## আমার বাংলা ব্লগে ব্যস্তময় সারাদিনের কিছু কথা ।

in hive-129948 •  3 years ago 

আজ - ৯ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল |

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।সারাদিনের ব্যস্তময় কিছু কথা ডায়েরি আকারে শেয়ার করলাম।

সকালবেলা

যেহেতু দিনটি শুক্রবার একটু ব্যস্ত থাকবো তাই আগে থেকেই হিসাব করে নেই ।সকালে উঠেই খালি পেটে একটু রাতে ভিজানো কাচা ছোলা খাই ।কারন কাচা ছোলায় প্রচুর পরিমানে ভিটামিন ক্যালসিয়াম থাকে যা শরীরে শক্তী যোগায় ।



IMG_20210820_052650.jpg

লোকেশন


এরপর সকালের সূর্য উঠলে নাস্তা বানায় মা ।আমি এই ফাকে বাহিরে যাই হাটতে ,একটু টেনশন ছিলো মাথায় সরকারি চাকরির বয়স নিয়ে ।কারন করোনা মহামারির জন্য সব কিছু লকডাউন করে বন্ধ করে দিয়ে বয়স পার হয়ে যাচ্ছিলো চাকরির ।এই মহুর্তেই আজকের প্রথম আলো পেপারে খবরটি দেখে চিন্তা মুক্ত হই ।সরকার ২১ মাসের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেয়।



IMG_20210820_235952.jpg


Device-- Redmi 5
Location --Bangladesh.

বাসায় এসে নাস্তা করি রুটি মাংস দিয়ে।
একটু বেলা হয়ে যায় নাস্তা খেতে ।



IMG_20210820_141654.jpg

লোকেশন


এরপর বাজারে যাই বাজার করতে ।দুপুর হয়েযায় ।

দুপুরবেলা

বাজারে গিয়ে মাছ মুরগী নেই ।খুব তরিতরকারির দাম এই লকডাউন খোলার পরে ।



IMG_20210820_104747.jpg

Location


বাজার শেরে বাসায় এসে যলদি গোসল করে নেই ।জুম্মার নামাজের জন্য রেডি হয়ে মসজিদে যাই ।নামাজ শেষে চলে যাই কবর স্থানে কবর জিয়ারত করতে ।কবর জিয়ারত করে দোয়া করি কবর বাসিদের জন্য ।



IMG_20210821_002644.jpg

লোকেশন


এরপর বাসায় চলে আসি ।বাসায় এসে একটু ফ্রেস হয়ে নিয়ে একটু ইউটিউব দেখি কৃষি বিষয়ে নিয়ে ।কিভাবে উন্নত চাষাবাদ করে ভালো ফলন পাওয়া যায় ।তারপর খাবার খাই ।



IMG_20210820_141804.jpg

লোকেশন


খাবার খেয়ে রেষ্ট নেই বিকাল হয়ে যায় ।

বিকালবেলা

বিকালে নামাজ শেষে বের হই বাহিরে ।বন্ধুর সাথে দেখা করবো সে জানতে চেয়েছিলো যে কিভাবে ডেলিগেশন করা যায় ।আমি বন্ধুর সাথে দেখা করলাম বুজিয়ে দিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায় ।

সন্ধ্যাবেলা

সন্ধ্যায় নামাজ শেষে চা খাই আর সাথে হালকা নাস্তা ।



IMG_20210821_005137.jpg

লোকেশন


এরপর বাসায় এসে কেরামবোর্ড খেলি রাত হয়ে আসে ।

রাতেরবেলা

রাতে বেশি বের না হয়ে বাসায় নামাজ শেষে খেয়ে নিয়ে একটু মুভি দেখি ভুতের ।



IMG_20210821_013439.jpg

ইউটিউব থেকে


এরপর ঘুমাতে চলে যাই এবং ডায়েরি লিখে পোষ্ট করে ঘুমাই ।

এই ছিলো ব্যস্তময় দিনের ডায়েরি কথা আশা করি ভালো লাগবে।

ধন্যবাদ
আমার বাংলাব্লগ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক পুষ্টিগুণ সম্মত ছোলা র সাথে সাথে আপনার দিনের সময়টা ভাগ করার জন্য ধন্যবাদ

কমেন্টস করা জন্য আপনাকেও ধন্যবাদ

খুব সুন্দরভাবে দিনটা অতিবাহিত করেছেন। আমি আগে ভেজানো ছোলা খেতাম কিন্তু এখন আর খাওয়া হয়ে উঠে না। খুব সুন্দর পোস্ট। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

🙂

nice vai