দুঃখ যত আসবে রাতের মত হাসবে তুমি।
দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন
তোমার জীবনে আসবে সুখের দিন তখন তুমি ভুলবে কান্না বুকের মাঝে যত দুঃখ।
দিনের মতো দিন থাকবে নিয়মের মাঝে সুখ-দুঃখের পথে স্মৃতিরা সব পড়ে থাক।
মাঝে,মাঝে জীবনে থাক প্রাণের ঝলক।
সবার সাথে মিলে হৃদয়ের মাঝে ছড়াক খুশি।
আশার সেই আলো,প্রতি প্রহর ভরে উঠুক
রঙিন স্বপ্নের হৃদয়ের মাঝে ছড়াক খুশি।