এবারে বান্দরবান (পর্ব-০৫)। ||২৯-১১-২০২৪|| by @kazi-raihan

in hive-129948 •  last month 

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব।



বান্দরবান ভ্রমণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে নিয়মিত পোস্ট শেয়ার করে আসছি সেই ধারাবাহিকতায় আজকে বান্দরবন ভ্রমণের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি মূলত প্রতি সপ্তাহে বান্দরবান ভ্রমণের একটি করে অংশ শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকের পঞ্চম পর্ব। চতুর্থ পর্বে বান্দরবান সদর উপজেলার মেঘলা পর্যটন কেন্দ্রের কিছু অংশ তুলে ধরেছিলাম আজকে নীলাচল পর্যটন কেন্দ্রের অংশটা তুলে ধরার জন্য হাজির হয়েছি। সবচেয়ে মজার যে বিষয় সেটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। কিছুটা সময় আপনি শুধু পাহাড় থেকে নিচে নামছেন আবার কিছুটা সময় আপনি শুধু পাহাড়ের উপর দিকে যাচ্ছেন। গাড়ি যখন উপর থেকে নিচের দিকে যায় তখন সবচেয়ে বেশি মজা লাগে তবে আমার কাছে উপরের দিকে যাওয়ার চেয়ে যখন পাহাড় থেকে গাড়ি নিচের দিকে নামে তখন বেশি মজা লেগেছিল। মনে হয় গাড়ির সাথে নিজে উড়ে উড়ে নিচে নামছি হা হা হা।



1000099354.png

Canva দিয়ে তৈরি



মেঘলা পর্যটন কেন্দ্র থেকে ঘোরাঘুরি শেষ করে আবার আমরা যে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম সেটা নিয়ে পরবর্তী স্পট অর্থাৎ রূপালী ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা হলাম। বান্দরবান জেলায় প্রবেশের প্রথমেই সেনাবাহিনী এবং বিজিবির যৌথ একটি চেকপোস্ট আছে। যারা বান্দরবান ঘুরতে গিয়েছেন তারা এ বিষয়টা জানেন মজার বিষয় হচ্ছে পুরো চেকপোস্ট এরিয়াটা পুরো একটা পাহাড়ের উপরের অংশে অবস্থিত। তাদের ক্যাম্পটা পাহাড়ের উপরে আর নিচের অংশ দিয়ে রাস্তা বয়ে চলেছে। পুলিশ সহ সেখানে বিজিবি এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করে। আমাদের গাড়ি থামিয়ে শুধু আমাদের জাতীয় পরিচয় পত্র দেখল তারপরে ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্পট রূপালী ঝর্ণা ছিল সেখানে গিয়ে রূপালী ঝর্ণা দেখলাম তবে সেখানে কোন পর্যটক ছিল না। আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগে ঝরনার উপরের অংশ থেকে একজন পর্যটক পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিল যার কারণে এখানে কয়েক সপ্তাহ ধরে খুব একটা লোকজন আসে না তার চেয়ে বড় কারণ দীর্ঘদিন বৃষ্টি না থাকার কারণে ঝর্ণায় খুব একটা পানি নেই যার কারণে পর্যটক শূন্য। যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ঝর্ণায় সামান্য পানি দেখা যাচ্ছে।

20240119_152414.jpg

20240119_152424.jpg

20240119_152421.jpg

রুপালী ঝর্ণা।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

20240119_155932.jpg

20240119_155918.jpg

20240119_155924.jpg

নীলাচল পর্যটন কেন্দ্র, বান্দরবান।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

রূপালী ঝর্ণা দেখতে গিয়ে খুব একটা মজা পেলাম না কারণ ঝর্না দিয়ে যদি অনবরত পানি ঝরতো তাহলে সেটা দেখতে সুন্দর লাগতো আর আমরাও আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা পূরণ করতে পারতাম। বলা চলে যে রকম টা আশা করেছিলাম সেরকম পাইনি তাই আমাদের উদ্দেশ্যটা পুরোপুরি পূরণ হয়নি। যাইহোক আমাদের পরবর্তী টার্গেট ছিল নীলাচল যেহেতু সন্ধ্যার আগেই আমরা নিলাচল অংশটা ঘুরে দেখব তাই আর কোথাও বিরতি না নিয়ে রূপালী ঝর্ণা দেখার পরে নীলাচল পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলাম। চাঁদের গাড়িতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যেতে বেশ ভালোই লাগছিল মাঝে মাঝে রাস্তার উপর থেকে নিচের দিকে তাকালে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে কারণ কিছু কিছু পাহাড়ের উপরের অংশ দিয়ে রাস্তা আর নিচে তাকালে ছোট ছোট ঘর আর জুম চাষের জমি দেখা যায়। দৃশ্য টা দেখেই ছোটবেলায় বইয়ের পৃষ্ঠায় পড়া জুম চাষের সেই কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক আমাদের নির্দিষ্ট টার্গেট পৌঁছানোর পর অর্থাৎ নীলাচল পর্যটন কেন্দ্রে পৌঁছানোর পর আমাদের এই ট্যুরের যে ম্যানেজার ছিল সে টিকিট কাউন্টার রুমে গিয়ে আমাদের সবার জন্য টিকিট নিয়ে আসলো। আমরা সবাই টিকিট হাতে নিয়ে একসাথে ভেতরে প্রবেশ করলাম।

20240119_160113.jpg

20240119_160358.jpg

20240119_160401.jpg

20240119_160520.jpg

20240119_160657.jpg

20240119_162024.jpg

20240119_162038.jpg

20240119_162033.jpg

20240119_162029.jpg

নীলাচল।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

সেখানে যাওয়ার পরে জায়গাটা সৌন্দর্য বেশ ভালই লাগছিল দুই পাশে দিয়ে নিচু ভূমি আর চিকুন সরু পাহাড়ের উপর দিয়ে পিচের রাস্তা তৈরি করা হয়েছে। যেটা সবার কাছেই আকর্ষণীয় লাগে। সেখানে বেশ কয়েকজন বিদেশি ছিল। সম্ভবত তারা স্কটল্যান্ড থেকে এসেছিল। আমাদের মধ্যে থেকে রিপন দিয়ে তাদের সাথে কথা বলেছিল। আমরা মজা করে বলতে ছিলাম রিপন গিয়ে তাদের সাথে মিশে গিয়েছে হা হা হা। কারণ রিপন অনেকটা সাদা ফর্সা আবার তাদের মতই বাদামি কালারের চুল। যেন তাদের সাথে মিলে যায়। যাই হোক আমরা সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। নীলাচল পর্যটন কেন্দ্রের প্রধান ফটোকে কিছু কৃত্রিম সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে যেখানে পাহাড়ি মানুষের জীবন যাত্রার কিছু দৃশ্য দেওয়ালে তুলে ধরা হয়েছে। মজার বিষয় হচ্ছে প্রকৃতির সৌন্দর্য রেখে কেউ এই কৃত্রিম সৌন্দর্যের দিকে তাকায় না। তবে এটা নিয়ে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে চেয়েছিলাম বলে পুরো বিষয়টার ছবি তুলেছিলাম।

20240119_162323.jpg

20240119_162435.jpg

20240119_162338.jpg

20240119_162329.jpg

20240119_163532.jpg

20240119_165410.jpg

IMG-20240119-WA0011.jpg

নীলাচল, বান্দরবান।

what3words address.
https://w3w.co/swatted.engraving.shall

যেখানে নীলাচল পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ সেখানে গিয়ে দেখলাম মানুষের ভিড় প্রচুর। সেখানে গিয়ে মেঘ দেখা যায় তবে শীতের সময় খুব একটা মেঘে দেখা যায় না আর আমরা যখন গিয়েছিলাম তখন কিছুটা শীতের প্রভাব ছিল তাই খুব একটা পাহাড়ের মেঘ উপভোগ করতে পারিনি। যদি বর্ষার মৌসুমে সেখানে যাওয়া যায় তাহলে সরাসরি হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেখা যায়। যেহেতু সবাই সেখানকার স্মৃতিটা ধরে রাখার জন্য ছবি উঠায় ব্যস্ত ছিল তাই আমিও সেই সুযোগে পাহাড়ের উপর থেকে আশপাশের কিছু প্রকৃতির সৌন্দর্য ফোন ক্যামেরায় ক্যাপচার করেছিলাম যেগুলো আপনাদের মাঝে তুলে। তবে সবশেষে নীলাচলের শেষ আকর্ষণ সেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম সেটা সবার নিচে শেয়ার করেছি। পাহাড়ের উপরে আদিবাসীদের দোকানে বিভিন্ন রকমের সামগ্রিক কিনতে পাওয়া যায় সেখানে গিয়ে সবাই কমবেশি কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে আবার আমাদের যে চাঁদের গাড়ি ভাড়া করা ছিল সেটা নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম।



বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।এই ভ্রমণ কাহিনী পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏


আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান।আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000099366.jpg

1000099364.jpg

1000099365.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আমার অনেক দিনের শখ ছিল বান্দরবানের নীলাচল ঘুরতে যাব। তবে এখনো ইচ্ছে পূরণ হয়নি। ছোটবেলায় শুধু মনে করতাম বান্দরবনে কি শুধু বান্দর থাকে। কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর ভিডিও ফটো গুলো দেখলে বোঝা যায়। ঝরনার ওখান থেকে একজন পর্যটক পড়ে মারা গেছেন জেনে খুবই খারাপ লাগলো। তবে দৃশ্যগুলো অনেক চমৎকার ক্যামেরা বন্দি করেছেন আপনি।

শীতের মৌসুমের তুলনায় আপনি যদি বর্ষার মৌসুমে যান তাহলে আরো সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। বর্ষার মৌসুমে গেলে মেঘ হাত দিয়ে ধরতে পারবেন।