"শীতের সকাল" (Poem of my writing"winter morning")||by @kazi-raihan

in hive-129948 •  4 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২রা অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আসলে সত্যি বলতে মানুষের জীবনের ব্যস্ততার শেষ নেই একটা কাজ হতে না হতেই আবার নতুন একটি কাজ যেন সামনে এসে হাজির হয়। পর্যায়ক্রমে কাজগুলো কমপ্লিট করতেই দিন চলে যায় তাইতো মানুষের ব্যস্ততা শেষ হয় না। আসলে কথাগুলো বলছি এ কারণেই আজকের দিনটাও ব্যস্ততার মাঝেই কেটেছে। আজকে কবিতা লিখেছি দোকানে বসে থেকে। বারবার চিন্তা করছিলাম আসলে আজকে কোন টপিক নিয়ে কবিতা লেখা যায় কিন্তু তেমন কোন টপিক খুঁজে পাচ্ছিলাম না যেহেতু এখন শীতকাল তাই ভাবছিলাম শীতের মৌসুম নিয়ে কিছু একটা লিখলে সেটা বেশি ভালো হয়। যদিও গত সপ্তাহে শীতকাল নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছিলাম মূলত কবিতা লেখার ক্ষেত্রে যতটা সময় দেওয়া যায় কবিতার লাইনগুলো ততটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আরেকটা টপিক ভুলে গিয়েছি এ সপ্তাহে বন্ধু রাহুল বাড়ি এসেছে যার কারণে কাজের ফাঁকে যতটুকু সময় পাই ওর সাথে টুকটাক এদিক সেদিক ঘোরাঘুরি করার চেষ্টা করি কারণ আজকে ওর ছুটি শেষ ভোর রাত্রে ঢাকা চলে যাবে আশা নিয়ে বাড়িতে আসে যার কারণে পুরোপুরি সময়টা যাতে উপভোগ করতে পারে তাই ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

সাধারণত যারা শীতকালে সকালবেলা হাঁটতে বের হয় তারা শীতকালীন সকালের আবহাওয়াটা উপভোগ করতে পারে। যারা শীতের সময় বাইরে বের হন তারা বুঝতে পারবেন কিছু কিছু জায়গায় কুয়াশার ঘনত্ব বেশি থাকে আবার তুলনামূলক কিছু কিছু জায়গায় কুয়াশা কম থাকে। যেদিনে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এদের দেখবেন বৃষ্টির ফোটার মত পানি পড়তে থাকে একসময় যখন আমাদের টিনের ঘর ছিল তখন ভোর বেলায় দেখতাম চালের উপরে বৃষ্টির ফোটার মতো শব্দ হচ্ছে। মনে করতাম বাইরে বৃষ্টি হচ্ছে তবে তখন অনেক ছোট ছিলাম তাই অনেক দেরি করে ঘুমালেও কেউ কিছু বলত না। জানালা খুলে দেখতাম বাইরে অনেক কুয়াশা আর বৃষ্টির ফোটার মত পানি পড়ছে এমন টা দেখে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম সেটা এখন অতীতের স্মৃতি মাত্র। তবে বয়সের সাথে সব কিছুর পরিবর্তন হয় এখন শীতের সময় কুয়াশা ভেজে যায় আবহাওয়া উপেক্ষা করে খেজুরের রস খাওয়া থেকে শুরু করে সকালে হাটাহাটি করা সবকিছুই চলে মজার বিষয় যখনই সূর্য উঠে যায় কুয়াশার ভাব কেটে যায় তখন আবার বাড়ি এসে কাজের তালি দিয়ে বেরিয়ে পড়তে হয়। সকাল বেলার এমন কিছু অনুভূতি নিয়েই আজকের কবিতা লেখা।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000097859.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"শীতের সকাল"

কুয়াশা ঘেরা সকালে বেরিয়েছি অচিন ঠিকানায়
পাড়ি দিব দীর্ঘ পথ দূর অজানায়।
কুয়াশা ভেজা শীতল পথ
ঠান্ডার পরশে আগলে রাখে নিজেকে।
ধোঁয়ার মতো উড়ছে কুয়াশা
শীতল ছোঁয়ায় থামছে জীবন
চারিপাশ যেন মানব শূন্য।
টিপটপ পড়ছ কুয়াশা এ যেন বৃষ্টি
ভেজা ঘাসে নতুন করে ফুটে উঠেছে
এক অপরুপ সৌন্দর্য্যের সৃষ্টি।
আমি শীত ভালোবাসি
আমি কুয়াশা ঘেরা সকাল ভালোবাসি
ভালোবাসি শীতের সকালের তৃপ্তি।
খেজুরের রস ভড়া হাঁড়ি,
ঠোঁট ঠান্ডা রসের পরশ
আবার নতুন করে স্মরণ করিয়ে দেয়
এইতো শীত এসে গিয়েছে।
হঠাৎ সূর্যের দেখা চারিপাশ আলোকিত,
কুয়াশা কেটে যাচ্ছে শীতের প্রভাব কমছে
তাইতো সকালটাকে উপভোগ করে
আবার আপন ঠিকানায় ফিরছি।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

শীত আমাদের মাঝে আগমন করেছে। এখন শীতের সকালে বাইরে বের হলে কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করা যায়। বিশেষ করে ঘাসের উপর যখন কুয়াশার বিন্দু পড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে। আপনার কবিতা বেশ দুর্দান্ত হয়েছে। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শীতের অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

শীতের সকাল নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আজকে আপনি খুবই চমৎকার একটা কবিতা লিখেছেন। আপনার লেখা এই কবিতাটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতা লেখার টপিক অনেক সুন্দর ছিল। শীতের সকালের অনুভূতিগুলো আপনি অনেক সুন্দর করে এই কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে তুলে ধরেছেন। আসলে অনুভূতিগুলো অনেক বেশি সুন্দর। এত সুন্দর করে একটা কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।