শুভ জন্মদিন দাদা। || by @kazi-raihan

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২১শে অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000100464.png

Canva দিয়ে তৈরি



কিছু কিছু মানুষের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে না পারলে নিজের কাছে অনেক বেশি ছোট মনে হয় ঠিক একইভাবে আমাদের সবার প্রিয় কর্ণধার আমাদের সবার চোখের মনি @rme দাদার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আজকের এই পোস্ট লিখছি। দাদা আমাদের এই বৃহত্তর বাংলা ব্লগ পরিবারটাকে তার নিজ ছায়াতলে আগলে রেখেছেন তিনি শুধু আমাদের জন্য দাদা নয়। তিনি আমাদের জন্য এক বট বৃক্ষের ছায়া। এডমিন মডারেটর থেকে শুরু করে তিনি যেন বটবৃক্ষের ছায়ার মত পাশে রয়েছেন। সুন্দর একটি পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পরিবারের প্রতিটা সদস্যের দেখাশোনার ক্ষেত্রে আমাদের প্রিয় দাদার কোন অবহেলা নেই। মূলত এই পোষ্টের মাধ্যমে সেই বিশেষ ব্যক্তির সম্পর্কে কিছুটা কথা বলতে চাই আর তার প্রতি নিজের ভালোবাসা কিছুটা প্রকাশ করতে চাই সেই সাথে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতে চাই।

আমি "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে প্রায় দীর্ঘ চার বছর সময় ধরে আছে সেই শুরু থেকেই বলা চলে এই পরিবারের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছি। তবে সেইভাবে দাদার সাথে কোন কথা বলতে পারিনি তার সাথে সেই ভাবে চলাচল করতে পারিনি তার সাথে কখনো দেখাও করতে পারিনি কিন্তু তার উদারতা সম্পর্কে ধারণা পেয়েছি তার মহৎ গুণাগুণের উদাহরণ পেয়েছি। তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়ার মত কিছু কাজের প্রতিফলন দেখেছি যেটা আমাকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে বাধ্য করেছে। সেইভাবে তার সাথে সরাসরি কথা বলতে পারিনি তবে প্রতিটা হ্যাংআউটের তার কথাগুলো শোনার চেষ্টা করি কখন তিনি কথাগুলো বলবেন সেই অপেক্ষায় থাকি। একটা পরিবারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কেমন ভূমিকা রাখতে হয় সেটা আমি দাদার থেকেই শিখেছি। সহজ কথা বলতে গেলে এই মানুষটাকে নিয়ে আমি যতই বলবো সেটা যেন একটু কমই মনে হবে।



মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন করি একটা মানুষ কতটা উদার মনের অধিকারী হলে নিজে পরিশ্রম করে অন্যের সফলতার জন্য কাজ করবে। তিনি প্রতিনিয়ত পরিশ্রম করছে আর সেটা তিনি একা ভোগ করছে এমনটা নয় আমার বাংলা ব্লগ পরিবারের প্রতিটা ইউজারের ভোগ করার সুযোগ করে দিয়েছে। বর্তমান সময়ে এমন মানুষ স্বপ্নেও পাওয়া যায় না যে নিজে পরিশ্রম করবে আর সেই পরিশ্রমের ফল সবার মাঝে বন্টন করে দিবে। তার প্রতিটা কথা তার কার্যক্রম তার প্রতিটা পদক্ষেপ থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। স্বাভাবিকভাবেই আপনি যদি দাদার উদার মনের বিষয়টি উপলব্ধি করেন তাহলে মনে হবে তার মত আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান ইতিমধ্যে আমরা সবাই জানি দাদা অসহায় মানুষদের জন্য ভালো পরিবারে ফান্ড দিয়েছেন। এমনকি যে কোন মানুষের বিপদগ্রস্ত অবস্থায় তিনি সর্বদা পাশে থাকার জন্য প্রস্তুত।



এই মানুষটি সুন্দর একটি কর্মসংস্থান তৈরি করেছেন যেটা আপনি ঘরে বসে অবসর সময়ে সময় দিয়ে সেখান থেকে রোজগার করতে পারবেন। আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলি তাহলে এই প্ল্যাটফর্ম থেকে নিজের আয় করে টাকা দিয়ে বেশ স্বাবলম্বীভাবে দিন পার করছি। শুধু আমি নয় এমন অনেক মানুষ আছে যারা এই বাংলা ব্লগ পরিবারের উপর নির্ভরশীল। আর এই বাংলা ব্লগ পরিবারটি পরিচালনা করছেন আমাদের সবার চোখের মনি আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের প্রাণপ্রিয় দাদা। মার্কেট এখন মোটামুটি ভালো আছে সেক্ষেত্রে ইউজারদের ক্ষেত্রেও ভালো একটা ইনকাম সোর্স তৈরি হবে সেক্ষেত্রে বিষয়টা আপনি আরও বেশি উপলব্ধি করতে পারবেন যে এই মানুষটার জন্য আপনি কি পরিমানে টাকা রোজগার করতে পারছেন আবার সেটা প্রতিনিয়ত আপনার জীবন চলার পথে খরচ করছেন। তার মতো একজন দায়িত্বশীল সৎ মানুষকে লিডার হিসেবে পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে করি। যদি কোনদিন সম্ভব হতো তাহলে একবার এই মহৎ মানুষটার সাথে বুক মেলাতাম।



যাই হোক অনেক কথা বলে ফেললাম দাদার জন্য মন থেকে ভালোবাসা প্রকাশ করছি সৃষ্টিকর্তা তাকে আরো শত বছর বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আনন্দের সাথে যেন দিন পার করতে পারে এই কামনা করি। দাদার জন্য শুভকামনা রইল। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে নিয়ে যা কিছু লিখেছি সেটা যেন খুবই নগণ্য। পরিশেষে আবারো বলতে চাই আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক।শুভ জন্মদিন দাদা। সর্বদা হাসি মুখে থাকবেন এই কামনা করি।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000100477.jpg

1000100481.jpg

1000100480.jpg

1000100478.jpg

1000100479.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

একদম ঠিক বলেছো ভাই দাদার মতো একজন মহান মানুষ ছিলো বলেই আমরা আজ ঘরে বসে টাকা ইনকাম করতে পারছি এটা আগে স্বপ্নেও কল্পনা করিনি,একটা সময় নিজেকে গুড ফর নাথিং মনে হতো😥 অথচ দাদার কল্যাণে এখন নিজেকে নিয়ে গর্বিত যে আমিও কিছু করতে পারছি আগামীতে আরও ভালো কিছু করতে পারবো।আমার বাংলা ব্লগে আসা তোমাদের মতো ছোট ভাই পাওয়া সবার ভালোবাসায় আমাদের একটি পরিবার সবই তো দাদার অবদান।ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এই মহান মানুষ টা যেনো যুগের পর যুগ তার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো থাকেন এবং আমরা তার ছায়াতলে যেনো নিশ্চিন্তে থাকতে পারি।🙏🙏🙏🙏 অনেক অনেক শুভকামনা রইলো।❤️

দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর একটি পোস্ট তৈরি করতে দেখে। আমরা সবাই দাদার জন্য দোয়া করি এবং শুভকামনা জানাই।

গতকাল আমাদের দাদার জন্মদিন গেছে। এছাড়াও তাদের বিবাহ বার্ষিকী। একই সাথে দুইটা আনন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দাদার জন্মদিন উপলক্ষে আজকে স্পেশাল হ্যাংআউট হয়েছে। আমরা সবাই দোয়া করি তাদের দাম্পত্য জীবন এর জন্য। মহান সৃষ্টিকর্তা যেন তাদের সব সময় সুস্থ রাখেন হাসি খুশি রাখেন এইটাই কামনা করি।

ঠিক বলেছেন ভাইয়া, দাদা আমাদের বটো বৃক্ষের ন্যায় ছায়া। দাদা আছে বলেই আমরা এই প্লাটফর্মে কাজ করে যেতে পারছি। দাদার মতো একজন ভালো মানুষকে অভিভাবক হিসেবে পেয়ে আমরা অনেক খুশি। কালকে দাদার জন্মদিন এবং বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা সবাই হ্যাংআউটে অনেক আনন্দ করেছি। আজকেও স্পেশাল হ্যাং আউট রয়েছে সেখানেও আমরা সকলে অনেক মজা করবো। দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। এই দিনটি বারবার ফিরে আসুক এই কামনাই করি।

দাদা এমন একজন মানুষ যাকে পেয়ে আমরা সবাই অনেক বেশি আনন্দিত। দাদার প্রতি যতই কৃতজ্ঞতা প্রকাশ করবো ততই খুব কম হবে। এমন একজন মানুষের আমাদের মাথার উপর রয়েছে এটা ভাবতেই অনেক ভালো লাগে। সব সময় আমরা এটাই চাই যেন দাদা খুব ভালো থাকে। পোস্টটা অনেক সুন্দর করে লিখেছেন, যেটা পড়ে খুব ভালো লাগলো।

সত্যি দাদার গুণাবলী গুলো মাঝে মাঝে বেশ অবাক করে বেশ ভাবিয়ে তোলে আমায়। আসলেই একটা মানুষ কতটা উদার হতে পারে এটাই চিন্তা করি। দাদা কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশাকরি উনি সবসময় সুস্থ্য থাকবে ভালো থাকবে।

দাদা আর জন্মদিন ও বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে আমরা অনেক মজা করেছিলাম। ২ দিন ব্যাপী অনেক আয়োজন করেছিল আমাদের জন্য। ২ দিন আমরা সবাই অনেক আনন্দ উল্লাস করেছি। সবাই দোয়া করি দাদা বৌদির দাম্পত্য জীবন অনেক সুখের হোক। তারা সব সময় সুস্থ থাকুক সেই কামনা করি। অনেক অনেক শুভকামনা রইল।