আমার আজকে "Diy প্রজেক্ট মাটি দিয়ে একতারা বানানো "[shy-fox 10%]

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম আদাব ।


আমার বাংলাব্লকের সকল বন্ধুরা এই শীতের মধ্যে কেমন আছেন ? সবাই আশা করি ভাল আছেন । আমিও ভাল আছি । তবে প্রচুর শীত আর কুয়াশার জন্য বাড়ির বাহিরে যাওয়াটাই মুশকিল হয়ে গেছে । ঘরে ভিতর বসে এখন সময় পার করতেছি । তো কথা আর না বাড়াই ,আজকে আমি আপনাদের সামনে মাটি দিয়ে একটি একতারা বানিয়ে দেখাবো।মৃৎ শিল্প যাতে হারিয়ে না যায় আমাদের ভিতর থেকে সেজন্য ।তাহোলে চলুন শুরু করি ।


মাটির একতারা :


IMG_20220104_152711.jpg


##একতারা বানানো উপকরন :


হালকা নরম মাটি ।

রক সুতা ।

জল রং ।

দুটি বাশের বাতা ।


IMG_20220104_140815.jpg

IMG_20220104_143317.jpg


একতারাটি বানানা পদ্ধতি :


প্রথম ধাপ :


IMG_20220105_063358.jpg

প্রথম ধাপে নরম মাটি নিব এবং মাটিগুলো একটু ভালোমতো ফেটিয়ে নিবো একতারা বানানোর জন্য ।


দ্বিতীয় ধাপ :

IMG_20220104_141049.jpg

এই ধাপে মাটিকে বাটির মতো সেপ দেবো ।


তৃতীয় ধাপ :


IMG_20220104_141352.jpg

এই ধাপে আরও একটু ডিপ করে বাটিকে সুন্দর করে বানাবো ।


চতুর্থ ধাপ :


IMG_20220104_141734.jpg

এই ধাপে বাটিকে আরেকটু সুন্দর করবো চারপাশ থেকে প্লেন করে নেব ।


পঞ্চম ধাপ :


IMG_20220104_142014.jpg

এই ধাপে একতারা বানানোর জন্য যে বাটিটি সে বাটির নিচের পাশ দিয়ে একটু ভালোমতো মাটি দিয়ে প্লেন করে নেব ।


ষষ্ঠ ধাপ :


IMG_20220104_142056.jpg

IMG_20220104_142551.jpg

এটা ধাপে একতারা বানানোর জন্য বাটির মাথা গুলো চারপাশ দিয়ে একটু ভাজ করে দেবো ।যাতে ভাল দেখায় ।


সপ্তম ধাপ:


IMG_20220104_143126.jpg

এধাপে একতারার উপরের মাথা মাটি দিয়ে বানিয়ে নেব।


অষ্টম ধাপ


IMG_20220104_145239.jpg

IMG_20220104_145256.jpg

উপরের মাথার সাথে ছোট একটি কাঠির মাথার সাথে একদম গোল করে মাটি দিয়ে লাগিয়ে নিবো ।


নবম ধাপ


IMG_20220104_145459.jpg

এ ধাপে একতারার মাঝে তারটি রক সুতা দিয়ে লাগিয়ে নেব।


দশম ধাপ


IMG_20220104_145702.jpg

এ ধাপে রক সুতা দিয়ে এক তারার মাঝের সুতাটি আরো সুন্দর করে লাগিয়ে নেব।


এগারোতম ধাপ


IMG_20220104_150309.jpg

এ ধাপে একতারা বানানোর জন্য যে বাটিটি বানিয়েছিলাম সেবাটির সাথে বাঁশের বাতাদুটি লাগিয়ে নিবো ।


বারোতম ধাপ


IMG_20220104_151142.jpg

IMG_20220104_150818.jpg

এরপরে এধাপে জল রং দিয়ে কালার করবো নীল কালার ।ডিজাইন করে নেব।


তেরতম ধাপ

IMG_20220104_151402.jpg

IMG_20220104_151409.jpg

এ ধাপে আরও সুন্দর দেখার জন্য আরেকটু সুন্দর করে ডিজাইন করে নেব।


চৌদ্দতম ধাপ :


IMG_20220104_151634.jpg

IMG_20220104_152011.jpg

এই ধাপে একতারার সাথে যে বাঁশের বাতাগুলো দিয়েছিলাম সেগুলো কে একটু কালার করে নেব।


পনেরোতম ধাপ :


IMG_20220104_152337.jpg

IMG_20220104_152546.jpg

এই ধাপে একতারার উপরের মাথাকে একটু কালার করে নেব সুন্দর করে ।


ফাইনাল ধাপ :


IMG_20220104_152708.jpg

বাছ হয়ে গেল মাটি দিয়ে তৈরি সুন্দর একটি একতারা । আশাকরি আপনাদের সবার ভালো লাগবে ।


IMG_20220104_152827.jpg

নিজের সেলফি সাথে বানানো একতারাটি । আশা করি সবার ভালো লাগবে । আজ এ পর্যন্তই আবার অন্য কোনদিন অন্য কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ।


বিষয়Diy প্রজেক্ট মাটি দিয়ে একতারা বানানো
ডিভাইসRedmi 5
ফটোগ্রাফার@khan55
লোকেশনপার্বতীপুর দিনাজপুর বাংলাদেশ।
গুগোল লোকেশনhttps://w3w.co/harmony.initiated.respec

ধন্যবাদ সবাইকে


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

  • বর্তমানে মৃৎশিল্প আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে দিন দিন। আপনি খুব সুন্দর করে এটি তৈরি করে দেখিয়েছেন। মাটি দিয়ে কোন কিছু বানানো জিনিস পত্র এখন আর এত বেশি দেখা যায় না। একতারা খুব সুন্দর করে বানিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। এ ধরনের কাজ সব সময় দেখতে চাই ভাই।

ঠিক আছে চেষ্টা করবো ।ধন্যবাদ ভাই আপনাকেও ।

দারুন একটি কাজ করেছেন আপনি। অনেক পরিশ্রম সাপেক্ষ একটি কাজ। তবে মাটির অংশটুকু আগুনে পোড়াতে পারলে আরও মজবুত হত। রংটাও বেশ মানিয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

মাটি দিয়ে একতারা অসাধারন একটি ডাই করেছেন আপনি ভাই অনেক সময় সাপেক্ষের একটা প্রজেক্ট দারুন ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাই গঠনশীল মন্তব্যের জন্য ।

একতারা বাংলার সংগীতের ঐতিহ্যবাহী এক বাদ‍্যযন্ত্র। কিন্তু কালের পরিক্রমায় গিটার এবং অনান‍্য বাদ‍্যযন্ত্রের ব‍্যবহার বেড়েছে সাথে পাল্লা দিয়ে একতারার ব‍্যবহার কিন্তু কমেছে।

যাইহোক ভাই মাটি দিয়ে একতারা টা অসাধারণ তৈরি করেছেন। দারুণ একটি কাজ ছিল। এবং বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি।।

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্যের জন্য ।

একতারা বাংলাদেশের ঐতিহ্য বহন করে আপনি মাটি দিয়ে খুবই সুন্দর একটি একতারা দৃশ্য প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য বলতে পারেন এই একতারা আর বাউল সম্রাট লালন ফকির

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য ।

একতারা আমাদের প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় আজ বিলুপ্তির পথে। আমার খুব ভালো লাগলো আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেছেন। বেশ ভালো লাগছে একতারাটা দেখতে। আর আপনার প্রচেষ্টাও প্রশংসা করার মত। অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপনার সংবেদনশীল মন্তব্যের জন্য।

মাটি দিয়ে একতারাটি চমৎকার লাগছে। নতুন একটা জিনিস আপনি তৈরি করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই ।

একতারা দেখলাম অনেকদিন পর তাও আবার মাটি দিয়ে তৈরি। মাটির তৈরি জিনিসপত্র এখন তো দেখাই যায় না। আর আপনি অনেক সময় এবং পরিশ্রম করে এই একতারাটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। কালার করাতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে একতারাটি।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য ।

ভাইয়া মাটি দিয়ে তৈরি একতারার এই ভাস্কর্যটি দেখতে খুবই সুন্দর লাগছে। একতারা আমাদের পুরাতন ঐতিহ্য একটি বাহন। তবে প্রযুক্তির আবিষ্কারে তা এখন বিলুপ্ত প্রায়। পুরাতন এই স্মৃতিগুলো এবং ঐতিহ্য গুলো আমাদের টিকিয়ে রাখতে এই ধরনের কাজ করা খুবই জরুরী বলে আমি মনে করি। বদ আপনাকে একতারা তৈরি করে তা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।