"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো (জংলি মানুষ সাজ)

in hive-129948 •  11 months ago 

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-১২-২০২৩)

IMG20231226154051.jpg

IMG20231226154205.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেমন খুশি তেমন সাজো (জংলি মানুষ সাজ)। আসলে কয়েকদিন ধরেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। যেই দিন এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেদিনই ভেবেছিলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব। কিন্তু আপুর বিয়ের কারণে এত ব্যস্ততার মাঝে প্রথম দিকে পোস্ট শেয়ার করতে পারেনি। তবে গতকাল বাড়িতে এসে প্লান করছিলাম এবং নিজের মনের মাঝে ভেবেছিলাম কি সাজা যায়। তবে মনে পড়ে গেল ছোটবেলায় স্কুলে আমি একবার যেমন খুশি তেমন সাজে জংলি মানুষ সেজেছিলাম তাই আপনাদের মাঝে জংলি মানুষ সাজিয়ে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........


পোস্ট তৈরীর প্রয়োজনীয় উপকরণ

IMG_20231226_225659.jpg

ক্রমিক নম্বরউপাদানের নাম
ফার্ন পাতা
আতার পাতা
খেজুরের পাতা
সরিষা ফুল
সুতা
কড়ার কালি
লাঠি

IMG20231226145656.jpg

যখন পোস্ট তৈরি করব তখন চিন্তা করছিলাম একা তো এই পোস্ট তৈরি করা সম্ভব না । তাই যদি কাউকে সাজাতে হয় তাহলে প্রথমেই সেই মানুষকে আমার প্রয়োজন। আমি আমার বড়ো আব্বুর ছেলেকে সাজানোর জন্য সকাল বেলায় প্রস্তুতি নিয়েছিলাম। আসলে এমন একটা হাসির কাহিনী যদি সাজাতে হয় তাহলে প্রথমে অনেক মানুষ প্রয়োজন হয়। সকালবেলায় মাছালে গিয়ে দেখি অনেক ছেলে বসে আড্ডা দিচ্ছে তাই সকলকে ডেকে নিয়ে গিয়ে আমি পোস্ট তৈরি শুরু করে দিলাম। যেহেতু এখান থেকেই পোস্টের শুরু তাই প্রথমেই আপনাদের মাঝে একটি ছবি তুলে শেয়ার করেছিলাম।

IMG20231226150312.jpg

IMG20231226150319.jpg

IMG20231226150615.jpg

IMG20231226150627.jpg

জংলি মানুষ সাজানোর জন্য গাছের পাতা প্রয়োজন ছিল তাই আমরা বাগানের দিকে রওনা দিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এবং জুবায়ের দুইজন মিলে অনেক পাতা ছিড়েছিলাম। তারপরে ছেলেদের সকলকে নিয়ে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।

IMG20231226150921.jpg

IMG20231226150956.jpg

IMG20231226152713.jpg

IMG20231226151026.jpg

IMG20231226151156.jpg

IMG20231226151455.jpg

IMG20231226151506.jpg

যেই ছেলেটিকে আমি আজকে জংলি মানুষ সাজাবো সে হচ্ছে আমার ভাই। আমার ভাইয়ের নাম ছিল হামীম। আসলে এর আগেও হামীমকে নিয়ে আমরা অনেকগুলো ব্লগ ভিডিও তৈরি করেছিলাম এবং ইউটিউবে পোস্ট করেছিলাম। পরবর্তীতে আর সেই ইউটিউব চ্যানেল চালানো হয়নি। আসলে একটা ইউটিউব চ্যানেল চালানো অনেক ধৈর্যের ব্যাপার ।জংলি মানুষ সাজানোর জন্য আমরা প্রোগ্রাম শুরু করে দিয়েছি আপনারা উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন।

IMG20231226151527.jpg

IMG20231226151617.jpg

IMG20231226151929.jpg

IMG20231226151956.jpg

IMG20231226152108.jpg

আপনারা উপরে ছবির দিকে প্রথমেই লক্ষ্য করলে দেখতে পারবেন আমি হামীমের মাথায় অনেক সুন্দর ভাবে খেজুরের পাতা যখন বাধছি লাম তখন অনেক সুন্দরভাবে ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করাব বলে । সত্যি এরকম কিছু অন্যজনকে সাজাতে নিজের কাছে বেশ ভালো লাগছিলো আমার।

IMG20231226152237.jpg

IMG20231226152425.jpg

IMG20231226152732.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আমার ভাইয়ের পেন তৈরি করেছি ফার্ন পাতা দিয়ে । আসলে এটি তৈরি করতে আমার অনেক আগে থেকে অভিজ্ঞতা ছিল কারণ ছোটবেলায় আমি যেমন খুশি তেমন সাজে স্কুলে জংলি মানুষ সেজে ছিলাম তাই খুব একটা বেশি সমস্যা হয়নি এই পোস্ট তৈরি করতে। তবে অনেক সময় ব্যয় করতে হয়েছিল পোস্ট তৈরি করতে।

IMG20231226152937.jpg

IMG20231226153033.jpg

IMG20231226153139.jpg

IMG20231226153326.jpg

IMG20231226153328.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন দুই হাতের কব্জিতে আমি অনেক সুন্দর ভাবে গাছড়া দিয়ে বেসলেট তৈরি করে দিয়েছি। এবং দুই হাতে অনেক সুন্দর ভাবে ফার্ন পাতা বেঁধে দিয়েছি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন।

IMG20231226153438.jpg

IMG20231226153716.jpg

IMG20231226153857.jpg

জংলি মানুষ সাজানোর জন্য সরিষা ফুলের মালা খুবই প্রয়োজন ছিল তাই পাশের জমি থেকে অল্প কিছু সরিষা ফুল ছিড়ে নিয়ে এসেছিলাম। মালা যখন বেঁধে দিয়েছিলাম তখনও অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে ছবি শেয়ার করেছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন তখন আমি অনেক সুন্দর ভাবে কড়া থেকে কালি নিয়ে মুখে এবং গায়ে কয়েক জায়গায় লাগিয়ে দিয়েছে যাতে দেখতে কিছুটা জংলি মানুষের মত লাগে। সব মিলিয়ে পোস্ট তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়েছিল।

IMG20231226153948.jpg

IMG20231226154041.jpg

IMG20231226154051.jpg

IMG20231226154057.jpg

IMG20231226154103.jpg

IMG20231226154109.jpg

IMG20231226154120.jpg

IMG20231226154122.jpg

IMG20231226154137.jpg

IMG20231226154205.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন জংলি মানুষ সাজানো আমি সম্পূর্ণ শেষ করেছিলাম । তারপরে অনেক সুন্দর ভাবে স্টাইল নিয়ে যখন দাঁড়িয়েছিল তখন আমি কিছু ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। সত্যিই এই সময়ে কয়েকটি ভয়ঙ্কর রূপের ছবি উঠেছিল দেখে আমার কাছে বেশ ভয় লেগেছিল। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ছবি দেখে যেন কেউ ভয় পাবেন না। সত্যিকারের জংলি মানুষ সাজানোর কিছু চেষ্টা করেছিলাম।

IMG20231226154655.jpg

IMG20231226154707.jpg

IMG20231226154720.jpg

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। জুবায়ের এবং জংলি মানুষ বেশ কিছু স্টাইল নিয়ে দাঁড়িয়ে ছিল তখন আমি ছবি তুলেছিলাম। আসলে স্টাইলগুলো আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছিল।

IMG20231226154439.jpg

IMG20231226154501.jpg

পোস্ট তৈরির সময় সেখানে আমরা অনেক মানুষ ছিলাম সবাই মিলে সেলফি তুলে আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে পোস্ট তৈরির সময় ছোট্ট ছেলেরা অনেক সময় অনেক রকম হাসাহাসি করছিল সত্যি এরকম একটি মুহূর্ত পার করতে বেশ ভালো লেগেছিল। এই পোস্ট তৈরি করতে আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন যেমন খুশি তেমন সাজে জংলি মানুষ সেজেছিলাম সত্যিই সেই দিনের অনুভূতি আজকেও কিছুটা ফিল করতে পারছিলাম। ছোট ছেলেদের সাথে এমন একটা মুহূর্ত পার করতে বেশ ভালোই লেগেছিল আমার কাছে বেশ ভালো লেগেছিল।

ভিডিও লিংক শেয়ার করলাম

https://youtube.com/shorts/eGNF7EqydLg?si=uRS-sBrU5NGG55i0।

Video link

আসলে যখন ভিডিও মোবাইলে ধারণ করার প্রস্তুতি নিয়েছিলাম কয়েকবার রিয়াসিল দেখেই ছেলেরা অনেক হাসাহাসি করছিল। আসলে সেই সময় দেখে মনে হয়েছিল সত্যিকারের একজন জংলি মানুষ। এই ভিডিওটি আমি নিজে ধারণ করেছিলাম তাই ভিডিওর মাঝে আমি থাকতে পারিনি। যখন ভিডিও মোবাইলে ধারণ করা শুরু করলাম তখন পাশের অনেক ছেলে অনেক হাসাহাসি করছিল সত্যি আমারও বেশ হাসি পাচ্ছিল আবার বেশ ভালো লাগছিল । আশা করি আজকের এই পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


AirBrush_20231025182645.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর একটি আইডিয়া বের করেছো মামু। তোমার সাজানো খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে একদম জংলী মানুষ। আশা করি তুমি বিজয়ী দের মধ্যে একজন হবে।

চেষ্টা করেছি মামা সুন্দর একটি আইডিয়া দিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য।

তোমার সাফল্য কামনা করছি।

বাহ আপনার আইডিয়া তো বেশ দারুন ছিল। আপনার বড় আব্বুর ছেলেকে অনেক সুন্দর করে জংলি সাজিয়েছেন। আশা করি প্রতিযোগিতায় খুব সুন্দর একটি স্থান অর্জন করবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

চেষ্টা করেছি আপু আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।

ভাইয়া এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিযোগিতার জন্য আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার বড় আব্বুর ছেলেকে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। এই সাজে তাকে দেখতে সত্যিই জংলি মানবের মতোই দেখাচ্ছে। লতা দিয়ে সাজানোতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি আপু লতা দিয়ে সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

আজকের সারাদিন মাথায় এই আইডিয়াটাই ঘুরছিল। চাচাতো ভাইকে এভাবে সাজাবো কিন্তু সবাই হয়ে উঠেনি। তবে অসাধারণ হয়েছে । ছবি তোলার সময় আপনার চাচাতো ভাইয়ের এক্সপ্রেশনটা জাস্ট ওয়াও।

আসলে আমি এক্সপ্রেশনটা শিখিয়ে দিচ্ছিলাম প্রথমে পরে যখন ও দাঁড়িয়ে ছিল আমি ছবিগুলো তুলেছিলাম। ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মতামত প্রদান করার জন্য ‌।

আপনি তো ছোটবেলার জংলি মানুষ সাজিয়েছেন। আসলে এই যেমন খুশি তেমন সাজো অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে জংলি মানুষ সাজিয়েছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি আপু ছোটবেলার স্মৃতিচারণ আবারও আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

জংলি মানুষের সাজ অসাধারণ হয়েছে ভাইয়া। বিশেষ করে তার এক্সপ্রেশন অনেক বেশি সুন্দর ছিল। ছেলেটি এত সুন্দর করে তার এক্সপ্রেশন তুলে ধরেছে দেখে সত্যি সত্যি জংলি মানুষের মতই মনে হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে ভাইয়া।

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

জংলি মানবের সাজ খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই জংলি মানব তৈরি করিয়ে দিয়েছেন। সত্যি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই জংলি মানব দেখতে পেলাম।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই অসাধারণভাবে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।

আপনি খুব সুন্দর আপনার বড় আব্বুর ছেলেকে জংলি মানুষ সাজিয়েছেন। দেখতে একেবারে সত্যি সত্যি জংলি মানুষের মত লাগছে। দেখে বোঝা যাচ্ছে এ ধরনের কাজগুলো করতে আসলেই অনেক কঠিন। আপনি অনেক পরিশ্রম করে এ কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ঠিক বলেছেন আপু আপনি আসলে এই ধরনের কাজগুলো সত্যি অনেক বেশি কঠিন।

ছেলেবেলায় যখন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান গুলো দেখতাম তখন কত রকমের সাজ যে দেখতাম। আপনি তো দেখছি আজ ‍সুন্দর একটি বিষয় নির্বাচন করেছেন প্রতিযোগিতায়র জন্য। বেশ দারুন লাগছে আপনার বানানো জংলী কে দেখতে। শুভ কামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন আপু আপনি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দারুন কিছু পোস্ট দেখতে পেয়েছি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

ভাইয়া প্রথমেই আপনাকে কনটেস্ট -৫০ এর জন্য শুভকামনা জানাই আপনাকে। জংলি মানুষের সাজ খুব সুন্দর লাগছে দেখতে।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আসলে আপু ছোটবেলার একটি আইডিয়া মাথায় চলে আসলো । তাই পোস্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।

ভাইয়া এই প্রতিযোগিতায় জংলি মানুষ সাজানোর আইডিয়াটা কিন্তু চমৎকার ছিল এবং যাকে সাজিয়েছেন সেও দারুণভাবে এক্সপ্রেশন দিয়েছে জংলি মানুষের। যার জন্য আরও বেশি ভালো লাগছে। সত্যিই চমৎকার ছিল পুরো কাজটি। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।