আমার আজকে " মাটি দিয়ে সুন্দর ফুল তৈরি ।" [shy-fox---10%]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম আদাব


আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আমিও ভাল আছি। আজকে আমি মৃত শিল্পের নতুন একটি এপিছোট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আমার আজকের মৃত শিল্প হল সুন্দর একটি ফুল তৈরি ।

মৃত শিল্প প্রায় বিলুপ্ত হওয়ার পথে । আমাদের দেশ থেকে এই মাটি দিয়ে বানানো বিভিন্ন ধরনের কারুকাজ করা সুন্দর সুন্দর জিনিস পত্র এখন প্রায় আর কেউ ব্যবহার না করলেই পারে । এখন আধুনিক সব জিনিসপত্র ব্যবহার করে । তাই মাটির জিনিসপত্রের কদর মানুষের কমে গেছে ।

এজন্য মৃৎশিল্প যাতে আমাদের দেশ থেকে , আমাদের জাতি থেকে, আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে না যায় । তাই এর ব্যবহার আমাদের বাড়াতে হবে । এবং আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের কাজে এর কদর বাড়াতে হবে । তাহলেই এই মৃৎশিল্পের কদর আবার বহুগুণে বাড়তে থাকবে আমাদের কাছে । তাহলে চলুন মাটি দিয়ে কিভাবে ফুল তৈরি করেছি তা দেখে নেই ।


মাটি দিয়ে বানানো ফুল :


IMG_20220303_063234.jpg


মাটির ফুল তৈরির উপকরন :


মাটি ।
চিকন কাঠি
কাঠের চেপ্টা পিড়া ।


IMG_20220301_144254.jpg


মাটির ফুল তৈরি পদ্ধতি :


প্রথম ধাপ


IMG_20220301_144509.jpg

প্রথম ধাপে একটি কাঠের পিড়ার উপরে পলিথিন নিয়ে , হালকা নরম মাটি নিবো । ফুল বানানোর জন্য।


দ্বিতীয় ধাপ


IMG_20220301_144613.jpg

IMG_20220301_144903.jpg

নরম মাটিকে সুন্দর করে চ্যাপ্টা করে , গোল আকৃতি নিয়ে আসব । এবারে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে প্লেন করে নেব ।


তৃতীয় ধাপ


IMG_20220301_144935.jpg

IMG_20220301_144958.jpg

নরম মাটি কে চ্যাপ্টা করার পরে । এরপরে ফুল আকৃতি বানানোর জন্য প্রথমে একটি কাঠি দিয়ে চেপ্টাকৃতি মাটির উপরে সুন্দর করে একটু দাগ কেটে নেব।


চতুর্থ ধাপ


IMG_20220301_145035.jpg

IMG_20220301_150309.jpg

এ ধাপে পুরোপুরি সুন্দর করে দাগ কেটে নেব যাতে ফুলটি বানানো যায় ।


পঞ্চম ধাপ


IMG_20220301_150611.jpg

IMG_20220301_150636.jpg

মাটির উপরে দাগ কেটে ,এরপরে দাগের মাথা গুলো একটু কোনা কোনা করে নেব ।


ষষ্ঠ ধাপ


IMG_20220301_150715.jpg

IMG_20220301_151159.jpg

কোনা কোনা করে দাগ কেটে নিয়ে , তারপরে চাকু দিয়ে সুন্দর করে কেটে একটি ফুলের আকৃতিতে নিয়ে আসবো ।


সপ্তম ধাপ


IMG_20220301_152118.jpg

IMG_20220301_152132.jpg

এরপরে বানানো ফুলটির উপরে আরো একটি ফুল এর পাপড়ি দেওয়ার জন্য অল্প মাটি নিব । এবং ছবির আকৃতিতে বানিয়ে দেবো ।


অষ্টম ধাপ


IMG_20220301_152229.jpg

IMG_20220301_153009.jpg

এবার এভাবে মাটি দিয়ে সুন্দর করে ছয়টি টি পাপড়ি বানিয়ে নিব ।


নবম ধাপ


IMG_20220301_153029.jpg

IMG_20220301_153157.jpg

এই ধাপে এই বানানো ছোট পাপড়িগুলো, আগের ফুলের উপরে দিবো এমন করে যাতে সুন্দর হয় ।


দশম ধাপ


IMG_20220301_153222.jpg

IMG_20220301_153342.jpg

IMG_20220301_153502.jpg


ছোট পাপড়িগুলোকে আগের পাপরি সাথে লাগিয়ে অল্প পানি আঙ্গুলের সাথে নিয়ে সুন্দর করে প্লেন করে নেব । যাতে দেখতে সুন্দর লাগে



এগারোতমো ধাপ


IMG_20220301_153547.jpg

IMG_20220301_153554.jpg

IMG_20220301_153601.jpg


এ ধাপে ফুলটিকে আরো সুন্দর করার জন্য ছোট পাপড়ির উপর আরো চারটি ছোট ছোট পাপড়ি দেওয়ার জন্য মাটি দিয়ে বানিয়ে নেব ।


বারোতমো ধাপ


IMG_20220301_153927.jpg

IMG_20220301_154125.jpg

এভাবেই ছোট পাপড়িগুলোকে লাগিয়ে নেব সুন্দর করে ।


তেরতমো ধাপ


IMG_20220301_154211.jpg

IMG_20220301_154300.jpg

আরো সুন্দর করার জন্য উপরের ছোট পাপড়ি গুলোতে একটু দাগ কেটে নেব । এতে আরও দেখতে সুন্দর লাগবে ।


চৌদ্দতমো ধাপ


IMG_20220301_155147.jpg

IMG_20220301_155624.jpg

এধাপে একেবারে নিচের বড় পাপড়ি তারপরে মাঝের পাপড়িগুলোকে ও সুন্দর করে দাগ কেটে একটা সুন্দর সাইজে নিয়ে আসবো। যাতে দেখতে সুন্দর হয়।


ফাইনাল ধাপ


IMG_20220303_063234.jpg

বাস হয়ে গেল মাটি দিয়ে খুবই সুন্দর একটি ফুল বানানো ।


IMG_20220301_155927.jpg

নিজের সেলফির সাথে মাটি দিয়ে বানানো ফুল । আশা করি সবার ভালো লাগবে । এই ছিল আমার আজকে মাটি দিয়ে বানানো ফুল প্রজেক্ট । আজ এ পর্যন্তই আবার অন্য কোনদিন অন্য কোন বানানো জিনিস নিয়ে আপনার সামনে হাজির হবো । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । ধন্যবাদ ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাটি দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম একটি মাটির ফুল দেখে। আপনি অনেক ইউনিক ধরনের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মাটির ফুল আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে মাটি দিয়ে ফুল তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

আপনার মাটির তৈরি মৃৎশিল্প দেখে খুবই ভালো লাগলো। আসলে বর্তমান সময়ে মৃৎশিল্প দেখা যায় না। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে মাটির তৈরি ফুল উপস্থাপন করেছেন। খুবই অসাধারণ হয়েছে। প্রত্যেকটির ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

আপনি আজকে ভিন্নভাবে ফুল তৈরি করে মুগ্ধ করে দিলেন। মাটি দিয়ে যেকোনো জিনিস তৈরি দক্ষতা আপনার খুবই ভালো সেটা ফুল তৈরীর মাধ্যমে প্রমাণিত করলেন। অনেক সুন্দর হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

মাটি দিয়ে ফুল অংকন সত্যিই একটা আইডিয়া। আপনার সেই ইউনিক আইডিয়া কে খুব সুন্দর ভাবে বাস্তবে প্রকাশ করেছেন। সত্যি ফুলটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ড্রাই আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

মাটি দিয়ে আসলেই খুব সুন্দর একটা ফুল বানিয়েছেন। আসলে এটি একটি ইউনিক আইডিয়া এবং আমরা ছোটবেলায় মাটি নিয়ে খেলাধুলা করতাম, কিন্তু এখন করা হয় না। আর এই যুগে এসে আপনি সেই মাটি দিয়ে আবার পুনরায় ফুল বানিয়ে আমাদের সাথে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফুলটি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

ওয়াও অসাধারণ
মাটি দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। সত্যি দেখে চোখ দুটো ভরে গেলো। অসাধারন ছিল। আমার কাছে একান্ত অনেক বেশি ভালো লেগেছে। আপনার কার্যকলাপ দেখে। সত্যিই অনেক জোস লাগতাছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি লাল গোলাপের ভালোবাসা রইল,,

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

আমাদের দেশে এক সময় মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরী হতো। তবে এখন এই শিল্প প্রায় বিলপ্তির পথে। আপনার মাটির তৈরি ফুলটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। এই সব শিল্পকর্ম তৈরি করতে ক্রিয়েটিভ মন মানুষিকতা থাকতে হয়। যা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

মাটি দিয়ে সুন্দর ফুল তৈরিটি অনেক সুন্দর হয়েছে।মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় তবে আপনি সুন্দর একটি ফুল তৈরি করেছেন।আপনার সৃজনশীলতা দেখে আমি সত্যি মুগ্ধ।সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

এককথায় অসাধারণ ছিল আজকের পোস্ট। একদমই ভিন্ন এবং ইউনিক। মাটি দিয়ে ফুল টাইটেল দেখেই বুঝতে পেরেছিলাম খুব ভালো কিছু হবে। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

মাটিতে তৈরি আপনার ফুল সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি একদম সৃজনশীল একটি কাজ করেছেন। আপনার সৃজনশীলে কাজটি আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর একটি ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

ভাই সত্যিই আপনার ফুল তৈরি করা অনেক ইউনিক ছিল। আমরা অনেকেই দেখে থাকি কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার বিষয়টি। কিন্তু মাটি দিয়ে তৈরি করে না কেউ বললেই চলে। তবে আপনার আজকে মাটি দিয়ে ফুল তৈরি করার বিষয়টি দেখে আমার ছোটবেলার অনেক কাহিনী মনে পড়ে গেল ,যখন ছোট ছিলাম তখন মাটি দিয়ে অনেক কিছু তৈরি করতাম। যাই হোক সবকিছু মিলে এটাই বলব সত্যি অসাধারণ হয়েছে।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।

কি সুন্দর কাজ 👌 মাটির এই কাজ গুলো সব সময় আমার মন কেড়ে নেয়। খুব সুন্দর হাতের কাজ আপনার দাদা। অনেক নিখুঁত ফিনিশিং এসেছে। রং করলেই পারতেন। আরো চমৎকার লাগতো।

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য আপু ।

আপনি সত্যিই বলেছেন মাটির তৈরি জিনিসপত্রের কদর এখন অনেকটাই কমে গেছে। আর অনেকদিন পর আপনার মাটির তৈরি কোন জিনিস দেখলাম। আজকের ফুলটি আমার কাছে বেশ ভালো লাগলো। এ ধরনের ফুল গুলো শুকিয়ে রং করতে পারলে সৌন্দর্য বেড়ে যাবে শতগুণ। শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এতো সুন্দর মন্তব্যের জন্য ।