আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করি সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সাথে নতুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য হাজির হয়েছি। মূলত গত কয়েক সপ্তাহ ধরে তেমন কোনো ফটোগ্রাফি পড়ব শেয়ার করা হয়নি। আমি একটি সিডিউল অনুযায়ী পোস্ট শেয়ার করি তবে গত কয়েক সপ্তাহ ধরে যেহেতু কমিউনিটিতে সুপার ওয়াল্ক নিয়ে টুকটাক পোস্ট হয়েছে সেহেতু ফটোগ্রাফি পর্বগুলো খুব একটা শেয়ার করা হয়নি তাছাড়া বান্দরবান ভ্রমণের পর্বগুলো পর্যায়ক্রমে তুলে ধরলাম তাই ফটোগ্রাফি পর্বগুলো বলা চলে একটু বাদ পড়েছে। আজকে আবার নতুন করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য হাজির হয়েছি কারণ দীর্ঘদিন ধরে আমার সংগ্রহ করা কিছু ছবি আমার গ্যালারিতে যুক্ত হয়েছে আর সেই যুক্ত হওয়া গ্যালারির ছবিগুলো ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের এলাকার পদ্মা নদী কেন্দ্রিক কিছু মানুষের জীবন যাত্রার মান এই ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করব। সেই সাথে শুরু থেকেই যেমন প্রতিটা ফটোগ্রাফি পর্বে একটি করে চাঁদের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতা টাও আপনাদের সাথে অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।
চলুন তাহলে শুরু করি।
আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate
- এই ছবিটা দেখে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো শরৎকালের আকাশের দৃশ্য আসলে এটা গত সপ্তাহে পদ্মা নদীর পাশে থেকে তোলা আকাশের দৃশ্য। হ্যাঁ আমরা সবাই মিলে যখন এমন দৃশ্য দেখলাম তখন নিজেরাই আলোচনা করছিলাম আকাশের সৌন্দর্যটা আজকে এমন দেখে মনে হচ্ছে যেন এখন শরৎকাল কিন্তু শীতকালে সাধারণত আকাশের এমন সৌন্দর্য দেখা যায় না বিকেলের পর থেকেই ধীরে ধীরে চারিদিকটা কুয়াশায় ঘিরে যায়। মূলত শীতকালে যদি শরৎকালের সৌন্দর্যগুলো দেখেন তাহলে সেটা আপনার কাছে কিছুটা ভিন্ন রকম লাগবে এটা স্বাভাবিক যাইহোক ফটোগ্রাফিটি কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন।
কুয়াশা ঘেরা প্রকৃতি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- এই ফটোগ্রাফি দেখে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে আসলে এটা শীতকালীন একটা সৌন্দর্য। আমাদের সুমন ভাই প্রতি সপ্তাহেই আমাদের মাঝে ফটোগ্রাফি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেন বেশ কয়েক সপ্তাহ আগে এরকম একটা আয়োজন করেছিলেন যার ক্যাপশন ছিল শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য। শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ছবি কালেক্ট করতে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম যার মধ্যে এই ছবিটিও একটি। সবচেয়ে যে সুন্দর ফটোগ্রাফি টা হয়েছিল সেটা সুমন ভাইয়ের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলাম আর অবশিষ্ট যে প্রকৃতির সৌন্দর্যগুলো ফোন ক্যামেরায় সকালবেলা ক্যাপচার করেছিলাম সেগুলো ধারাবাহিকভাবে ফটোগ্রাফি পর্বে শেয়ার করব।
চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। আবার কখনো সদ্য তোলা চাঁদের সৌন্দর্য ফটোগ্রাফি পড়বে তুলে ধরার চেষ্টা করি তবে সেটা সময়ের উপর নির্ভর করে। অনেকেই হয়তো ভাবতে পারেন এই ছবিটা হয়তোবা আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। না এটা শীতকালের চাঁদের সৌন্দর্য এখন হয়তোবা অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে শীতকালে তো চারিপাশটা কুয়াশায় অন্ধকার থাকে তাহলে এমন চাঁদের সৌন্দর্য কিভাবে পেলাম?? গত সপ্তাহে বিকেলটা যেমন শরৎকালের মত ছিল ঠিক একই ভাবে সন্ধ্যার পরেও আকাশে দারুণ চাঁদ দেখা গিয়েছিল। বিকেল বেলার পরে সন্ধ্যার আকাশে যখন এরকম চাঁদ দেখলাম তখন সেই সৌন্দর্যটাও ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরলাম।
পদ্মা নদী।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে প্রতিনিয়ত আকৃষ্ট করবেন আপনি যতই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখবেন ততই মুগ্ধ হবেন এমন নয় প্রকৃতির সৌন্দর্য দেখে আপনি কিছুটা বিরক্ত হবেন তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় কৃত্রিম সৌন্দর্য দেখতে দেখতে কিছুটা বিরক্ত হয়ে যান কিন্তু প্রকৃতি প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন রূপে তার সৌন্দর্য উপহার দিবে যেটা আপনার কাছে সব সময় ভালো লাগবে। পদ্মা নদীর পাড়ে এক ফ্রেমে নদীসহ নদীর পাড়ে সরিষা ফুলের বড় একটি মাঠ এই ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছি যেখানে আপনি চাইলে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আবার চাইলে হলুদ সরিষা ফুলের সৌন্দর্যটাও এই ফোটোগ্রাফির মাধ্যমে উপভোগ করতে পারবেন।
কেক।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- উপরে যে খাবারের ছবিটা দেখতে পাচ্ছেন এই খাবার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কারণ ছবি দেখে সবাই বুঝতে পারছেন আসলে এটা একটা ডেজার্ট আইটেম। যারা বুফেতে ডিনার করেছেন তারা ভালোভাবে জানেন বুফেতে খাওয়ার পরে আপনার অনেক রকমের ডেজার্ট আইটেম থাকে যেগুলো আপনি আপনার ইচ্ছামত খেতে পারবেন। গত মাসে আমরা সবাই মিলে বুফে খেতে গিয়েছিলাম সেখানে দেখলাম অনেক রকমের ডেজার্ট আইটেম সেখান থেকে সবগুলো ডেজার্ট আইটেমের পর্যায়ক্রমে ছবি তুলেছিলাম। মূলত কখনো খাবারের ফটোগ্রাফি শেয়ার করা হয়নি কমিউনিটিতে অনেকেই আছে যারা খাবারের ফটোগ্রাফি শেয়ার করে তাদেরকে দেখেই আজকে এই ডেজার্ট আইটেম অর্থাৎ কেক এর ফটোগ্রাফি টা শেয়ার করলাম।
কর্ম সংস্থান।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- ছবিতে একটা মানুষের জীবন বৃত্তান্ত প্রকাশ পায় যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোক নৌকা ধরে রেখেছে আর অন্যজন লোক মাথায় করে বড় একটি পাতিল নিয়ে যাচ্ছে তার সামনে থেকে আরেকজন লোক সেই পাতিল টা নৌকার উপর নামানোর চেষ্টা করছে। মূলত যখন পদ্মা নদীর পানি কিছুটা কমে যায় তখন সেখানে মাছ চাষ হয়। নৌকার উপরে বড় যে পাতিলটা নামানোর চেষ্টা চলছে সেটাতে ভরপুর মাছ আর পানি রয়েছে মূলত এই নৌকায় করে মাছগুলোকে পুকুরের মাঝামাঝি স্থানে ছেড়ে দেওয়া হবে। পদ্মা নদীতে যখন পানি কমে যায় তখন আলাদা আলাদা বেরিগেট দিয়ে পুকুরের মতো ছোট ছোট মাছ চাষের উপযোগী জায়গা তৈরি করা হয় সেখানে মূলত এই সৌন্দর্যটা লক্ষ্য করেছিলাম।
নদী পারাপার।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- এই ফটোগ্রাফিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অর্থাৎ ৯০ তম ফটোগ্রাফি পড়বে এই ফটোগ্রাফি টা আমার কাছে সেরা মনে হয়েছে। এই ফটোগ্রাফি টা করেছিলাম নভেম্বর মাসে হঠাৎ আমাদের গ্রুপের কয়েকজন বড় ভাই যখন ছুটিতে বাড়িতে এসেছিল তখন আমরা সবাই মিলে খেজুরের রস খেতে গিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল নদীর পাড়ে গিয়ে খেজুরের রস খাবো কিন্তু খেজুরের রস দেখে আর কেউ লোভ সামলাতে পারেনি সবাই খেজুরের রস খাওয়ার পরে সামান্য একটি খেজুরের রস নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে যাওয়ার পর দারুণ একটা আবহাওয়া পেলাম অর্থাৎ সকালের সূর্যটা ধীরে ধীরে উকি দিচ্ছে সেই সাথে যারা নদী কেন্দ্রিক এলাকায় কাজ করে তারা ঘাট থেকে নৌকা নিয়ে ধীরে ধীরে নদী পার হচ্ছে সেই মুহূর্তে এই ছবিটা ক্যাপচার করেছিলাম। অনেকে ছবিটাকে দেখে হয়তো বা মনে করতে পারেন এটা এডিট করা। না মূলত এটা প্রকৃতির একটা ন্যাচারাল ছবি।
আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/KaziRai39057271/status/1880961304728576489?t=MqAaxVV8KPmn2hrNF1gQtg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ৯০ তম ফটোগ্রাফি পর্বের সূর্যাস্তের ফটোগ্রাফি এবং প্রকৃতির ফটোগ্রাফি এই দুটি সেরা মনে হচ্ছে আমার চোখে। চাঁদের ফটোগ্রাফি সহ অন্যান্য ফটোগ্রাফি গুলি ভীষণ সুন্দর হয়েছে ভাই। সেই সাথে চমৎকার বর্ণনাও দিয়েছেন। শীতকালে এসেও যে শরৎকালের দৃশ্য উপভোগ করা যায় সেটা আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমেই দেখতে পেলাম। ভীষণ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সব সময় খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। আজকের ফটোগ্রাফি পর্বে পদ্মা নদীর দৃশ্য এবং নদী পারাপারের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নদীর অপর পাশে সরিষার ক্ষেতের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো এত সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রতিটা ফটোগ্রাফি সত্যি অসম্ভব সুন্দর ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সকল সৌন্দর্যের প্রধান হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য। বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর শখের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শখের ফটোগ্রাফি গুলোতে আকাশের সৌন্দর্য নদীতে নৌকার দৃশ্য এছাড়া প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ফুটে উঠেছে। বিভিন্ন ধরনের ফটোগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো যে দেখবে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেন, এটা তো ভাবতেই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখেছি, যেগুলো আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াশা ঘেরা সকালের প্রকৃতি এবং পদ্মা নদী এই দুইটা ফটোগ্রাফি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। সবমিলিয়ে অসাধারণ করেছেন ভাই ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি চমৎকার কিছু শখের ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। এবং প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit