# আমার আজকে " মৃতশিল্প হারিয়ে যাওয়া রক্ষার উদ্দেশ্যে মাটি দিয়ে হাতি বানানো ।" (shy-fox----10%)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম ,আদাব


কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি। শীত একটু বেশি পড়েছে পড়েছে তবুও দিন ভালই যাইতেছে আল্লাহর রহমতে। আজকে আমি একটি এমন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে মৃৎশিল্প ।আমাদের দেশে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম ,নাই বললেই চলে।আগের মতো এই মৃতশিল্প বানিয়ে এখন আর কেউ বাড়ির অলিতে-গলিতে আসে না। কারণ আগের মতো সেরকম মানুষ গুরুত্ব দেয় না ।গুরুত্ব কমে গেছে মানুষের ইনকামও কমে গেছে ।এজন্য এই মৃতশিল্প কে অবহেলা করে মানুষ ছেড়ে দিয়েছে ।এজন্য আমাদের উচিত এই মৃৎশিল্পকে গুরুত্ব দেওয়া। যারা এই মৃৎশিল্পী তাদের কদর করা। তাদের বানানো জিনিসকে বিভিন্ন মেলায় প্রদর্শন করে গুরুত্ব দেওয়া।যাতে আমাদের ভেতরে এর প্রয়োজনীয়তা বাড়ে।

তাদের গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তা মনে করে আজকে আমি একটি মৃত শিল্প বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি।আমি একটি হাতি বানানোর চেষ্টা করেছি ।আশা করি সবার ভালো লাগবে ।এবং সবাই মৃতশিল্পোকে গুরুত্ব দেবে ।চলুন তাহোলে শুরু করি ।


আমার বানানো মৃতশিল্পো :


IMG_20211213_163718.jpg


মৃতশিল্পের উপকরন :


মাটি ।

কাঠি ।


IMG_20211213_162408.jpg


মৃতশিল্পো বানানো পদ্ধতি :


প্রথম ধাপ :


IMG_20211213_162359.jpg


প্রথম ধাপে এটেল মাটি ভালো দেখে নিবো ।এরপর ভালো মাটিকে হাতি বানানোর উপযোগী করে নিবো ।


দ্বিতীয় ধাপ :


IMG_20211213_162454.jpg

IMG_20211213_130431.jpg


এই ধাপে মাটি ভালো করে ফেটিয়ে উপযুক্ত করে একটা সাইজ করে নিবো হাতি বানানোর জন্য।


তৃতীয় ধাপ :


IMG_20211213_162504.jpg

IMG_20211213_162515.jpg


এই ধাপে কাঠিগুলো দিয়ে পা বানানোর জন্য একটি একটি করে মাটির সাথে লাগিয়ে নেব।এতে পা গুলো শক্ত হবে ।


চতুর্থ ধাপ :


IMG_20211213_162527.jpg

IMG_20211213_162548.jpg


এ ধাপে পা হিসেবে নেওয়া কাঠি লাগিয়ে নেব সুন্দরভাবে মাটির বানানো দন্ডের সাথে ।


পঞ্চম ধাপ :


IMG_20211213_135923.jpg

IMG_20211213_135728.jpg


এ ধাপে মাটি দিয়ে কাঠি গুলোতে পায়ের সেপ দিবো সুন্দর করে।


ষষ্ঠ ধাপ :


IMG_20211213_162645.jpg

IMG_20211213_162634.jpg


চারটি কাঠিতেই মাটি সুন্দর করে লাগিয়ে নিয়ে পায়ের চারটি সেপ দিবো।এরপর সুন্দর করে প্লেইন করে লাগিয়ে নেব চারটি পা মাটি দিয়ে ।


সপ্তম ধাপ :


IMG_20211213_162744.jpg

IMG_20211213_162722.jpg


এ ধাপে পায়ের চারপাশ দিয়ে আরও একটু মাটি দিয়ে সুন্দর করে পায়ের সেপ বানাবো ।


অষ্টম ধাপ :


IMG_20211213_162815.jpg

IMG_20211213_162804.jpg


এ ধাপে হাতির পেট আরও একটু মোটা ভারী করার জন্য মাটি লাগিয়ে নেব ।এবং ভালো করে প্লেন করে নেব যাতে সেফটি সুন্দর লাগে।


নবম ধাপ :


IMG_20211213_163442.jpg

IMG_20211213_162827.jpg


এ ধাপে হাতির লেজ সুন্দর করে লাগিয়ে নেব ।চিকন করে যাতে পড়ে না যায়।


দশম ধাপ:


IMG_20211213_162929.jpg

IMG_20211213_162840.jpg


এধাপে হাতির সবচেয়ে সৌন্দর্য হাতির শুঁড় লাগিয়ে নেব। এমন সুন্দর করে লাগিবে নেব যাতে দেখতে সত্যি ভালো লাগে।


এগারোতম ধাপ :


IMG_20211213_163017.jpg

IMG_20211213_163120.jpg

IMG_20211213_143604.jpg


এই ধাপে হাতির বড় দেখে কান সুন্দর করে লাগেনি নিবো। ভালো করে সেপ দিবো যাতে দেখতে ভালো লাগে।


বারতমো ধাপ :


IMG_20211213_143443.jpg

IMG_20211213_143258.jpg


এ ধাপে হাতির সুর এর নিচে থুতনি সুন্দর করে লাগিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে।


তেরতমো ধাপ :


IMG_20211213_145900.jpg

IMG_20211213_145855.jpg


এ ধাপে পানি দিয়ে ভাল মত করে ক্লিন করে সেভ করে নিব হাতির শরীরটি।


চৌদ্দতম ধাপ :


IMG_20211213_151327.jpg

IMG_20211213_151323.jpg


এ ধাপে হাতির সৌন্দর্য সুরের পাশ দিয়ে দাঁত লাগিয়ে নেব ।দাঁত লাগিয়ে সুন্দর করে সেভ করে নিবো যাতে সুন্দর লাগে।


ফাইনাল ধাপ :


IMG_20211213_163718.jpg


বাছ হয়ে গেলো মাটি দিয়ে সুন্দর হাতি ।এটা আমার মৃতশিল্প যাতে হারিয়ে না যায় তার জন্য ছোট্ট চেষ্টা মাত্র ।আশা করি সবার ভালো লাগবে ।


IMG_20211213_163828.jpg


নিজের সেলফির সাথে মৃতশিল্পটি ।কেমন হলো জানাবেন কমেন্টস করে ।আজ এই পর্যন্ত আবার হাজির হবো অন্য কিছু নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।ধন্যবাদ ।


আমি মিজানুর রহমান। আমি একজন বাংলাদেশী বাঙালি। আমি বাংলায় কথা বলি,বাংলায় গান গাই ,বাংলায় হাসি ,বাংলায় নাচি ,বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।


Device ---Redmi 5

photo by -@khan55



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো লাগলো দেখে যে ভাইয়া আপনি মৃৎশিল্পের ঐতিহ্যকে ধরে রাখার জন্য কাজ করছেন। মাটি দিয়ে আপনি খুবই সুন্দর একটি হাতি তৈরি করেছেন। হাতি তৈরির পদ্ধতি গুলো দেখে মনে হল এটি তৈরি করা বেশ কঠিন। কিন্তু আপনি খুব নিখুঁত করে তৈরি করেছেন যার ফলে এটি দেখতে এত চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

মাটি দিয়ে সত্যি আপনি খুব চমৎকার একটি হাতি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তৈরি করেছেন সাথে উপস্থাপনা খুব ভাল ছিল। খুবই ভালো লেগেছে আপনার মাটি দিয়ে হাতি তৈরি করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য আপু।

মাটি দিয়ে অনেক সুন্দর হাতি তৈরি করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে যেন সত্তিকারের হাতি দাঁড়িয়ে আছে। এক কথায় অসাধারণ হয়েছে। আমার তো দেখে খুবই ভাল লেগেছে। আমি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা হাতি তৈরি করে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য।

বাহ আপনার মাটি দিয়ে বানানো হাতিটি খুবই চমৎকার হয়েছে। হাতির শুঁড় কান আমার কাছে বেশি ভালো লেগেছে। এত বড় একটা কঠিন হাতিকে এভাবে মাটি দিয়ে বানানো আসলে একটি কঠিন ব্যাপার আপনি সেই কঠিন কাজটি খুব সহজেই করে ফেলেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ।

ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টস এর জন্য।

একেবারে ঠিকই বলেছেন ভাই দিন দিন এই মৃৎশিল্প বিলুপ্ত হচ্ছে। মাটি দিয়ে হাতিটা খুব ভালো তৈরি করেছেন। দারুণ লাগছে দেখতে। এবং আপনার উপস্থাপনা টাও সুন্দর ছিল। খুব সুন্দরভাবে ধাপে ধাপে দেখিয়েছেন।

তবে ভাই আপনি অনেক জায়গা মৃতশিল্প লিখেছেন। এটা মৃৎশিল্প হবে। এটা ঠিক করে নিবেন।

ধন্যবাদ আপনার সংবেদনশীল মতামতেরজন্য।

💖💖💖👌👌

মাটি দিয়ে খুবই সুন্দর একটা হাতি তৈরি করেছেন আপনি । খুবই সুন্দর লাগছে হাতিটি। ছোট সময় যখন মেলা বসতো মেলায় যে এরকম মাটির তৈরি হাতি দেখতাম। এখন আর তেমন এরকম মৃৎশিল্প দেখা যায় না। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিতো মতামতের জন্য।

মাটির তৈরি মৃত্যশিল্পী শিল্পী এখন প্রায় বিলুপ্তির পথে। আপনি খুব সুন্দর ভাবে মাটি দিয়ে হাতি তৈরি করেছেন ।যেটা অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দেয় ।ছোটবেলায় এই ধরনের তৈরি খেলনা দিয়ে অনেক খেলেছি ।যেটা খুবই ভাল লাগত আমার কাছে। খুব সুন্দর ভাবে এই খেলাধুলা গুলো উপভোগ করতাম ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্যও অনেক শুভকামনা রইলো ভাই।

মৃতশিল্প হারিয়ে যাওয়া রক্ষার উদ্দেশ্যে মাটি দিয়ে হাতি বানিয়েছেন অসাধারণ হয়েছে ভাই দেখতে তো হাতির মতোই হয়েছে আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

মাটি দিয়ে অনেক সুন্দর একটি হাতে তৈরি করেছেন। হাতিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এক কথায় অসাধারণ। হাতে তৈরি করা অনেক কঠিন কাজ। কিন্তু আপনি অনেক সহজে হাতিটি তৈরি করেছেন।এবং প্রতিটি ধাপ আমাদের সামনে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর হয়েছে ভাই হাতির মৃতশিল্প টি । আসলে ভাই দিন দিন মৃতশিল্প আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে শহর অঞ্চলে প্রায় গিয়েছে। টুকটাক মৃৎশিল্প ব্যবহার গ্রামের বাসাগুলোতে দেখা যায়।

আপনার হাতিটি অনেক সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মৃতশিল্প আমাদের উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকেও ভাই।

বাহ ভাইয়া অনেক সুন্দর হয়েছে আপনার মৃৎশিল্প হারিয়ে যাওয়ার মাটি দিয়ে তৈরি হাতি বানানো। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। বুদ্ধিমত্তা দিয়ে অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এর জন্য।

বাহ মাটির তৈরি হাতিটা দেখে আমার অনেক ভালো লাগছে । আপনি অনেক প্রফেশনালভাবে হাতিটি তৈরি করতে সক্ষম হয়েছেন। বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে আমাদের সবার মাঝে নতুনভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য ।

মাটি দিয়ে আপনি হাতি তৈরি করেছেন। আসলেই আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত মৃৎশিল্প দেখা না বললেই চলে। আপনি আবারো তুলে ধরলেন ঐতিহ্য খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাইয়া। আপনার হাতের কাজ খুবই পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল

আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।

মাটি দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে একটি হাতি তৈরি করেছেন ভাই। আপনার প্রতিভা দেখে সত্যিই আমি মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিযে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এতো সুন্দর একটি মাটির তৈরি হাতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তী ও এ রকম মাটির তৈরি নানা ধরনের জিনিস আশা করবো। শুভ কামনা আপনার জন্য

ধন্যবাদ ভাই ।অবশ্যই আবার বানাবো ।