আমার আজকে " রঙিন কাগজ দিয়ে ঝুড়ি বানানো "[ shy-fox--10% ]

in hive-129948 •  3 years ago  (edited)


আসসালামু আলাইকুম আদাব


কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ? আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি । শীত একটু বেশি পড়াতে হালকা একটু সর্দি-জ্বর লেগেছে তাই একটু কষ্ট হচ্ছে । তবুও সব সময় আমার বাংলাব্লগের সাথেই আছি ।আর দীর্ঘকালব্যাপী থাকবো ।

আজকে আমি নতুন এক সৃজনশীল হাতের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । কি বানাবো কি শেয়ার করব এই চিন্তা করতে করতে হঠাৎ মাথায় একটা ঝুড়ি বানানোর চিন্তা চলে আসলো ।বাছ যেই চিন্তা সেই কাজ। তাই রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে ফুলের ডেকরেট করে ঝুড়ি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম এই ঝুড়িটি আলমারির উপর ড্রেসিং টেবিলের উপর ফুলদানি বানানো যাবে কলমদানি বানানো যাবো ।আশা করি ভালো লাগবে । চলুন শুরু করি তাহোলে ---


আমার বানানো ঝুড়ি :


IMG_20211226_110716.jpg

IMG_20211225_164720.jpg


ঝুড়িটি বানানোর উপকরন :


রঙিন কাগজ

সাদা পুথি

গাম

কেচি

কম্পাস


IMG_20211227_172943.jpg


ঝুড়ি বানানোর সিস্টেম :


প্রথম ধাপ :


IMG_20211227_172934.jpg

প্রথম ধাপে কম্পাস দিয়ে ঝুড়িটির নিচের গোল কাঠামোটি বানানোর জন্য গোল করে দাগ কেটে নিবো ।


দ্বিতীয় ধাপ :


IMG_20211227_172923.jpg

IMG_20211227_172901.jpg

এই ধাপে কেচি দিয়ে দাগ কাটা গোল অংশটি কেটে নিবো ।


তৃতীয় ধাপ :


IMG_20211227_172913.jpg

IMG_20211227_172852.jpg

ঝুড়ির সাইটের পাশ কেটে নিবো রঙিন কাগজ থেকে লম্বা করে ।এরপর গাম লাগিয়ে নিবো ।


চতুর্থ ধাপ :


IMG_20211227_172843.jpg

IMG_20211227_172835.jpg

এই ধাপে ঝুড়ির পাশের সাইট গুলি লাগিয়ে নিবো একটি একটি করে ।


পঞ্চম ধাপ :


IMG_20211227_172812.jpg

IMG_20211227_172800.jpg

এই ধাপে একটি একটি করে সাইট গুলি পুরা লাগিয়ে নিবো গাম ।


ষষ্ট ধাপ :


IMG_20211227_172734.jpg

IMG_20211227_172720.jpg

এই ধাপে ঝুড়িটি সুন্দর লাগার জন্য ।নীল কালারের রঙিন কাগজ দিয়ে ঝুড়িটির সাইটটিকে সাজানোর জন্য কেটে নিবো এবং গাম লাগিয়ে নিবো ।


সপ্তম ধাপ :


IMG_20211227_172706.jpg

IMG_20211227_172656.jpg

গাম লাগিয়ে গোল করে নিবো এই ধাপে রঙিন কাগজটি ।


অষ্টম ধাপ :


IMG_20211227_172751.jpg

IMG_20211227_172645.jpg

এই ধাপে গোল করে কাটা রঙিন কাগজ গুলো একটা একটা করে লাগাতে থাকবো ।


নবম ধাপ :


IMG_20211227_172621.jpg

IMG_20211227_172544.jpg

IMG_20211227_172534.jpg

এই ধাপে একটি একটি করে রঙিন কাগজ লাগিয়ে পুরো ঝুড়িটা বানিয়ে নিবো ।


দশম ধাপ :


IMG_20211227_172515.jpg

IMG_20211227_172504.jpg

IMG_20211227_172453.jpg

এই ধাপে একেবারেই শেষে মাথাগুলো গাম লাগিয়ে মাথা গুলো লাগিয়ে সুন্দর করে নিবো ।


এগারোতম ধাপ :


IMG_20211227_172438.jpg

IMG_20211227_172415.jpg

এই ধাপে ঝুড়িটির ধরোনির জন্য আর একটি রঙিন কাগজ কেটে গাম লাগিয়ে লাগিয়ে নিবো ।


বারতম ধাপ :


IMG_20211227_172406.jpg

IMG_20211227_172355.jpg

IMG_20211227_172346.jpg

এই ধাপে ঝুড়িটির ধরোনি ডিজাইন করার জন্য ফুল বানিয়ে নেব।


তেরতম ধাপ :


IMG_20211227_172258.jpg

IMG_20211227_172231.jpg

IMG_20211227_172245.jpg

ফুল বানিয়ে নিয়ে ফুলের মধ্যে পুথি লাগিয়ে নেব গাম দিয়ে ।


চৌদ্দতম ধাপ :


IMG_20211227_172217.jpg

IMG_20211227_172205.jpg

IMG_20211227_172154.jpg

এই ধাপে ফুল গুলো লাগিয়ে নিবো ঝুড়িটির ধরোনিতে গাম দিয়ে সুন্দর করে ।


ফাইনাল ধাপ :


IMG_20211226_110716.jpg

IMG_20211225_164720.jpg

IMG_20211225_164843.jpg

বাছ হয়ে গেল সুন্দর দেখার মতো ঝুড়ি ।এতে ফুল রেখে সাজিএ রাখা যাবে দেখতে সুন্দর লাগবে ।দেখতে সুন্দর লাগতেছে আমার কাছে ।আশা করি আপনাদের ও ভালো লাগবে ।নিজের সেলফির সাথে ঝুড়িটি ।ধন্যবাদ সবাইকে ।ভালো থাকবেন সুস্থ থাকবেন ।


Device--Redmi 5
photo by--@khan55



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি সত্যিই অসাধারণ ছিলো। আপনি রঙিন কাগজের মাধ্যমে তা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার ঝুড়ি তৈরি আমার কাছে খুবই ভালো লেগেছে অসম্ভব সুন্দর হয়েছে ।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য।

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা ফুলের ঝুড়ি টি। খুবই সহজ এবং চমৎকার কিছু অবলম্বন করে আপনি ফুলের এই ঝুড়িটি খুবই সাধারণ ভাবে তৈরি করেছেন। আপনাকে সুন্দর এই কাজের লোক আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।