যৌতুক। || by @kazi-raihan

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৬ই চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000115329.png

Canva দিয়ে তৈরি



আমি যদি বর্তমান পরিস্থিতির কথা বলি সে ক্ষেত্রে আমরা আগের তুলনায় অনেকটা শিক্ষিত হয়েছি অনেক টা সভ্যতার সাথে নিজেদেরকে মিলিয়ে ধরতে পেরেছি কিন্তু নিজেদের মন মানসিকতার কোন পরিবর্তন আনতে পারিনি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আসলে আমরা সভ্যতার সাথে নিজেদেরকে মিলিয়ে ধরতে পারছিনা কিভাবে?? সভ্যতার সাথে নিজেদেরকে মিলিয়ে ধরতে হলে সর্বপ্রথম নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমি যদি যৌতুক প্রথা নিয়ে কথা বলি সে ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া সহ বইয়ের পাতায় প্রতিনিয়ত যৌতুকের বিরুদ্ধে কথা বলছি। যারা যৌতুক দিচ্ছে বা নিচে তাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি কিন্তু দিনশেষে আমি নিজেই এই যৌতুকের সাথে জড়িত হচ্ছি। হ্যাঁ এই কথাটা সবার উদ্দেশ্যে বলছি না তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই কথাগুলো প্রযোজ্য হয়ে যায়।

মূলত মানুষের মুখোশের আড়ালে আসল যে রূপ থাকে সেটা বোঝা বড় কষ্ট। একজন মানুষ আপনার সাথে খুবই গুছিয়ে কথা বলছে তার কথাবার্তা শুনে মনে হবে আসলে তিনি সমাজের একজন আদর্শবান ব্যক্তি এমন আদর্শবান ব্যক্তি যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে হয়তোবা আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত। কিন্তু সেই ব্যক্তি যখন জেনেশুনে নীতিকতার গুলো বলে বেড়ানোর পর সেই নীতি কথার বিরুদ্ধে কাজ করে তখন তার নীতিকথা কোন জায়গায় গিয়ে পৌঁছায় কখনো চিন্তা করে দেখেছেন?? আমি সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি যারা প্রতিনিয়ত মানুষকে নীতি কথা শোনায় আর দিনশেষে সে নিজেই সমাজ বিরোধী সব কাদের সাথে যুক্ত হয়ে যায় শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। এই কথাটা বললাম এক শ্রেণীর মানুষ আছে যারা প্রতিনিয়ত যৌতুকের বিরুদ্ধে কথা বলে আর দিনশেষে নিজেরাই যৌতুক প্রথাটা শক্তভাবে সমাজে প্রচলিত করার চেষ্টা করে।



একশ্রেণীর মানুষ আছে নিজের জনপ্রিয়তা বা নিজের সততা মানুষের মাঝে প্রকাশ করার জন্য নানান লোক দেখানো কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় যেগুলো শুধুমাত্র লোক দেখানো মানবিক কাজ। মূলত আজকের এই পোস্ট সম্পর্কে লিখছি আমাদের গ্রামের একজন মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। লোকটি প্রতিনিয়ত যৌতুকের বিরুদ্ধে কথা বলতো মানুষকে বোঝানোর চেষ্টা করত যৌতুক নেওয়া আসলে অপরাধ শুধু তাই নয় যৌতুক নেওয়া এবং দেওয়া উভয়ই অপরাধ। এক কথায় যৌতুক নিয়ে যত নীতিকথা সবগুলোই প্রতিনিয়ত মানুষকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু নিজের বেলায় যখন তার ছেলের বিয়ের অনুষ্ঠান হল তখন জানা গেল তার ছেলের বিয়েতে বেশ কিছু টাকা যৌতুক নিয়েছে। কথাগুলো প্রথমে জানার পরে কিছুটা অবাক হয়েছিলাম পরবর্তীতে মনে হল এটা আর অসম্ভব কিসের??



নিজের স্বার্থ হাসিলের জন্য একজন মানুষ কতটা নিচে নামতে পারে সেই বিষয়টা খুব কাছ থেকে দেখতে পেলাম। একজন মানুষ যৌতুক গ্রহীতা বা যৌতুকদাতা উভভাইকেই বোঝাচ্ছে। যৌতুক গ্রহীতা কে আইনের ভয় দেখাচ্ছে আর যৌতুকের ক্ষতিকর দিকগুলো তাকে শুনিয়ে যৌতুককে না বলার জন্য উৎসাহিত করছে। এখন যে ব্যক্তি এমন নৈতিক কাজগুলো করার পরে নিজেই যৌতুক গ্রহণ করছে অর্থাৎ এই অনৈতিক কাজের সাথে নিজেই জড়িয়ে যাচ্ছে তাহলে তাকে কি বলবেন?? আমার মনে হয় এই শ্রেণীর মানুষ আমাদের সমাজের জন্য অভিশাপ তারা সময়ের সাথে গিরগিটির মত নিজের রং পরিবর্তন করে। কখনো ভালো মানুষের মুখোশধরে আবার কখনো নিজের আসল রূপ প্রকাশ করে।



যাইহোক সবশেষে একটি কথাই বলতে চাই আমরা যেহেতু সবাই কমবেশি শিক্ষিত সেহেতু যৌতুক সম্পর্কে সবাই কমবেশি অবগত আছি এই অপরাধ মূলক কাজ থেকে নিজেদেরকে সেভ রাখা কতটা জরুরি সেটা হয়তো আরো নতুন করে বলতে হবে না। চলুন আমরা সবাই এই যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের বোনদেরকে এই যৌতুক প্রথা থেকে মুক্ত করি কেননা প্রতিনিয়ত গ্রাম অঞ্চলে এই যৌতুকের টাকা অনেক মেয়ের জীবন বিপদের কাঠগড়ায় রয়েছে। ছেলেপক্ষ টাকার জন্য মেয়েদের কে চায় দেয়, এমনকি নানান নির্যাতন পর্যন্ত করে। তাই এমন নিঃসংস কাজ যেন আমাদের সমাজের প্রতিনিয়ত না ঘটে, তাই আমাদের সবাইকে এই যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই যৌতুক প্রথাকে না বলতে হবে। আসুন আমরা সবাই এক স্লোগানে বলতে থাকি যৌতুককে না বলুন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000115339.jpg

1000115338.jpg

1000115337.jpg

1000115335.jpg

1000115336.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

যৌতুক একটা সামাজিক ব্যাধি। বর্তমান সময়ে মানুষ যথেষ্ট শিক্ষিত ও সজাগ সচেতন হয়েছে কিন্তু এমন অপকালচার থেকে বিরত থাকতে পারে নাই। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ সচেতন হতে হবে এবং যৌতুক থেকে মানুষকে বিরত রাখতে হবে।

একটা সময় ছিল যৌতুকের প্রভাবটা সমাজে বেশি প্রভাব ফেলেছে। এখনো সমাজে কিছু কিছু জায়গায় যৌতুকের প্রবণতা লক্ষ্য করা যায়। তবে আমাদের শিক্ষিত মহল এই বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে যেন যৌতুক প্রথাটা সমাজ থেকে এক্কেবারে নির্মূল করা যায়।