মজাদার বিস্কুট পিঠা🥟। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য। by kazi-raihan

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আমার কাজ শেয়ার করার জন্য চলে এলাম।আজকে আমি একটি রেসিপি নিয়ে এলাম।

আজকের রেসিপিটি হলো মজাদার বিস্কুট পিঠার রেসিপি । এই পিঠা তৈরি করতে চালের গুঁড়ার সঙ্গে কোড়া নারকেল এবং চিনি দিতে হয়।তেলে ভাজা এই পিঠা খেতে খুব মজাদার হয়।এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় সেটার বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের দেখাবো।

20211218_135324-01.jpeg

বিস্কুট পিঠা তৈরি করার জন্য আমি পুরো সম্পূর্ণ প্রস্তুত প্রণালি আপনাকে দেখিয়ে দিলাম।

উপকরণপরিমাণ
আতপ চালের গুঁড়া৩ কাপ
চিনি১ কাপ
কোড়া নারকেল৩ কাপ
পানিআধা কাপ
লবণ১ চিমটি
তেল১ কাপ

প্রথম ধাপ

বিস্কুট পিঠা তৈরি করার জন্য পরিমাণ মতো আতপ চালের গুঁড়া,কোড়া নারকেল এবং চিনি নিতে হবে।

20211216_094332-01.jpeg

20211216_094355-01.jpeg

20211216_094628-01.jpeg

দ্বিতীয় ধাপ

একটি বড় পাত্রে আতপ চালের গুঁড়া আর কোড়া নারকেল একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

আতপ চাল আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো চিনি আর এক চিমটি লবণ দিতে হবে।

সব মিলিয়ে একসাথে মাখাতে হবে। তবে যদি একটু শক্ত বেশি হয় বা শুনকা থাকে তাহলে হালকা পানি দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পানি বেশি না হয়।

20211216_094538-01.jpeg

20211216_094706-01.jpeg

20211216_094832-01.jpeg

তৃতীয় ধাপ

নাড়ু তৈরির মতো নারকেল আর গুঁড়া হালকা শক্ত করে মাখানো অংশ থেকে ছোট ছোট নাড়ু তৈরি করতে হবে।

কলা গাছের খোসা ছাড়িয়ে নিয়ে,কলা গাছের খোসা দিয়ে বিস্কুট পিঠার ফ্রেম তৈরি করে নিতে হবে।

নাড়ুর মতো ছোট বল গুলো কলা গাছের ছালের অংশের মধ্যে দিয়ে হালকা চাপ দিতে হবে।

চাপ দেওয়ার পর ছোট একটি বিস্কুট এর ন্যায় আকৃতি হবে।

20211216_095918-01.jpeg

20211216_100332-01.jpeg

20211216_100412-01.jpeg

20211216_100432-01.jpeg

চতুর্থ ধাপ

ছোট আকারের বিস্কুট পিঠা গুলো একটি শুনকো পাত্রে রাখতে হবে।

পিঠা গুলো তৈরি শেষে রৌদ্রের মধ্যে রেখে শুকাতে হবে। একদিন রৌদ্রে শুকালে তেলে ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে।

20211216_103840-01.jpeg

20211216_131301-01.jpeg

20211216_131346-01.jpeg

পঞ্চম ধাপ

রৌদ্রে শুকানো পিঠা গুলো একটি পাত্রে রাখতে হবে।

চুলায় কড়াই বসিয়ে তেল দিতে হবে।কড়াই ছোট হলে ভালো হয় কারণ অল্প তেলে ছোট কড়াই ভরে যায়। বেশি তেল হলে পিঠা গুলো তেলে ডুবে থাকে এবং ভাজা ভালো হয়।

20211218_133640-01.jpeg

20211218_134039-01.jpeg

ষষ্ঠ ধাপ

কড়াইয়ের গরম তেলে রৌদ্রে শুকানো পিঠা গুলো ছেড়ে দিতে হবে।

চুলার তাপ বাড়িয়ে দিয়ে পিঠা গুলো ভাঁজতে থাকুন।এক পর্যায়ে তেলে ভাজতে ভাজতে পিঠা গুলো বাদামী রং ধারণ করবে।

পিঠা গুলোর গায়ের রং বাদামী আসলে কড়াই এর গরম তেল থেকে পিঠা গুলো তুলে ফেলতে হবে।

20211218_133809-01.jpeg

20211218_135731-01.jpeg

20211218_134100-01.jpeg

20211218_140856-01.jpeg

সপ্তম ধাপ

পিঠা গুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠাতে হবে। পিঠা গুলো কড়া করে ভাজি করলে মচমচে হবে এবং অনেক মজা লাগবে।

পিঠা তো ভাজা হয়ে গিয়েছে তাহলে দেরি কেন চলুন খাওয়া শুরু করে দিই।

20211218_135324-01.jpeg

আমার তৈরি রেসিপি মজাদার বিস্কুট পিঠার সাথে নিজের একটি সেলফি।

20211218_135450-01.jpeg

পোস্ট বিবরণ



শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশনকুষ্টিয়া


আশা করি আপনাদের সবার কাছেই আমার আজকের এই বিস্কুট পিঠার রেসিপিটি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।

images (4).png

IMG_9524.JPG

আমি কাজী রায়হান। আমার ইউজার নেম@kazi-raihan। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালো লাগে, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 kazi-raihan 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর ভাবে বিস্কুট পিঠা রেসিপি করেছেন। বিস্কুট পিঠা তৈরিতে আপনি নারিকেল ব্যবহার করেছেন। নারিকেল দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনার এসিপির পুরো প্রসেস অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ‌। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে নারিকেল পিঠা তৈরি করে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাইয়া অসাধারন ছিল আপনার বিস্কুট পিঠা তৈরি প্রক্রিয়া। এবং কি আপনি খুবই সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। এভাবে বিস্কুট পিঠা বানাতে আমি কখনো দেখিনি আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখলাম এবং সিখেনিলাম। যাই হোক আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আতপ চালের গুড়া দিয়ে অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর আপনার মজাদার বিস্কুট তৈরি দেখে জিভে আমার জল এসে গেল। আর যাই হোক সব মিলিয়ে আপনাকে অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে ভাইয়া।

সুন্দর মন্তব্য প্রকাশ করায় ধন্যবাদ।

ওয়াও ভাইয়া অসাধারন পিঠা বানিয়েছেন ।বিস্কুট পিঠা আমি খুব ভালোবাসি ।প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

নারিকেল দিয়ে বিস্কুট পিঠা ওয়াও দারুন ভাবে প্রস্তুত করেছেন আমার খুব ফেভারিট এটা আমাদের বাড়িতে প্রস্তুত করে খাওয়া হয় আপনার প্রস্তুত প্রণালি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ ভাইয়া

অনেকদিন হলো বিস্কুট পিঠা খাই না , আপনার এই রেসিপি টা দেখে অনেক লোভ লাগছে। শীতের সময় লেপ মুড়ি দিয়ে বিস্কুট পিঠা খেতে বেশ মজা লাগে এবং ছোটবেলায় অনেক খেয়েছি । আপনার রেসিপিটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

অনেক সুন্দর বলেছেন ভাইয়া।

মজাদার বিস্কুট পিঠা আপনি দারুন ভাবে তৈরি করেছেন ভাইয়া। খুবই ভাল লাগল এবং এগুলো খেতে খুবই ভালো লাগে। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

না ভাইয়া অসাধারণ সুন্দর একটি রেসিপি করেছেন বিস্কুট পিঠা সত্যিই দেখতে খুবই লোভনীয় লাগছে দেখে মনে হচ্ছে নিয়ে কতগুলো খেয়ে ফেলে। এই বিস্কুট পিঠা আমার খুবই প্রিয় আমি মাঝেমধ্যে বাসায় এই পিঠাটি তৈরি করি। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

অসাধারণ একটা বিস্কুট পিঠা বানিয়েছেন। আমি কখনো এধরণের বিস্কুট পিঠা খাওয়া হয়নাই। আপনার জন্য শুভকামনা রইল আপনি এতো সুন্দর একটি বিস্কুট পিঠা রেসিপি তৈরি করেছেন।

এটি একটি খুব অসাধারণ পোস্ট, আমার বন্ধু, আপনি ভাল লিখেছেন. মনে হচ্ছে আপনি যে খাবারটি ভাগ করেন তা খুব ভাল বন্ধু। ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ. সাফল্যের জন্য শুভেচ্ছা পাঠান

ধন্যবাদ।

আপনাকে স্বাগতম

অসাধারণ ভাবে বিস্কুট পিঠার রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। পুরো প্রক্রিয়াটা আমার অনেক ভালো লেগেছে এবং আমিও শিখতে পেরেছি পুরো বিষয়টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 💜❤️

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

মজাদার রেসিপি টা খুব সহজেই দেখা যাচ্ছে তৈরি করা যায়, এমন একটি সহজ ও মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

স্বাদের সাথে অসাধারণ উপস্থাপন। আমার কাছে হেব্বি জোস। মঙ্গল কামনা করছি।