📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৮৩ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in hive-129948 •  yesterday 

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1000092912.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহের মত আজকেও নতুন একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। সাপ্তাহিক ধারাবাহিকতায় আজকে ৮৩ তম পর্ব শেয়ার করছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য সাধারণত প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করলে পোস্টের ভিন্নতা আসে পোস্টের কোয়ালিটি মেইনটেইন করা যায়। মাঝে অনেকদিন ধরে কোন ফটোগ্রাফি পর্ব শেয়ার করা হয়নি কারণ নিজের ব্যস্ততা আর পারিবারিক ঝামেলা নিয়ে মাঝে কয়েকদিন একটু প্রেসারে ছিলাম। যেহেতু এখন আবার নিজের একটিভিটি তুলে ধরার চেষ্টা করছি তাই আশা রাখছি এখন আবার নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করব শেয়ার করতে পারব। অলরেডি গত সপ্তাহে ৮২ তম ফটোগ্রাফি পর্বটি শেয়ার করেছিলাম। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছি যেহেতু দীর্ঘদিন পরে ফটোগ্রাফি পর্ব শেয়ার করছি তাই পুরনো অ্যালবামের বেশ কিছু ছবি আপনাদের কাছে ভালো লাগবে এমনটা আশা করছি। তবে হ্যাঁ আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি তাই প্রতিটা ফটোগ্রাফি পরবে বেশিরভাগ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি যেমন ধরুন আমাদের এলাকায় যে শাখা নদীটি রয়েছে সেই নদীর পাড়ের বেশ কয়েকটি সুন্দর্য সহ আমাদের পাশের এলাকার গড়াই নদীর সৌন্দর্য ও তুলে ধরেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240908_175732.jpg


পড়ন্ত বিকেল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • দীর্ঘদিন পরে নদীতে ঘুরতে গিয়েছিলাম যদিও নদীতে নতুন পানি এসেছে অনেকদিন। নিজের ব্যস্ততা শেষ করে বন্ধু এবং বড় ভাইদের সাথে বিকেল বেলা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য আমাদের বাজার থেকে কিছু শুকনা খাবার সহ মজার সন্দেশ নিয়ে নদীর দিকে রওনা হলাম। আমাদের টার্গেট ছিল নদীর মাঝখানে নৌকা থামিয়ে সেখানে বসে সবাই গল্প করবো আর যে খাবারগুলো কিনেছি সেগুলো খাবো। নদীর পাড়ে গিয়ে নৌকার জন্য অপেক্ষা করছিলাম কারণ নদীর বিপরীতপারের নৌকা ছিল কিন্তু আমরা যে পাড় থেকে উঠেছি সেখানে শুধু খেয়ার নৌকা ছিল তাই খেয়ার নৌকায় নদী পার হয়ে বিপরীত পাড় থেকে আমাদের নৌকায় উঠতে হবে তাই খেয়া ঘাটের নিয়ে যখন নদী পাড় হচ্ছিলাম তখন লক্ষ্য করলাম নদীর বিপরীত পরে থেকে আসা নৌকার দৃশ্যটা সূর্যের আলোয় বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে বিশেষ করে শেষ বিকেলে সূর্যটা একদম কুসুমের মতো থাকে যেই আলোয় দৃশ্যটা দারুন ভাবে ফুটে উঠেছিল।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240913_172852.jpg


ঘোড়ার গাড়ি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফটোগ্রাফিটা আমি কিছুদিন আগে ক্যাপচার করেছিলাম যখন নদীর পাড়ে সবাই ঘুরতে গিয়েছিলাম তখন দেখতে পেলাম নদীর এক পাশে কিছু বালি উত্তোলন করে রাখা হয়েছে আর সেখান থেকে বিভিন্ন গাড়ি এসে বালি অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে। বালির উপরে দেখলাম একটি ঘোড়ার গাড়ি দাঁড় করানো রয়েছে তবে ঘোড়া ছিল না। মজার বিষয় হচ্ছে সেই মুহূর্তে আকাশে অনেক মেঘ কালো মেঘে চারিপাশটা পর্যন্ত ক্যাপচার করা যায় তাহলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমি ফোন হাতে নিয়ে এগিয়ে গেলাম যাওয়ার পরে বেশ কয়েকটি ছবি ক্যাপচার করেছিলাম যার মধ্যে এই ছবিটা মোটামুটি বেশি ভালো এসেছে বলে শেয়ার করলাম কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240819_195924.jpg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। যেহেতু এখন গরমের মৌসুম বিদ্যুৎ না থাকলেই গ্রামের মানুষ কিন্তু বাইরে গিয়ে চাঁদের সৌন্দর্যটাই উপভোগ করে। তবে যে পরিমাণ গরম পড়ছে সেই তুলনামূলক লোডশেডিং খুব একটা হচ্ছে না তাই বাইরে খুব একটা থাকা হয় না। তবে প্রয়োজনের তাগিদে অনেক সময় বাইরে থাকতে হয় যাই হোক প্রয়োজনের কথা বাদ দিই আমি ফটোগ্রাফি পর্ব সাজানোর জন্য সপ্তাহের প্রথম থেকেই বিভিন্ন ছবিগুলো কালেক্ট করার চেষ্টা করি। রাতের বেলা দেখলাম আকাশে দারুন চাঁদ উঠেছে তাই ছবি তুলে রেখেছিলাম এখন শেয়ার করছি। যদিও এখনো বাইরে বেশ চাঁদের আলো লক্ষ্য করতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই যেন চারিপাশটা চাঁদের আলোয় ঝিলমিল করছে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240921_104944.jpg


ঘাস ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুল পবিত্রতার প্রতীক। প্রতিনিয়ত ফুলের সৌন্দর্যে আমরা আকৃষ্ট হই। সাধারণত ফুলের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আপনি একজনকে পছন্দ করেন তাকে কিন্তু অবশ্যই ফুলের মাধ্যমে আপনার মনে জমে থাকা ভালোবাসার কথাটা জানিয়ে দিবেন। এমনি আমিও ফুলের ছবি প্রতিটা ফটোগ্রাফি পর্বে শেয়ার করার চেষ্টা করি। সাধারণত কোথাও কোনো ফুলের দৃশ্য দেখলে সেটার ছবি তোলার জন্য এগিয়ে যাই। কালকে অবশ্য একটা রিসোর্ট নিয়ে আপনাদের সাথে পোস্ট শেয়ার করেছিলাম মূলত রিসোর্ট এর মধ্যে অনেক রকমের ফুল ছিল যার মধ্যে এই ঘাসফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর ভালো লাগলে সেটার ফটোগ্রাফি করব স্বাভাবিক।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240831_072112.jpg


মেঘলা আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গত মাসে ঢাকায় গিয়েছিলাম সেটা নিয়ে অবশ্য কমিউনিটিতে একটি পোস্ট আগেই শেয়ার করেছিলাম। ঢাকায় যাওয়ার সময় সকালবেলায় যখন আমি নদী পার হচ্ছিলাম অর্থাৎ রাজবাড়ী আর মানিকগঞ্জের মাঝামাঝি নদী পার হওয়ার সময় ফেরিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। আকাশটা মোটামুটি বেশ ভালই মেঘলা ছিল যত সময় যাচ্ছিল ততই আকাশে কালো মেঘ যেন আঁকড়ে ধরছিল। এমন অবস্থা দেখে কালো মেঘের সৌন্দর্যটা ক্যাপচার করতে কারো না ইচ্ছে করে বলুন। বেশ কয়েকটি কালো মেঘের ছবি তুলেছিলাম যার মধ্যে এই ছবিটাও একটি মূলত নদীর মাঝ থেকে এমন সৌন্দর্য সবার কাছেই ভালো লাগবে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240913_171451.jpg


নৌকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবির দৃশ্য দেখেই বুঝতে পারছেন এটা নদীর কোন পাশ থেকে তোলা। হ্যাঁ আমাদের এলাকার আশপাশে বেশ কয়েকটি শাখা নদী আছে যদিও বাংলাদেশের প্রচুর নদী রয়েছে তাই শাখা নদী প্রচুর থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা বেশিরভাগ সময় নদীর পাড়ে গিয়ে সময় কাটানোর চেষ্টা করি কারণ প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালো লাগে। প্রকৃতি আপনাকে যতটা ভালবাসা আপন ভাবে আঁকড়ে ধরবে অন্য কোথাও এমনটা খুঁজে পাবেন না। নদীর পাড়ে যাওয়ার পর থেকেই কালো মেঘ ধেয়ে আসছিল যদি ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সেই মুহূর্তে কতটা ভয়ংকর মেঘ জমেছিল যদিও আমরা খুব বেশি সময় সেখানে থাকতে পারিনি কারণ হঠাৎ করেই তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। যাইহোক বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তে এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240818_183418.jpg


পদ্মা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা বেশ কিছুদিন আগে বন্ধু রিপন তুলে দিয়েছিল। তখন নদীতে সবেমাত্র পানি এসেছে আর দীর্ঘদিন পরে নদীতে পানি আসার কারণে সবারই ইচ্ছে ছিল গিয়ে নৌকায় উঠবো। ইচ্ছে থাকলে তো আর উপায় হয় না আমরা নদীর ঘাটে যাওয়ার পরেই প্রচন্ড মেঘ ঘিরে ধরল আর শেষ বিকেলে ঠান্ডা আবহাওয়া বৃষ্টিতে ভেজার তেমন ইচ্ছে ছিল না তাছাড়া সাথে ফোন ছিল যার কারণে চাইলেও বৃষ্টিতে ভেজা সম্ভব না। তবে মেঘ দেখে নৌকা নিয়ে নদীর মাঝে না গেলেও নৌকায় বসে অনেক সময় ধরে সবাই গল্প করছিলাম। নদীর পাশেই ছোট্ট একটি ঘর ছিল তাই বৃষ্টি নামলে সেখানে গিয়ে উঠতে পারব এই ভেবে সেখানে বসেই আমরা গল্পে মেতে উঠেছিলাম আর সেই মুহূর্তে বন্ধুর রিপন আমার ছবি তুলে দিয়েছিল। মূলত পদ্মা নদীর এই সৌন্দর্যটা সবাইকে আকৃষ্ট করবে কারণ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে মাছ ধরার জন্য ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা ব্যক্ত সময় পার করে।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

শখের ফটোগ্রাফি অ্যালবামে আজকে অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে সূর্য অস্তের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

আপনার অপরূপ সৌন্দর্যময় এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে।

চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট সাজিয়েছেন আপনি। আপনার সুন্দর এই পোস্ট দেখে আমার খুব ভালো লাগলো। বেশ দারুণভাবে আপনি আজকে একটা ফটোগ্রাফি মুলক পোস্ট উপস্থাপন করেছেন যেখানে আকাশের চিত্র ফুলের চিত্র নদীর চিত্র লক্ষণীয়।

অসাধারণ কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার ফটোগ্রাফি দেখলে মনে হয় যেন আপনি একজন প্রফেশনাল টাইপের ফটোগ্রাফার। কেননা প্রত্যেকটা ছবি একদম খুব সুন্দর হয়েছে। এছাড়াও প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল ভাই। আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল নদীকেন্দ্রিক। অসাধারণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে। রাতে চাঁদ এবং নদীর ফটোগ্রাফি টা এককথায় অসাধারণ ছিল।

বেশ দারুণ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যময় দৃশ্যগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে। তবে আমার কাছে প্রথম ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। এরকম সৌন্দর্য খালি চোখে দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফটোগ্রাফি করলেও ভালো লাগে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর সেই সৌন্দর্য যদি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া।