"আমার বাংলা ব্লগে" এ ভেরিফিকেশন পোস্ট ||১০% পে-আউট লাজুক খ্যাঁক-কে by kazi-raihan

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম



হ্যালো..!! আমার প্রিয় বন্ধুরা, আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।



আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন। আমি এর আগে "আমার বাংলা ব্লগে" আমার পরিচিতিমূলক পোস্ট করেছি।আজকে আমি @abb-school লেভেল-১ এর জন্য ভ্যারিফিকেশন পোস্ট করছি।আমার বন্ধু @mrahul40 এর মাধ্যমে এই কমিউনিটির সন্ধান পায়।সে বলে এখানে বাংলা ভাষায় ব্লগিং করতে পারবি অনেক ভালো কিছু হবে তাই আমি কাজ শুরু করি।

20211014_131619-01.jpeg

আমার পরিচয়

আমার নাম কাজী রায়হান। আমার ইউজার নেমঃ @kazi-raihan। আমার জন্ম ২০০০ সালের ১৫ই এপ্রিল । আমার বয়স ২১ বছর। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার জন্মস্থান বাংলাদেশে কুষ্টিয়া জেলার খোকসা থানার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে।আমি একজন ছাত্র। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি।

IMG_20200626_113414~2.jpg

IMG20200703121836.jpg

আমার পরিবার

আমার পরিবারে বর্তমানে সাত জন সদস্য রয়েছে। আমার পরিবারের আমি বাবা-মার মেজ ছেলে।আমার আরো দুইটি ছোট ছোট ভাই ও একজন বড় ভাই আছে। আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা গৃহিণী।আমাদের পরিবার সুখি পরিবার

20210304_133317~2.jpg

আমার শখ

আমি ঘুরতে পছন্দ করি। এটা আমার প্রধান শখ। তাছাড়া আরও অনেক শখ রয়েছে যেমন বই পড়তে পছন্দ করি। ক্রিকেট দাঁড়ানোটা খেলতে পছন্দ করি।বাইক চালাতে আমার খুব ভালো লাগে। বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি।

আমার স্বপ্ন

আমার স্বপ্ন আমার পরিবার, দেশ ও দেশের মানুষের জন্য অবদান রাখা। আর নিজেকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তোলা। যাতে দেশের মানুষের পাশে দাড়াতে পারি।আমার পরিবারকে সহযোগীতা ভালো কিছু একটা করা।আর আমার বাবা-মা আমার উপর যেন খুশি থাকে। ধন্যবাদ জানাই, @rme ভাইকে এইরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য। বাংলা ভাষাভাষী মানুষেরা তাদের মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ করতে পারে। নিজ ভাষায় কথা বলতে কেনা ভালোবাসে।আবারও ধন্যবাদ জানাই @rme ভাইকে।আশাকরি ''আমার বাংলা ব্লগ'' কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে দোয়া করি।

@abb-school এ ক্লাস করে যা শিখলাম

সোমবার ১/১১/২০২১ তারিখে আমি আমার বাংলা ব্লগে প্রথম ক্লাস জয়েন করি। @suvo35 ভাইয়া আমাদের সবার সাথে কথা বলছিলেন। এবং সবার সমস্যার কথা জানার জন্য এক একজনকে প্রশ্ন করতে বলছিলেন। হাত তোলার একটা অপশন ছিলো,ঐ স্থানে চাপ দিলে বোঝানো হয়েছে আপনি প্রশ্ন করতে চান বা কথা বলতে চান। @suvo35 ভাইয়া আমাদের লেভেল ১ এর ভেরিফিকেশন করার জন্য অনেকগুলো টপিকস বুঝিয়ে বলে দেন। যেমন- স্প্যামিং করা বিষয়ে অর্থাৎ কোন জায়গা থেকে কোনো কিছু কপি করা যাবে না,একেবারে নিজের ভাষায় যতটুকু জানি ততটুকুই লিখতে হবে,এছাড়া ফার্মিং করা যাবে না। অর্থাৎ একজনের অনেক একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা কখন ও ভেরিফাইড হবে না। এছাড়া আমি কি ধরনের পোস্ট করতে চাই? তা সম্পর্কে জানতে চায় এবং ভাইয়া সমস্ত রকম পোস্ট করার নিয়ম এবং কি ধরনের পোস্ট করা উচিত? এছাড়া কিভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হবে? সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দেন।তারপর বলেন যে আমি বুঝতে পেরেছি কিনা এবং কোনো প্রশ্ন আছে কিনা?আমি বললাম যে আমার কোন প্রশ্ন নাই। এভাবে আমি আমার কথা এখানেই শেষ করি।

উনি বলেন ২ তারিখ অর্থাৎ মঙ্গলবার রাত ১০:০০টার ক্লাস জয়েন করার জন্য বলেন। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। এটা শুধুমাত্র নতুন মেম্বারদের জন্য।

Screenshot_20211104-082615_Chrome-01.jpeg

Screenshot_20211104-082157_Chrome-01-01.jpeg

Screenshot_20211104-082203_Chrome-01.jpeg

ভাইয়ার কথামতো আমিও ঠিক দশটার সময় জয়েন করি দ্বিতীয় ক্লাসের জন্য।সেখানে ভাইয়া আরও কিছু নতুন বিষয় তুলে ধরেন যেগুলো শোনার পর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সর্বশেষ ৫ তারিখ অর্থাৎ শুক্রবারে ঠিক রাত ১০টার সময় তৃতীয় ক্লাসে অংশগ্রহণ করে বিষয় গুলো ক্লিয়ার হয়েছি। তারপর পরীক্ষায় অংশগ্রহণ করে প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি।

যেমন -
১) কোন কপিরাইট করা ছবি, ব্যবহার করা যাবে না।
ফেসবুক, গুগল বা কোনো সোসাল মিডিয়া থেকে বিনা অনুমতিতে কোন ছবি ব্যবহার করে নিজের বলে চালিয়ে দেওয়া কেই মূলত কপিরাইট বলা হয়।

২) স্প্যামিং করা যাবে না। অর্থাৎ একই কন্সেন্ট ঘুরিয়ে-ফিরিয়ে বারবার পোস্ট করা। কমিউনিটিতে ছোট ছোট একই জাতীয় কমেন্ট করা যেমন নাইস, সুন্দর, দারুন, অসাধারণ এগুলো কোন কমেন্ট বলে বিবেচনা করা হবে না।

৩) ফার্মিং করা যাবে না। একজন ব্যক্তি যদি একের অধিক একাউন্ট ব্যবহার করে সেটাকে ফামিং বলে বিবেচনা করা হয়। যা আমাদের কমিউনিটি তে একেবারে নিষিদ্ধ।

৪) plagiarism করা যাবে না।প্লাগারিজম বলতে এক কথায় অন্য কারো পোস্ট চুরি করা বোঝায়।এই জাতীয় কাজ করা যাবে না।

৫) NSFW Tag ব্যবহার। আপনি এমন কিছু পোস্ট করেছেন যেটা দেখে কমিউনিটির অন্য কেউ ভয় পেতে পারে। যেমন ভুতুড়ে কোন ছবি বা রক্ত লাগা কোন কাপড় পড়ে যদি ছবি দেন তাহলে অন্য কারো সমস্যা হতে পারে। তাই আপনার পোস্টটি হাইড করার জন্য NSFW Tag ব্যবহার করতে হবে।

৬) ইনফ্রিংগমেন্ট করা যাবে না। আমাদের কমিউনিটি তে রাজনীতি বা ধর্ম নিয়ে কটুক্তি কারক পোস্ট করলে সেটি ইনফ্রিংগমেন্ট বলে গণ্য হবে। তবে ধর্মীয় উৎসব নিয়ে পোস্ট করা যাবে। যেমন দীপাবলিতে অনেকেই মজার মজার পোস্ট করেছিলো।

৭) অ্যাবিউজিং করা যাবে না। কমিউনিটিতে কখনো কারো সাথে খারাপ আচরণ করা বা গালি দেওয়া বা কুটুক্তি করা এগুলো অ্যাবিউজিং এর মধ্যে পড়ে। এগুলো থেকে বিরত থাকতে হবে।

৮) সব শেষে আপনাকে অবশ্যই abb-level01 ট্যাগ দিতে হবে তা না হলে আপনি কখনোই লেভেল ওয়ান পার করতে পারবেন না।

৯) ম্যাক্রো পোস্ট করা যাবে না। সাধারণত একটি পোষ্টে যদি অল্প কথায় শেষ করা হয় অর্থাৎ ১০০টি শব্দের কম হয় তাহলে সেই পোস্টটিকে ম্যাক্রো পোস্ট হিসেবে বিবেচনা করা হয়।

১০) আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারবেন? উত্তর: চারটি পোস্ট করতে পারবেন।

এ সব কথা বলার পর দাদা আমাদের ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ লেভেল ১ এ যাওয়ার জন্য পোস্ট করতে বলেন । আমি তার পরিপ্রেক্ষিতে আমার মতো করে এই ভেরিফিকেশন পোস্টটি করার চেষ্টা করলাম।কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ম্যাক্রো পোস্ট করা যাবে না। সাধারণত একটি পোষ্টে যদি অল্প কথায় শেষ করা হয় অর্থাৎ ২৫০টি শব্দের কম হয় তাহলে সেই পোস্টটিকে ম্যাক্রো পোস্ট হিসেবে বিবেচনা করা হয়।

এই বিষয়ে আপনার একটি ভুল ধারণা রয়েছে। আমরা সাধারণত ১০০ শব্দের কম হলে সেটাকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করি। আপনার জন্য শুভকামনা রইল।

সঠিক তথ্য জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

😍

রায়ান ভাই আপনি খুব সুন্দর ভাবে ক্লাস করেছেন দেখে বোঝা যাচ্ছে।

আপনি ইনশাল্লাহ লেভেল-১ পার করে যাবেন।

আপনার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাইয়া

আমার বাংলা ব্লগে আপনাকে অভিনন্দন ।আপনি খুব সুন্দরভাবে আপনার ভ্যারিফিকেশন পোস্টটি করেছেন ।আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ।আপনি ক্লাসে যেগুলো শিখেছেন সেগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ক্লাস টি মনোযোগ দিয়ে করেছিলেন বুঝা যাচ্ছে । ভেরিফিকেশন পোস্ট এবং ক্লাসের বিষয়বস্তু সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনার পোস্ট এর মাধ্যমে। এভাবেই এগিয়ে যান এই দোয়াই রইল ভাই।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।