ডেন্টাল কেয়ারে। || by @kazi-raihan

in hive-129948 •  18 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৩শে পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | শীতকাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000106342.png

Canva দিয়ে তৈরি



পোস্টের টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয়ে আপনাদের সাথে টপিক শেয়ার করতে যাচ্ছি। মূলত আজকের দিনের অনেকটা সময় ডেন্টাল কেয়ারে পার করেছি। আমাদের এলাকার রেলস্টেশনের পাশের একটি ডেন্টাল কেয়ারে শহরের একটি হাসপাতাল থেকে একজন ডাক্তার সেখানে রোগী দেখতে আসে মূলত তিনি সব ধরনের সেবা প্রদান করেন। প্রতি সপ্তাহের মঙ্গলবারে সেখানে সেবা দিতে আসে তো যিনি সেখানকার স্থানীয় প্যারামেডিকেল ডাক্তার তিনি সবকিছু পরিচালনা করেন। সাধারণ যাদের দাঁতে সমস্যা তারা অন্যান্য দিনে সেখানে সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রতি মঙ্গলবারে সেখানে এমবিবিএস ডাক্তার এসে সেবার প্রদান করেন। আগের সপ্তাহে আব্বু আম্মুকে নিয়ে সেখানে গিয়েছিল পরবর্তীতে ডাক্তার পুরো বিষয়টা দেখার পরে দাঁতে ক্যাপ করানোর কথা বলেছিল।

গতকালকে রাতের বেলায় প্যারামেডিকেল ডাক্তার আব্বুকে ফোন করে বিস্তারিত বলল এবং মঙ্গলবারে সকাল বেলায় সেখানে যেতে বলেছিলেন। যেহেতু প্রতি মঙ্গলবারে এমবিবিএস ডাক্তার এসে সেখানে সেবা প্রদান করেন সেহেতু মঙ্গলবারে সকাল নয় টার পরে সেখানে যেতে বলেছিলেন। যিনি সেখানকার প্যারামেডিকেল ডাক্তার তিনি আব্বুর সাথে বেশ আগেই পরিচিত তাই সকাল বেলা আবারো ফোন করে আম্মুকে নিয়ে যাওয়ার কথা বলেছিল। আজকে আব্বুর একটু কাজের প্রেসার বেশি ছিল যার কারণে আব্বু যেতে পারেনি আমাকে ফোন করে বলল আমি যেন আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে যাই। শীতের সময় বলে বাসা থেকে বের হতে একটু দেরি হয়েছিল প্রায় এগারোটার সময় আমরা বাসা থেকে বের হলাম। তুলনামূলক বাইক নিয়ে যেতে খুব একটা সময় লাগে না ঘড়ির কাঁটা ধরে হয়তোবা ৮ থেকে ১০ মিনিট সময় লাগে।



1000106339.jpg

1000106340.jpg

1000106341.jpg

1000106346.jpg

1000106347.jpg



সেখানে পৌঁছানোর পর দেখলাম বাইরে আরো কয়েকজন রোগী বসে আছে তারাও মূলত দাঁতের সমস্যার জনীত কারণে সেখানে এসেছে। সেখানকার যিনি প্যারামেডিকেল ডাক্তার অর্থাৎ এই প্রতিষ্ঠান যে পরিচালনা করে তার নাম সুজন কুমার বিশ্বাস। যাওয়ার পরেই আম্মুকে ভিতরে বসতে বলল আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল কত সময় লাগতে পারে?? তিনি আমাকে বললেন খুব বেশি সময় লাগবে না বসো ভিতরে দুজন আছে তারপরেই তোমার আম্মুর দাঁতের ক্যাপ পরিয়ে দিব। যেহেতু খুব বেশি সময় লাগবে না সেহেতু আমি আর ভেতরে না বসে বাইরেই বসে থাকলাম তবে অপেক্ষা করতে করতে দেখলাম অনেক সময় পেরিয়ে গিয়েছে।



দীর্ঘ সময় পরে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম এক ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে তবুও দুজন এখনো সিরিয়ালে বসে আছে। তার মধ্যে একজন বাড়িতে ছোট বাচ্চা রেখে আসছে তাকে ওভারটেক করে আম্মুকে ভেতরে পাঠাতেও পারছি না তাই অপেক্ষা করা ছাড়া আর তেমন কিছুই করার ছিল না। অনেক সময় সেখানে বসে থাকার পরে ভাবলাম গিয়ে চা খেয়ে কিছুটা সময় পার করে আসি। হঠাৎ দেখলাম আমার ইনবক্সে ওয়াইফাই বিল এর জন্য মেসেজ দিয়েছে তখন হঠাৎ মনে হল আজকে মাসের ৭ তারিখ আমিতো এখনো বিল পাঠাইনি তাড়াহুড়ো করে আগে বিকাশের দোকানে গিয়ে তাকে চলতি মাসের বিল পাঠিয়ে দিলাম।



1000106348.jpg

1000106344.jpg

1000106343.jpg



পরবর্তীতে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে প্রায় একটার সময় সেখানে ফিরলাম দেখলাম আম্মু সিরিয়ালে বসে আছে। আমি আসার কিছু সময় পরেই সিরিয়ালে আম্মুকে ডাকা হল এবং ভেতরে গিয়ে আম্মুর দাঁতে ক্যাপ পড়ানোর কার্যক্রম শুরু করা হলো। আংকেল কে জিজ্ঞাসা করলাম তাতে ক্যাপ পড়াতে কত সময় লাগবে তখন তিনি বললেন ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। শিওর হয়ে গেলাম মিনিমাম এখান থেকে বের হতে একটা বাজবে। সেখানে বসে সময় পার হচ্ছিল না তাই আশপাশের বেশ কিছু ছবি তুলছিলাম আর ভাবছিলাম দিনটা এখানেই পার করে দিলাম তাহলে এই বিষয়টা নিয়ে একটা পোস্ট শেয়ার করা যাক।



মূলত এই বিষয় নিয়ে লিখতে বসলাম কারণ সামান্য একটু কাজের জন্য প্রায় তিন ঘন্টা সময় অপেক্ষা করতে হয়েছে। এই যে কোন কাজ ছাড়া তিন ঘন্টা সময় পার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই বিষয় নিয়ে লিখছি। হয়তোবা যদি দ্রুত সেখানে দাঁতের ক্যাপ পড়ানো হয়ে যেত সেক্ষেত্রে বাড়িতে এসে দুপুরের আগেই পোস্ট শেয়ার করতে পারতাম সেই সাথে নিজের আরও কিছু ব্যক্তিগত কাজগুলো কমপ্লিট করতে পারতাম। যাইহোক যেহেতু সিরিয়াল অনুযায়ী ডাক্তার দেখাতে হয় সেহেতু একটু দেরী হলে সেখানে আর কিছু বলার থাকে না তাই দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জানুয়ারি,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000106380.jpg

1000106381.jpg

1000106382.jpg

1000106383.jpg

1000106388.jpg

1000106389.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

ভাইয়া প্রথমে আপনার আম্মুর জন্য অনেক অনেক দোয়া রইলো। দাঁতের সমস্যা খুবই কঠিন একটি রোগ। আপনার আম্মুর দাঁতের সমস্যা হওয়ার কারণে ক্যাপ পড়াতে এসেছেন। আপনার পোস্ট পড়ে মনে হল ডাক্তারটি খুবই ভালো। তবে ডাক্তার দেখাতে গেলে সিরিয়ালে অনেক দেরি হয়ে যায়। তবে সময়ের মধ্যে আপনি কিছুটা নিজের কাজও করে ফেলেছেন। ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাই দাঁতের সমস্যা খুবই মারাত্মক। আসলে ভাই দাঁতে ব্যথা কতটা যন্ত্রণাদায়ক তা বলে বোঝানো সম্ভব নয়। আপনার আম্মুর জন্য অনেক অনেক দোয়া রইলো যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। ডাক্তার দেখাতে গেলে সিরিয়ালের ভোগান্তিতে পড়তে হয়। ধন্যবাদ আপনাকে কিছু অনুভূতি শেয়ার করার জন্য।

আমি এখন আগের চেয়ে পুরোপুরি সুস্থ বলা চলে।

ডাক্তারের কাছে গেলে আসলেই সময় হাতে নিয়েই যেতে হয়। সেটা যে কোনো ডাক্তারের ক্ষেত্রেই হোক না কেন! ঢাকায় তো বেশির ভাগ ক্ষেত্রে ডাক্তাররা ঘন্টা খানেক দেরি করেই চেম্বারে আসে, কোনো দিনই সঠিক সময়ে আসে না! আশা করছি আন্টির দাঁতের ক্যাপ পরানো ভালোভাবেই হয়েছে। আন্টির জন্য শুভকামনা।

হ্যাঁ দিদি এখন পুরোপুরি সুস্থ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।