আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-১২-২০২৪)
নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নাম | ধনী গরিবের লড়াই (পর্ব-২) |
---|---|
পরিচালক | ঈগল টিম |
অভিনয় | ইফতেখার ইফতি, জান্নাতুল মাওয়া, মায়া মিম, লিপু মামা, সুমন রেজা, আরো অনেকেই, |
দৈর্ঘ্য | ২৭ মিনিট ৫৫ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ০৩ জুলাই ২০২৪ ইং |
নাটকের সারসংক্ষেপ
দ্বিতীয় পর্বে নাটকের শুরু থেকেই সত্যি বেশ চমৎকার অভিনয় ছিল সকলের আমি দেখে বেশ মুগ্ধ হয়েছিলাম নায়ক শেষ রাতে নায়িকার ঘরের মধ্যে এসে লুকায় ছিল এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দ্বিতীয় পর্বে নায়িকা প্রথমেই স্বপ্নের মাধ্যমে নায়ক কে দেখে চিৎকার করে উঠেছিল। কিন্তু নায়ক তখন সত্যি সত্যি নায়িকার ঘরে ছিল। সকাল বেলায় নায়িকার পাশে থাকা তার বড় বোন যখন রুম থেকে বের হয়ে যায় নায়ক লোকানো অবস্থা থেকে বেরিয়ে আসে তখন তারা দুজন কথা বলে। তখন নায়িকা বেশ ভয় পেয়েছিল কিন্তু নায়ক কখনোই মরণের ভয় এবং তার নিজের জীবনের ভয় করেনি মরন জীবন বাজি রেখে ভালোবাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকালবেলায় তার বড় বোন বাইরে বের হয়ে এসে ব্রাশ করার জন্য বাড়ির কাজের মেয়েকে বলেছিল কিন্তু রাজি হয়নি তাই তার বাবা মোড়ল সাহেব ১০০ টাকা জরিমানা করে দিয়েছিল। সত্যি বড়লোক মানুষের এমন অত্যাচার গরীব অসহায় মানুষের উপরে দেখে আমার কাছে বেশ খারাপ লেগেছিল।
নায়কের বাবা ছিল সেই গ্রামের একজন অসহায় রিকশাচালক। নায়ক সেদিন রাতে বাড়ি না ফেরায় তার বাবা-মা এবং বোনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু কোন জায়গায় খুঁজে পায় না। এদিকে নায়ক এবং নায়িকা এক রুমের মধ্যেই তাদের ভালোবাসার কথা দুজন দুজনকে জানাতে থাকে কিন্তু অবশেষে তার বোন চলে আসায় নায়ক আবারো রুমের মধ্যে পলিয়ে যায় সত্যি এই জায়গায় আমার কাছে বেশ ভালো লেগেছিল। নায়িকা প্রথমদিকে প্রেমে রাজি না থাকলেও কিন্তু নায়কের কথা গোপন রেখেছিল। এদিকে নায়কের বোন নায়কের বন্ধুদের কাছে খোঁজ করতে এসেছিল আমার ভাইকে কি কোথাও দেখেছেন তখন তার ভাইয়ের কথা বলা মাত্রই মোড়লের লোকজন পিছন থেকে সব কথা শুনে ফেলে তার বন্ধুদেরকে ধরার জন্য তাড়া করেছিল। অবশেষে তার দুই বন্ধুকে ধরতে সক্ষম হয়েছিল। অনেক সময় দৌড়ানি দেওয়ার পরে তারা একসময় মাটিতে লুটিয়ে পড়েছিল সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল মোড়ল বাড়িতে। কিন্তু তারা মারের ভয়ে সবকিছু বলে দিয়েছিল।
অবশেষে মোড়ল বাড়ির লোকজন নায়কের দুই বন্ধুকে ধরে নিয়েছিল। সেখানে তারা দুজনকে অনেক মারধর করে এবং অনেক ভয় দেখানোর পরে নায়কের নাম বলে দিয়েছিল নায়কের দুই বন্ধু। অবশেষে তারা দুজন বলে আমাদের গ্রামেরই সেই ছেলেটা রিকশাচালকের ছেলে আপনার বোনকে প্রেমের এবং বিয়ের প্রস্তাব দিয়েছে। তারপরে মোড়লের লোকজন নায়কের দুই বন্ধুকে ধরে নিয়ে যায় এদিকে নায়ক এবং নায়িকা এক রুমের মধ্যেই তাদের নিজেদের কথাগুলো বলছিল। অন্যদিকে আবারও রুমের মধ্যে তার বোন যখন এসেছিল নায়ক কে দরজার পিছনে নিচে লুকিয়ে রেখেছিল। এদিকে নায়কের দুই বন্ধুকে অনেক মারধর করেছিল এবং তারা দুজন চিৎকার করেছিল এবং সেখানে কান্নাকাটি করেছিল। সত্যিই এখানে দেখতে আমার কাছে বেশ খারাপ লেগেছিল। আসলে একজন প্রভাবশালী ব্যক্তি অসহায় গরীব দুঃস্থ মানুষের উপর এরকম অত্যাচার করে এটা নিজের চোখে দেখা সত্যি অনেক কষ্টকর। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে এরকম অভিনয় না করলে নাটক হয়তো দেখতে ভালো লাগত না তাই আমি বলব যে ঠিক আছে।
সকালবেলায় নায়িকার বাড়ির সকলে সকালের নাস্তা খাওয়ার জন্য রুমে ডাকতে গিয়েছিল। তখন নায়িকা বলে আপনারা যান আমি আসতেছি নায়ক তখন বলে নাস্তা আমার জন্য একটু নিয়ে এসো। নায়িকা যখন নাস্তা মুখে দিতে যাই তখনই ঠিক নায়কের কথা মনে পড়ে। তাই একটা রুটি এবং ভাজি নিয়ে এসে রুমের মধ্যে নায়িকা নায়ক কে খাইয়ে দিয়েছিল। হঠাৎ সেই সময় তার বড় বোন এসে দেখে ফেলে এবং বাড়ির সকলকে বলে দেয়। অবশেষে নায়ক কে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং নায়িকা অনেক চিৎকার করে তাকে মেরে ফেলবে। আসলে ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের মনের অন্তর থেকে জন্ম হয়। কেউ চাইলেও কখনো সেই ভালোবাসা হত্যা করতে পারে না। আশা করি পরবর্তী পর্বে আপনাদের মাঝে আরও বিস্তারিত শেয়ার করব।
ব্যক্তিগত মতামত
ধনী গরিবের লড়াই (পর্ব-২) দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। আসলে প্রেম মানে না বাঁধা এই নাটকটি দেখলে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে। আসলে প্রেমের মাঝে ধনী-গরিব কোন কিছুই ভেদাভেদ নেই। তবে নায়ক নায়িকার রুমের মধ্যে গিয়ে একদিন এক রাত থেকে ছিল সত্যি তার সাহস দেখে আমি বেশ মুগ্ধ হয়ে ছিলাম। এদিকে নায়িকার বাড়ির কাউকে এই বিষয়ে জানিয়েছিল না কিন্তু তার বাবা এবং বাড়ির সকলেই সেই ছেলের জন্য পাগল খুঁজতেছিল সকলেই। অবশেষে তার বড় বোন দেখে বলে দিয়েছিল কিন্তু যখন ধরে নিয়ে যায় নায়িকা তখন তার প্রেমে পাগল তাকে মেরে ফেলবে বলে অনেক কান্নাকাটি করতেছিল সত্যি এখানে আমার কাছে বেশ ভালো লেগেছে।
ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৯
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
x-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। এ নাটকটি আমি এখনো দেখিনি তবে এর কাহিনী আমি পড়েছি। খুব সুন্দর একটি কাহিনী নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে।সুন্দর এবং সাবলীল ভাষায় সুন্দর নাটকটি রিভিউ করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু নাটকটি এখনো দেখেননি তাই আমি বলব সময় পেলে দেখে নিবেন বেশ ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটকগুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে সুন্দর কিছু নাটক রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit