃখ। সুখ-দুঃখ সবমিলিয়ে মানুষের জীবন ঠিক একইভাবে ২০২৪ সালটা সুখ-দুঃখ সবকিছু মিলিয়ে পার করেছি।। অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু না পাওয়ার দুঃখ মনে দাফন করে রেখেছি। ক্যালেন্ডার দেখে দেখে যদি ২০২৪ সালের প্রতিটা দিনের কথা মনে করতে যান সে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন অনুভূতি আপনার মনে জাগ্রত হবে। তবে দিনশেষে সব অনুভূতি ভুলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা পরবর্তী দিনগুলো যেন ভালো কাটে সেই উদ্দেশ্যে জীবন পরিচালনা করা উত্তম কাজ।
৩৬৫ দিনে এক বছর আর এই ৩৬৫ দিন শুধু সুখের অনুভূতিটা কাটবে এমনটা তো হতে পারে না। অনেক মানুষের সাথে আপনি পরিচিত হয়েছেন অনেক মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করেছেন। অনেক আপন মানুষকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে দেখেছেন হয়তোবা আপনি নিজেও চলে যেতে পারেন। হ্যাঁ আমি আজকে এই বছরের এই দিনে আপনাদের সাথে লিখছি কিন্তু পরবর্তী বছর আপনাদের সাথে এই দিনে নাও থাকতে পারি। এমনকি এই পৃথিবীতে নাও থাকতে পারি। হয়তোবা ২০২৪ সালে আপনার এমন কিছু স্মৃতি আছে যেটাকে ঘিরে পরবর্তী কয়েক বছর আপনি কাটিয়ে দিতে পারবেন। এমন কোন ক্ষণস্থায়ী ব্যথা থাকতে পারে যেটা খুব সহজে ভুলতে পারবেন না। এরকম অনেক কারণে এই বছরটা আপনার জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে তবে সবার ক্ষেত্রে বিষয়টা একরকম নয়।
২০২৪ সালের শুরুতে হয়তোবা নতুন কোন বন্ধু পেয়েছিলেন যে আপনার জীবনটাকে কিছুটা হলেও পরিবর্তন করেছে এমনটা কারো না কারো ক্ষেত্রে হতেই পারে। আপনি ভিন্ন রকম আবহাওয়ার সাথে সম্পৃক্ত হয়েছেন। স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের আষাঢ় মাসে ভরপুর বৃষ্টি হয় কিন্তু ২০২৪ সালে শ্রাবণ মাসের ভরপুর বৃষ্টি হয়েছিল এটা বলা চলে আবহাওয়ার ভিন্নতা যেটা আমরা দেখতে পেরেছি। এখন শীতকাল কিন্তু ২০২৪ সালের শীতের মৌসুমটা শুরু হয়েছিল একমাস দেরিতে। নভেম্বর মাসেও মোটামুটি শীতের তেমন কোনো প্রভাব ছিল না কিন্তু অন্যান্য বছরে নভেম্বরে ভরপুর শীতের আলিঙ্গন দেখা যায়। হয়তোবা ২০২৫ সালে এর থেকেও ব্যতিক্রম কিছু আমাদের সামনে আশা করছে যেটা আমরা ভবিষ্যতে দেখতে পারব।
২০২৪ সালে অনাকাঙ্ক্ষিত অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক স্বপ্ন অপূর্ন রয়ে গিয়েছে যেগুলো হয়তোবা পূরণ হলে জীবনটা আরো সুন্দর হতে পারতো। জীবন থেকে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি যার মধ্যে কিছুদিন আগেই আমার ছোট দাদিকে হারানোর কথাটা শেয়ার করেছি। তাছাড়াও চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে অনেকের সাথে অনেক রকম ব্যবহার হয়েছে হয়তোবা কেউ আমার ব্যবহারে কষ্ট পেয়েছে আবার কেউ আমার ব্যবহারে খুশি হয়েছে কারণ একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। কেউ হয়তো বা আমার ব্যবহারে কষ্ট পেয়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আবার কেউবা আমার ব্যবহারে খুশি হয়ে আমার সাথে দীর্ঘ সময় অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে। এরকম হাজারো স্মৃতি যেন ২০২৪ সালকে কেন্দ্র করে আমার জীবনের সাথে জড়িত হয়েছে।
মূলত কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে থাকে তবে আমি সেটা ধরে রাখি না সব মিলিয়ে মিলেমিশে থাকতে চাই। যদি ভুলবশত কারো মনে ব্যথা দিয়ে থাকি সে ক্ষেত্রে তার থেকে ক্ষমা চেয়ে নিব কেননা জীবন থেকে আরও একটি বছর যেন ফুরিয়ে গেল। ২০২৫ সাল শুরু হয়েছে দেখতে দেখতে এ বছরটি পার হয়ে যাবে ঠিক একইভাবে জীবন থেকে আরও একটি বছর কমে যাবে এই ধারাবাহিকতায় মানুষ এক পর্যায়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় যেটা প্রকৃতির নিয়ম। যাই হোক ২০২৪ সালে যেমন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের সাহায্য করার চেষ্টা করেছি কিছু মানুষের কষ্ট দূর করার চেষ্টা করেছি ঠিক একই ভাবে ২০২৫ সালেও মানুষকে সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষকে তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যমে খুশি রাখার চেষ্টা করব। আর যদি সৃষ্টিকর্তা সেরকম সামর্থ্য দেয় তাহলে তাদের বড় ইচ্ছা গুলো ও পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post was upvoted by @supportive.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা ২০২৪ সাল কে আমাদের মাঝ থেকে বিদায় দিয়েছি। আজকে ২০২৫ সালের একটি দিন অতিবাহিত করলাম। অনেক সুন্দর দিনটা কেটেছে আমার। আজকের দিনে বেশ ঠান্ডা বাতাস ছিল। তবুও অনেক এনজয় করেছি। আপনি ২৪ সালের অনেক সুন্দর অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করেছেন। হ্যাঁ সারা বছর জুড়ে আমারও অনেক স্মৃতি রয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম অবস্থায় পুরনো স্মৃতিগুলো নতুন বছরে বেশি মনে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit