আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৮ই বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্ম-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
প্রতিদিনের মতো আজকেও প্রচন্ড গরমে জনমানব অতিষ্ঠ। রোদ ওঠার সাথে সাথেই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তবে হয়তো বৈশাখ মাসের প্রভাব কিছুটা দেখা দিলেই এই তাপমাত্রা কমতে পারে। বৈশাখ মাসের আজ ৮ তম দিন তবে এখন পর্যন্ত আমাদের এলাকায় কেমন কোন ঝড় বৃষ্টি হয়নি। হয়তো ঝড় আর বৃষ্টি হলেই আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করবে অর্থাৎ তাপমাত্রা কমতে শুরু করবে। সকালের দিকে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে তাই বাইরের কাজটুকু শেষ করে দুপুরের আগেই বাসায় ফিরে আসি। তবে তাপমাত্রা বেশি থাকার কারণে বিছানায় ঘুমানোর চেয়ে ফ্লোরে ঘুমানোই বেশি মজা। তাই ফ্লোরে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম আজকে কি পোস্ট শেয়ার করা যায়। তখন সপ্তাহের পুরো পোস্ট গুলো আবার দেখছিলাম তাই মনে হল আজকের কবিতা পোস্ট করা যায়। কবিতার টপিক নিয়ে চিন্তা করছিলাম আসলে কোন প্রসঙ্গ নিয়ে লেখা যায়। যেহেতু এখন বৈশাখ মাস আর বৈশাখের তাপে জনমানব বাইরে বের হতে হিমশিম খাচ্ছে তাই বৈশাখ কে স্বাগত জানিয়ে কবিতা লেখার চিন্তা করলাম।
বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাসের শুরু থেকেই প্রচন্ড তাপ প্রবাহ চলছে। এখন আবহাওয়াও অনেকটাই এলোমেল। ছোটদের থেকে দেখে আসছি বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে মাঝে মাঝে হুটহাট করে বৃষ্টি আবার কখনো ঝড়ো হওয়া। মাঝে মাঝে মনে হতো আকাশ যেন কালো সিঁদুর পড়ে ধেয়ে আসছে। মানুষের দুঃখ কষ্টে চোখের জল যেন বৈশাখের বাতাসে উড়ে যাবে আর নতুন সুখের দিনগুলো ফিরে পাবে। তাই নতুন বছরকে বরণ করে নিতে বৈশাখের প্রথম দিনে বাঙালির ঘরে ঘরে নানান আয়োজনে ভরে ওঠে নতুন নতুন উৎসব দিয়ে শুরু হয় বাংলা নববর্ষের প্রথম দিন। তবে মাছে ভাতে বাঙালির এই পহেলা বৈশাখের দিনে আর একটা ঐতিহ্য আছে সেটা হল পান্তা ভাতের সাথে ইলিশ মাছ সঙ্গে কাঁচা মরিচ আর পেঁয়াজ। কৃষক পরিবার থেকে শুরু করে ধনী পরিবার পর্যন্ত এই দিনে পান্তা ভাত আর ইলিশ যেন প্রিয় খাবারের তালিকায় থাকে। তবে এখন যেন বৈশাখ মাস মানেই প্রচন্ড রোদ আর গরম। বৈশাখের ঝড় বাতাসে পুরনো সব স্মৃতি যেন উড়ে যাবে আর মনের সব কষ্ট দুঃখ বৈশাখের ঝড়ে উড়ে যাবে। হয়তো এখন বৈশাখের ঝড় হচ্ছে না এজন্যই মানুষের কষ্টটা এখনো রয়ে গিয়েছে তাই গরমের তাপে কষ্টটা ভোগ করছে। যাইহোক এখন মূল প্রসঙ্গে আসি, বৈশাখ নিয়ে কয়েকটি লাইন লিখেছি।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
তাপদাহের গরম বাতাস দাও উড়িয়ে,
পুরাতন সব স্মৃতি দুর হয়ে যাক
ধুয়ে যাক সব রীতি গীতি,
চোখের জল বাষ্পে মিশুক
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা।
আগুনের তাপ বইছে ধরায়
কালো মেঘের ছায়ায় বয়ে আনো
ঠান্ডা শীতল হাওয়ায় কালবৈশাখীর আভাস।
এলো রে এলো বৈশাখ
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে,
বৈশাখ এলো সিঁদুর মেখে
এলো কালো মেঘের ন্যায়।
বৈশাখ এলো কালবৈশাখীর হাওয়ায় ভেসে
উড়িয়ে নিয়ে যাবে পুরনো স্মৃতি হাওয়ায় তুলে,
শুরু হবে নতুন দিন, মুছে যাবে অতীত।
বৈশাখের নতুন দিন বরণ করে নিতে
ইলশে আর পান্তা ভাতে মন জুড়াবে পাতে।
ধন্যবাদ সবাইকে
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ঠিকই বলেছেন ভাই। আগুনের তাপ বইছে ধরায়। আর এই বৈশাখই যেন এই আগুনের তাপ টা নিয়ে এসেছে। এখন কবে যে বৃষ্টি আসবে সেই আশায় বসে পথ চেয়ে আছি। এখনে বৈশাখী ঝড় না একেবারে আষাঢ়ের বৃষ্টি লাগবে। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit