আমরা উদ্দেশ্যহীন। || by @kazi-raihan

in hive-129948 •  8 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৯শে ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000115001.png

Canva দিয়ে তৈরি



যারা নিয়মিত আমার লেখা পোস্টগুলো পড়েন তারা অবশ্য জানেন আমাদের গ্রুপের সবাই আমরা কমবেশি ঘোরাঘুরি করি। মূলত আমাদের ঘোরাঘুরি করতে কোন কারণ বা কোন উদ্দেশ্য লাগে না যদি কারো ইচ্ছে হয় কোন দিকে ঘুরতে যাব তাহলে হুটহাট করে বেরিয়ে পড়ি। অনেকেই শুনলে আশ্চর্য হবেন বাইক নিয়ে হুট করে বেরিয়ে পড়েছি আসলে কোন দিকে যাব আর কোন দিক আমাদের লক্ষ্যমাত্রা এমন কিছুই নির্ধারিত থাকে না। এক কথায় যাযাবরের মত উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই। আসলে এভাবে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার মাঝে আলাদা একটা মজা আছে যারা কমবেশি ঘোরাফেরা করেন তারা যদি এরকম উদ্দেশ্যহীনভাবে কোথাও কখনো বেরিয়ে পড়েন সে ক্ষেত্রে মজাটা উপভোগ করতে পারবেন।


20250308_141013.jpg


উপরে সুন্দর একটা শিমুল গাছের ছবি দেখতে পাচ্ছেন এই শিমুল গাছের সৌন্দর্যটা কেমন লেগেছে বলুনতো?? হ্যাঁ আমার কাছে তো দারুন লেগেছে বিশেষ করে এই শিমুল গাছের লাল টকটকে শিমুল ফুলগুলো আর উপরের নীল আকাশ সবচেয়ে বেশি ভালো লেগেছে। হ্যাঁ এই ছবিটা তুলেছিলাম উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেরিয়ে মূলত রমজান মাসে খুব একটা ঘোরাফেরা হয় না কারণ রোজা থেকে বাইরে বেরিয়ে হইহুল্লা করা বা ঘুরে বেড়ানো বিষয়টা কেমন যেন মনে হয় তবে দীর্ঘদিন একটানা নতুন রুটিনে জীবন পরিচালনা করে বলা চলে ক্লান্ত হয়ে পড়েছি। এখন অনেকেই হয়তো নতুন রুটিন শুনে কিছুটা অবাক হবেন। আসলে আমরা সাধারণত খুব একটা ঘর মন্দির জীবন পছন্দ করি না বছরের সব সময় বলা চলে কমবেশি ঘোরাঘুরি উপরে থাকে তাই রমজান মাসে ঘোরাঘুরি বন্ধ করে একটা না বাড়িতে থাকা বা বাসায় থাকা আমাদের কাছে নতুন রুটিন বলে মনে হয়।


20250308_140931.jpg

20250308_140803.jpg


পোস্টের কথাগুলো অনেকের কাছেই আশ্চর্য মনে হচ্ছে তাই না আসলেই ঘরবন্দি জীবন আমাদের কাছে নতুন রুটিন। যাই হোক রুটিনের কথা বাদ দেই এবার আমাদের উদ্দেশ্য হন ঘোরাঘুরি নিয়ে কিছু ছবি আর কিছু কথা শেয়ার করি। শীতশেষে বেশিরভাগ গাছের পাতা ঝরে যায় শুধু গাছের ডালপালাগুলো পাতাবিহীন ভাবে দাঁড়িয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন যখন কোন গাছে ভরপুর সবুজ পাতা থাকে তখন সেই গাছের আলাদা একটা সৌন্দর্য আপনি লক্ষ্য করতে পারবেন। আবার কোন গাছ যদি শীত শেষে পাতাবিহীন ভাবে দাঁড়িয়ে থাকে তাহলে সেই গাছের আবার আলাদা একটা সৌন্দর্য আপনি লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ পাতাবিহীন গাছের সৌন্দর্য টা কেমন হতে পারে সেটার দুইটা ছবি আমি উপরে শেয়ার করেছি।



মূলত আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তার পাশ দিয়ে যতগুলো গাছ লক্ষ্য করলাম সবগুলো গাছের একই অবস্থা ছিল অর্থাৎ সবগুলো গাছই পাতাবিহীন অবস্থায় দাঁড়িয়ে ছিল।। তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলো সব সময় বেশি ভালো লাগে। আর তাই আমরা সবসময় প্রকৃতির মাঝে বেশি সময় কাটাই। হ্যাঁ পোস্টের নিচের অংশে প্রকৃতির সৌন্দর্যের একাংশ তুলে ধরবো অবশ্যই।



20250308_135932.jpg



পরবর্তীতে আমরা সবাই মিলে নদীর পাড়ে গিয়ে বসলাম। আচ্ছা সব এলাকায় গত দুই তিন দিন ধরে গরমের প্রভাব বোধহয় একটু বেড়েছে তাই না?? আসলে আমাদের এলাকায় গরমের প্রভাবটা বেশ ভালই অনুভব করতে পারছি আর যখন গরম লাগবে তখন যদি আপনি বাইকের পেছনে বসে ধীরে ধীরে ঠান্ডা বাতাস উপভোগ করতে পারেন তাহলে সেটা কেমন হয়?? আমার তো গরমের সময় এরকম বাইকের পেছনে বসে হালকা ঠান্ডা হওয়া উপভোগ করতে বেশ ভালো লাগে সেই সাথে যদি প্রকৃতির পাশে গিয়ে মুক্ত বাতাসের কাছে বসে ঠান্ডা একটা বাতাস অনুভব করা যায় তাহলে সেটা সেরা অনুভূতি বলে মনে হয়।



হ্যাঁ ছবিতে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এই অপরূপ সৌন্দর্যের পেছনে অপরূপ একটা অনুভূতি লুকিয়ে আছে। বিকেল বেলায় যখন আপনার সামনে এরকম একটা প্রকৃতির সৌন্দর্য থাকবে আর সেই সাথে গরম আবহাওয়ায় ঠান্ডা বাতাসের একটা ছোয়া পাবেন তখন কিন্তু সবকিছুই আপনার কাছে স্বচ্ছ অনুভূতি মনে হবে। মূলত এমন একটা অনুভূতি উপভোগ করতে পেরেছিলাম বলেই কথাগুলো উল্লেখ করলাম। যাই হোক এটা ছিল আমাদের দৈনন্দিন ঘোরাফেরার একটা অংশবিশেষ।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়মার্চ,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000115008.jpg

1000115007.jpg

1000115006.jpg

1000115005.jpg

1000115004.jpg

যদিও আপনাদের মতো এমন ভাবে ঘুরা হয় না বলেই চলে। তবে আগে অনেক ঘুরতাম। যাইহোক গরমের সময় বাইকের ঠান্ডা বাতাস গায়ে লাগার মতো। আপনারা নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

এইরকম একটা গ্রুপ থাকলে আর কী লাগে। যখন যেখানে ইচ্ছা চলে যাওয়া যায়। নদীর পাড়ের ফটোগ্রাফি টা অসাধারণ হয়েছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।