আসসালামু আলাইকুম আদাব
কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকোল বন্ধুরা ? আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি, তবে শীত একটু বেশি হওয়াতে শরীরটা একটু দুর্বল ও অসুস্থ আছে । এতটা শীত পড়েছে বিকেলে বের হওয়াটাই বাহিরে মুশকিল হয়ে যাচ্ছে । মাঘের শীত বাঘেও ভয় পাই, সেটাই বুঝতে পারতেছি ।যাইহোক অনেক দিন অসুস্থ থাকার কারণে ভালোমতো পোস্ট কমেন্ট করতে পারেনি । এ সপ্তাহে একটু সুস্থ হয়েছি । তাই একটি মৃত শিল্প নিয়ে হাজির হয়েছিল । সেটি হল একটি মাটির প্রদীপ । আশা করি সবার ভালো লাগবে ।তাহোলে চলুন দেখে নেই মাটি দিয়ে প্রদীপ বানানো ।
আমার মৃৎ শিল্পো :
মৃৎ শিল্পো বানানো উপকরণ :
হালকা নরম মাটি ।
অল্পো পানি ।
একটি কাঠের পিরা ।
মৃৎ শিল্পো বানানো পদ্ধতি :
প্রথম ধাপ :
প্রথম ধাপে মাটি নিয়ে সুন্দর একটি প্রদীপ এর সেপ বানিয়ে নেব ।
দ্বিতীয় ধাপ :
এধাপে প্রদীপ এর উপরের বড় মাথাটি সুন্দর করে বানিয়ে নেব ছবির মত করে ।
তৃতীয় ধাপ :
এ ধাপে প্রদীপের নিচের অংশটি সুন্দর করে বানিয়ে নেব । যাতে প্রদীপটি নিচে রাখলে পড়ে না যায়
চতুর্থ ধাপ :
এধাপে বড় প্রদীপের সাথে ছোট ছোট প্রদীপ বানানোর জন্য মাটি নেব ।ছোট সেপ দিব প্রদীপের।
পঞ্চম ধাপ :
এভাবে পাঁচটি প্রদীপ সুন্দর করে ছোট ছোট করে বানিয়ে।
ষষ্ঠ ধাপ :
এ ধাপে প্রদীপের হাতল বানানোর জন্য মাটি সুন্দর করে নিবো। হাতল বানিয়ে নেব যাতে সুন্দর করে ধরা যায় ।
সপ্তম ধাপ :
এ ধাপে ছোট প্রদীপ গুলি বড় প্রদীপের সাথে একটা একটা করে লাগানোর চেষ্টা করবো ।
অষ্টম ধাপ :
এধাপে বড় প্রদীপের সাথে ছোট প্রদীপ পাঁচটি ভালোমতো লাগিয়ে নেব। উল্টো করে সুন্দর করে প্লেইন করে দিব যাতে পড়ে না যায় ।
নবম ধাপ :
এ ধাপে বড় প্রদীপের সাথে ছোট প্রদীপ গুলোকে হালকা হালকা পানি দিয়ে প্লেইন করে নিবো । সুন্দর করে একটি সেপ বানাবো যাতে দেখতে ভাল লাগে ।
ফাইনাল ধাপ :
বাছ হয়ে গেল সুন্দর দেখার মত একটি মাটির প্রদীপ । আশা করি সবার ভালো লাগবে ।
নিজের সেলফি সাথে মাটির তৈরি প্রদীপটি ।মৃৎশিল্পো এভাবেই আমাদের মধ্যে যুগ যুগ বেচেঁ থাকুক ।আমরা সবাই এর মূল্য বুজি এবং দাম দেই ।সবাই করোনায় নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করবেন।সবার জন্য দোয়া রইলো ।
ভাইয়া মাটি দিয়ে আপনি খুবই চমৎকার প্রদীপ তৈরি করেছেন।এটি কালার করলে মনে হয় আরো বেশি চমৎকার লাগতো। তাছাড়া এতে আলো জ্বালালে খুব সুন্দর লাগবে তা দেখেই বোঝা যাচ্ছে। মাটি দিয়ে যেকোনো জিনিস তৈরি করা খুবই কষ্টকর। আপনি খুব সুন্দর ভাবে মাটির প্রদীপ তৈরি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মাটি দিয়ে জিনিস বানানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল । আমিও ছোটবেলায় এইভাবে মাটি দিয়ে নানা রকম জিনিস বানিয়ে রোদে শুকিয়ে সে গুলো দিয়ে খেলতাম। আর আপনি অনেক সুন্দর করে মাটি দিয়ে প্রদীপ তৈরি করেছেন। আমি হলে এত সুন্দর করে কখনোই পারতাম না। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাটি দিয়ে প্রদীপ তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। মাটির প্রদীপটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। অনেক পরিশ্রম করে প্রদীপটি তৈরি করেছেন এটা বোঝাই যাচ্ছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। মৃৎশিল্প তৈরিতে আপনার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশে এখন মৃত শিল্প বিলুপ্তপ্রায়। অনেকদিন পর মৃত শিল্প এমন কর্ম দেখলাম আমি। আপনার মৃত শিল্পের চিত্রকর্ম দেখে আমার সত্যিই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার তৈরি করা মাটির প্রদীপ টি অনেক সুন্দর হয়েছে প্রতিটি তৈরি করার ধাপগুলো নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। এত সুন্দর একটি প্রদীপ তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit