"প্রকৃতির ফটোগ্রাফি" ১০% @shy-fox এর জন্য। by @kazi-raihan

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


প্রকৃতি আমরা সকলেই ভালোবাসি। প্রকৃতির সবুজ পরিবেশ নীল আকাশ মুক্ত হওয়া। নীল আকাশে যখন সাদা মেঘগুলো ভেসে বেড়ায় তখন আকাশে সৌন্দর্যের কোনো ঘাটতি থাকে না। মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রকৃতিতে বেঁচে সৌন্দর্য দেখে বেঁচে থাকে।আজকে প্রকৃতির ভিন্ন সময়ে তোলা ফটোগ্রাফি শেয়ার করব।


ফটোগ্রাফি


20211001_155333-01.jpeg


20211015_141707-01.jpeg



নীল আকাশে মেঘের খেলা।
What's 3 Word Location :https://w3w.co/ancient.atrocious.protected


  • পৃথিবীর সর্ব বৃহত্তম হচ্ছে আকাশ। যতদূর চোখ যায় শুধু নীল আকাশ। নীল আকাশে সাদা মেঘের খেলা যেন এক অসাধারণ দৃশ্য। বাংলাদেশ ষড়ঋতুর দেশ একেক ঋতুতে আকাশের অবস্থা এক এক রকম থাকে। যেমন বর্ষার সময়ে আকাশ কালো মেঘে ঢাকা থাকে তেমনি শরৎকালের নীল আকাশে সাদা মেঘের খেলা লক্ষ করা যায়। আর এই নীল আকাশে সাদা মেঘের ভেলায় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

ফটোগ্রাফি


InShot_20211016_193630149.jpg


20211014_060014.jpg



সন্ধ্যা নেমে আসার সময় রেললাইনের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/head.wifely.mystically


  • আসলে প্রকৃতির রূপ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে। সূর্য অস্ত যাওয়ার সময় লাল মেঘের সাথে চারিদিকে লাল হয়ে যায়। দীর্ঘসময় অপেক্ষার পর সন্ধ্যা নেমে আসে এবং ট্রেনের দেখা পাই। সন্ধ্যার হালকা অন্ধকারে ট্রেনের ভালো সুন্দর ভাবে ফুটে উঠেছে।


ফটোগ্রাফি


received_3065553637056075.jpeg



প্রকৃতির সবুজ পরিবেশ।
What's 3 Word Location :https://w3w.co/creased.notecards.adornment


  • প্রকৃতি নিয়ে লিখে শেষ করা যায় না। সবুজ লতাপাতায় ভরপুর দৃশ্যটি আমার কাছে অসাধারণ লেগেছে। এই সবুজই আমাদের অক্সিজেন দেয় এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটি গ্রহণ করে পরিবেশকে সুস্থ রাখে। তাই এই প্রাকৃতির প্রশংসা করে শেষ করা যাবে না কখনোই।

ফটোগ্রাফি


20211015_111704-01.jpeg



প্রকৃতিতে ফোটা একটি ফুল।
What's 3 Word Location :https://w3w.co/considerably.telepaths.slime


  • প্রকৃতির সৌন্দর্যকে ফোনের মাধ্যমে বন্দির চেষ্টা। প্রকৃতিতে ফুলের অবদান বলে শেষ করা যায় না। ফুল সাধারণতঃ সুন্দর্যের এক অপরূপ সৃষ্টি। ফুলের গুনাগুন এখানেই শেষ নয়। একটি উদ্ভিদ ফুলের মাধ্যমে পরাগায়ন সৃষ্টি করে তার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখে। তাছাড়া ফুল থেকে নানা ঔষধ বা পারফিউম তৈরি হয়।


ফটোগ্রাফি


20211019_091458-01.jpeg


20211019_091510-01.jpeg



সকালে ফোঁটা ফুল।
What's 3 Word Location :https://w3w.co/considerably.telepaths.slime


  • সকালের ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। রাস্তার পাশে ফুটে থাকা ফুল আমাকে আকৃষ্ট করে। ফুলটি দেখে আমার ক্যামেরাবন্দি করার খুব ইচ্ছে করে। নিজের ইচ্ছে পূরণ করার জন্যই ছবিটি তোলা।

ফটোগ্রাফি


20210923_210117-01.jpeg

20210916_195346-01.jpeg



চাঁদের সৌন্দর্য।
What's 3 Word Location :https://w3w.co/considerably.telepaths.slime


  • চাঁদ ছাড়া যেন রাতের আকাশটা বেমানান। চারিদিকে অন্ধকার হঠাৎ আকাশে চাঁদের ঘনঘটা। চাঁদের আলোয় চারিদিক আলোকিত হতে শুরু করে। জ্যোৎস্নাবিলাস আমার খুব শখ। এই জ্যোৎস্নাবিলাস করতে গিয়েই সংগ্রহ করেছিলাম ছবি দুইটা।

ধন্যবাদ সবাইকে এই ছিল আমার প্রকৃতির ফটোগ্রাফি।আমি চেষ্টা করেছি দিনের বিভিন্ন সময়ের প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরার জন্য।




NaturePhotography
EditSnapseed
Camera usedSamsung galaxy A52
Photograper@kazi-raihan
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও চমৎকার ফটোগ্রাফি করছেন আপনি। প্রতিটা ছবিই অসাধারণ হয়ছে অনেক দক্ষ ফটোগ্রাফার ছাড়া এতো ভালো ছবি তুলতে পারে না।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমি বারবারই প্রকৃতির প্রেমে পড়ে যাই। আর আপনি প্রকৃতির অসাধারণ কিছু ছবি তুলেছেন যা আমাকে মুগ্ধ করেছে।গোধূলি বিকেলে স্টেশনের ছবিগুলো চমৎকার হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

পৃথিবীর সর্ব বৃহত্তম আকাশ যতদূর চোখ যায় শুধু নীল আকাশ সত্যিই খুবই আমরা যেদিকে তাকাই না কেন শুধু আকাশ আর প্রকৃতির সৌন্দর্য আকাশ এত সুন্দর ভাবে ফুটে ওঠে অপরূপ লাগে আর আপনি যে এত সুন্দর ফটোগ্রাফি করেন ভাইয়া সত্যি মন ভরে গেল। এত সুন্দর সন্ধ্যা নেমে আসার সন্ধ্যা নেমে আসার সময় রেললাইনের দৃশ্য । এত সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মারাত্মক ফটোগ্রাফি ছিল আপনার কোনটার চাইতে কোনোটা কম ছিলনা প্রতিটাই ছিল এক কথায় অসাধারণ যেন প্রকৃতির প্রেমে পড়ে যাওয়ার মত ছবি ।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

❤️❤️🙏🙏❤️

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ।অসাধারণ হয়েছে ফটোগ্রাফিগুলো।
সেই সাথে আপনার বর্ণনা।
শুভকামনা রইলো ভাইয়া

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনার প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে। আলাদা করে বলার দরকার নেই। একটার থেকে আরেকটা সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

জ্বলন্ত প্রাকৃতিক ফটোগ্রাফি। নীল আকাশের চিত্র যেন আপনার মোবাইলের ক্যামেরার মাধ্যমে আরও নীল হয়ে গেছে এবং আমাদের খুব সন্নিকটে চলে এসেছে।

অসাধারণ ছিল ভাই অসাধারণ

গঠন মূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রতিটি ছবিই আমার খুব ভালো লাগছে। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ।

সন্ধ্যা নেমে আসার সময় রেললাইনের দৃশ্য।

এই ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
এতো সুন্দর লাগছে যেনো কল্পনার রাজ্যের কোনো ছবি।
জাস্ট ওয়াও

আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি প্রকৃতির অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ছবি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর ভাবে প্রতিটা ছবির বর্ণনা দিয়েছেন। খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য

অনেক অনেক ধন্যবাদ।