"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১২ || শেয়ার করো তোমার লেখা সেরা - প্রেমের কবিতা ||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৪ঠা ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রথমেই ধন্যবাদ জানাই @hafizullah ভাইকে এতো সুন্দর একটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করার জন‍্য। ভালোবাসা এক অন্যরকম অনুভূতি আর এই অনুভূতি মানুষ বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকে। ভালোবাসা মা-বাবা ভাই-বোন এর উপর থাকে আবার জীবন সঙ্গিনীর উপর থাকে। পৃথিবী ভালোবাসার ছাড়া একদম মূল্যহীন বলে আমি মনে করি।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

সত্যি বলতে আমি তেমন কবিতা লেখালেখি করি না। আসলে লিখতে গেলে অনেক সময় লাগে আর নীরব হয়ে ভাবতে হয়। গত বৃহস্পতিবার সাপ্তাহিক হ্যাংআউটে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি মূলত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই কবিতা লিখেছি। অনেক দিন কবিতা লেখা হয় না যার কারণে এই কবিতা টি লিখতে অনেক পরিশ্রম হয়েছে। তবে কবিতা লেখার টপিকস টা বেশ ভালো ছিল। ভালোবাসা সম্পর্কে নিজের মনের ভাব প্রকাশ করতে কার না ভালো লাগে।তাই কবিতা লেখার সময় মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল।আর আমি তো আগেই বলেছি আমি খুব ভালো কবিতা লিখতে পারি না তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমার লেখা কবিতাটির নাম দিয়েছি "পাল্টে যাওয়া ভালোবাসা"
কবিতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


istockphoto-1296158976-612x612.jpg

Source

কবিতা

কবিতার নামঃ-"পাল্টে যাওয়া ভালোবাসা"

আমি বদলে গেছি,
পাল্টে গেছি,
গুছিয়ে নিয়েছি নিজেকে।
বিলিয়ে দিয়েছি তোমার মাঝে
এই আমি আমাকে।
দেখছো তুমি শুধু এই রাগ,
দেখছো তুমি অভিমান,
দেখনি তুমি এই বুকেতে
ভালোবাসা অবিরাম।
বোঝাতে চেয়েছি পারিনি বোঝাতে
বুঝতে চাওনি তুমি।
আমি না হয় চলে যাব
তুমি অন্য কারো বুকে ঘুমিও।
দেখবে তুমি থাকবে বসে
সেলফি তোলার লাগি,
পেছন থেকে কাঁধ ধরে আছে
তোমার অতীত স্মৃতি।
তোমার গায়ে দেখলাম শীতের জামা
সময় টা বোধহয় শীতের,
সেই জন্য বেচারী জড়িয়ে ধরে আছে
কষ্ট কমাতে নিজের।
মেয়েটি বোধহয় অনেক সুন্দরী
আমি ওর ধারের কাছে নই,
সেই জন্য তুমি তোমার বুকেতে
দিয়েছিলে ওকে ঠাঁই।
বিশ্বাস করো খারাপ লাগেনি
একটু পেয়েছি কষ্ট
আরো দেবে বলে হয়তো তুমি
রাগ নিয়ে আসো ব্যস্ত
তুমি বলেছ কেন অতীত নিয়ে আছি??
বাদ কেন দিচ্ছি না??
তুমিও বুঝবে আমাকে দেখলে
অন্য কারো কাঁধে হাত,
সেদিন আমিও দাঁড়িয়ে দেখতাম
তোমার নীরব আর্তনাদ।
বলতাম আমি বাদ দাও না
ওটা অতীতের কথা
দেখতাম আমি কেমন করে তুমি
আমার বুকেতে ডাকতে মাথা ??
আমি নাকি রাগ বেশি করছি
তুমি হলে নাকি করতে কম??
বুঝবে না তুমি এটা
মানতে আমার বেরিয়ে যাচ্ছে দম।
যাইহোক ওগো তুমি ভালো থেকো
তোমার মত করে,
আমি যাচ্ছি রাগ অভিমান
আর অধিকার নিয়ে সরে।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ কবিতা লিখেছেন যা সত্যিই মনমুগ্ধকর ছিল। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আসলে কবিতা লিখতে আলাদা একটা জগত লাগে। আমিতো হাজারো ভেবেও নিরবে কবিতা লিখতে পারিনা। কেন জানি মনে হয় আমার দারা এইটা সম্ভবই না। যাই হোক আপনার কবিতাটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

খুবই সুন্দর কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আমার খুবই ভাল লাগল। আসলে ভালোবাসা নিয়ে এত সুন্দর কবিতা লিখেছেন, যে প্রকৃত ভালোবাসা প্রকাশ পেয়েছে। আপনার জন্য রইল শুভকামনা।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 💚

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া ।কবিতার প্রতিটি লাইন পড়ে খুবই ভালো লাগলো। ছন্দ আকারে কবিতা লিখেছেন পড়তে খুবই মজা লাগছে। কবিতার শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

কে বলেছে আপনি কবিতা লিখতে পারেন না। নিজের অনুভূতিগুলো খুব সুন্দরভাবেই তো লিখে ফেলেছেন। অনেক সুন্দর হয়েছে কবিতাটা। একেবারে ছন্দ মিলিয়ে লিখেছেন দেখছি। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল। আমাদের মাঝে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 💚

আসলে প্রথম কবিতা লিখলেও অনেক ভালো লিখেছেন ভাই।আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি লাইনের সাথে অনেক সুন্দর করে ছন্দ মিলিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও অসাধারন ছিল আপনার কবিতাটি।

আমি বদলে গেছি,
পাল্টে গেছি,
গুছিয়ে নিয়েছি নিজেকে।
বিলিয়ে দিয়েছি তোমার মাঝে
এই আমি আমাকে।

বিশেষ করে এই লাইনগুলো আমার দারুণ লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।