ক্ষুধা নিবারণে কাজ করুন। || by @kazi-raihan

in hive-129948 •  7 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৩০শে মাঘ | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000113413.png

Canva দিয়ে তৈরি



একশ্রেণীর মানুষ আছে যারা সুবিধা বঞ্চিত চাইলেও নিজেরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। আবার অ্যাক্সিডেন্টের মানুষ আছে যারা সব সময় অসহায় মানুষদেরকে সাহায্যের মাধ্যমে পাশে থাকার চেষ্টা করে হ্যাঁ আমি সেই মানুষগুলোর দীর্ঘ আয়ু কামনা করি। সেই মানুষগুলো আছে বলেই আজও আমাদের সমাজের অনেক ক্ষুধার্ত মানুষ দিনশেষে হাতে খাবার পায় হয়তো তিন বেলা পেটপুরে খেতে দিতে পারে না তবে মাঝে মাঝে ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়ানোর মতো মহৎ কাজে নিজেদেরকে যুক্ত রাখছে। আমার মনে হয় যারা এরকম মহৎ কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারে এটাই হল সেই মানুষগুলোর জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কেননা একজন মানুষ তখন মনের তৃপ্তি অনুভব করতে পারবে যখন কোন মানবিক কাজে নিজেকে সংযুক্ত রাখতে পারবে।

একশ্রেণীর মানুষ আছে যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় বিপদগ্রস্ত হয়। নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যের অভাব দেখা যায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায় খাদ্য সংকটে থাকা মানুষগুলোর কাছে কিছু খাবার পৌঁছে দেয়ার জন্য একশ্রেণীর মানুষ বেশ পরিশ্রম করে। হ্যাঁ প্রতিবছরাই সব দেশেই কমবেশি বন্যা লক্ষ্য করা যায় বন্যার কারণে বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকট দেখা যায়। যখন চোখের সামনে কিছু ভিডিও আসে যে এক শ্রেণীর মানুষ কিছু খাদ্য সংগ্রহ করে বন্যা কবলিত মানুষগুলোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে তখন নিজের মনের কাছে ভালো লাগা কাজ করে। হ্যাঁ আপনি চাইলে এভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধা নিবারনের জন্য কাজ করে যেতে পারেন। একমাত্র পানিবন্দি মানুষগুলোই বুঝতে পারে আসলে একজন মানুষ কতটা অসহায় হতে পারে। আর সেই অসহায় মানুষগুলোকে আপনি যদি খাবারের ব্যবস্থা করে দেন সে ক্ষেত্রে নিঃসন্দেহে সেটা মানবিক কাজের ঊর্ধ্বে।



আবার যদি আপনি শহরের দরিদ্র মানুষ গুলোর কথা চিন্তা করেন বিশেষ করে রাতের বেলায় সব এলাকাতেই দেখবেন কিছু মানুষ ফুটপাতে শুয়ে আসে। অনেকের কাছেই এটা স্বাভাবিক মনে হয় আবার অনেকের কাছে এটা অস্বাভাবিক মনে হয়। তবে যারা সাধারণত গ্রাম থেকে যায় তারা এই বিষয়টা অস্বাভাবিক হিসেবে নিয়ে থাকেন। শহরের মানুষগুলো এই দৃশ্য দেখে অভ্যস্ত এজন্য তাদের কাছে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষগুলো নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই তবে গ্রাম থেকে যদি হুট করে কেউ শহরে যায় সেক্ষেত্রে ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলোকে নিয়ে একটা কৌতূহল সৃষ্টি হয়। হ্যাঁ শহরের মানুষ বলেন বা গ্রামের মানুষ বলেন এই ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষগুলোকে আপনি যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারেন সেটা আমার মনে হয় মহৎ কাজের ঊর্ধ্বে। আমরা প্রতিনিয়ত অনেক খাবার নষ্ট করি, যদি একটু হিসাব করে এই খাবার গুলোকে নষ্ট না করে আমাদের সমাজের বা শহরের দরিদ্র মানুষ গুলোর মাঝে বিলিয়ে দিই তাহলে এই সামান্য কষ্টের মাধ্যমে কিছু মানুষের ক্ষুধা নিবারণ হবে।



যারা শহরে বসবাস করেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনি বাসায় খাওয়া-দাওয়া শেষে রাতের বেলায় দেখবেন কিছু ভাত সবজি অবশিষ্ট রয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন অবশিষ্ট এই খাবারটুকু আমার আশপাশের হতদরিদ্র মানুষগুলোর মাঝে বিলিয়ে দিব অর্থাৎ আপনার আশপাশের যে মানুষগুলো ফুটপাতে শুয়ে থাকে পেটে ক্ষুধা নিয়ে রাত কাটায় তাদের মাঝে বিলিয়ে দিবেন সে ক্ষেত্রে আপনার সামান্য পরিশ্রমের মাধ্যমে আপনি ক্ষুধার্ত মানুষের জন্য কাজ করতে পারবেন যেটা আপনার মনের জন্য বড় প্রশান্তি হিসেবে অনুভব করতে পারবেন। সমাজের এরকম ছোট ছোট পরিবর্তন গুলোই যেন শান্তি বয়ে নিয়ে আসবে।



আসুন আমরা সবাই কিছুটা সতর্ক হই, সকালের খাবার রাতের খাবার নষ্ট না করে অবশিষ্ট খাবারটুকু আমরা দরিদ্র মানুষগুলোর মাঝে বন্টন করে দিই। কিছু অর্থ জমিয়ে একটা বিশেষ দিনে দরিদ্র মানুষ গুলোকে একবেলা পেট ভরে খাবার সুযোগ করে দিই। আসলে আজকের এই কথাগুলো শেয়ার করলাম এই জন্যই যে আমার বাংলা ব্লগ কমিউনিটির কোন মেম্বার যদি আমার এই পোস্ট পড়ার পরে মনে বিন্দু পরিমাণে সহানুভূতি জন্মে আর তার কারণে যদি কোন দরিদ্র মানুষ এক বেলা পেট পুড়ে খেতে দিতে পারে তাহলে সেটাই আমার পোস্ট করার সবচেয়ে বড় সার্থকতা। হ্যাঁ আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি নিজে খাওয়া শেষে কিছুটা খাবার অবশিষ্ট রেখে আপনার আশপাশের দরিদ্র ক্ষুধার্ত মানুষ গুলোর মাঝে সেই সামান্য খাবারটুকু বিলিয়ে দিন দেখবেন মনে আলাদা একটা প্রশান্তি ফিরে আসবে।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000113429.jpg

1000113428.jpg

1000113427.jpg

1000113425.jpg

1000113426.jpg