আপনারা যারা ইন্টারনেট বা টেকনোলজি এর সাথে যুক্ত আছেন তারা হয়ত IOT শব্দটির সাথে পরিচিত হয়ে থাকবেন। আজ আমি কথা বলব IOT নিয়ে। এবং খুব সহজে ও সংক্ষেপে তুলে ধরব IOT কি? কেন? এবং কিভাবে কাজ করে? এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে কোথাই কোথাই ব্যবহার হতে পারে?
IOT কী?
এটি মূলত Internet Of Things (IOT) এর সংক্ষিপ্ত রূপ। এখন প্রশ্ন আসে, এটি কি কোন উন্নত ডিভাইস? এর উত্তরে আমি বলব না এটি কোন উন্নত ডিভাইস নয়। এটি আসলে এক ধরনের সিস্টেম। তাহলে আবার প্রশ্ন আসে, এটি কেমন সিস্টেম? হ্যাঁ, এটা এমন একটা সিস্টেম যেখানে ইন্টারনেট কানেক্টেড কিছু ডিভাইস মানুষের সাহায্য ছাড়া নিজেরা তথ্য সংগ্রহ করতে পারে এবং তা নিজেদের মধ্যে অথবা কোন সার্ভার এর সাথে আদান-প্রদান করতে পারে। আরো ভালভাবে বোঝার জন্য বলতে পারি যে, এগুলো এমন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যার কাজকে অটোমেটিক করার জন্য এর সাথে কম্পিউটার সিস্টেম ও ইন্টারনেট যুক্ত থাকে। যার ফলে তারা নিজেরাই সবকিছু বুঝতে পারে এবং সে অনুযায়ী কার্য সম্পাদন করতে পারে।
IOT কেন?
এখন আবার প্রশ্ন আসে এটা আমাদের কি উপকারে আসবে অথবা এটা আমরা কি কাজে লাগাতে পারি। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কিছু কাল্পনিক চিত্রাঙ্কন করতে হবে। যদিও চিত্র গুল কাল্পনিক হলেও তা বাস্তব থেকেই নেওয়া হয়েছে।
চিত্র ০১ঃ আপনার অফিস ছুটি হয়েছে, এবার বাসায় আসার পালা, আপনার হাতে থাকা স্মার্ট ঘড়ি বা স্মার্ট ব্যান্ড একটি নোটিফিকেশন দিলো কোন রাস্তায় ট্রাফিক জ্যাম কম এবং আপনার বাসায় AC কে একটি নোটিফিকেশন প্রেরণ করলো আপনার বাসায় পৌঁছতে কতক্ষণ লাগবে। AC নির্দিস্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে রুমের তাপমাত্রা স্বাভাবিক করে দিলো। এরপর বাসায় দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথেই দরজা খুলে গেলো। রুমে প্রবেশ করার সাথে সাথেই লাইট অন হয়ে গেলো। রুমের ক্যামেরা আপনার ফেস স্ক্যান করে তোমার মুড বুঝে স্মার্ট অডিও সিস্টেমে একটি গান প্লে করে দিলো ইত্যাদি ইত্যাদি।
চিত্র ০২ঃ আপনি একজন শৌখিন মানুষ। বারান্দায় ফুলের গাছ লাগানো, নিজের উঠোনে সবজি চাষ করার আপনার খুব শখ। কিন্ত ব্যস্ততার জন্য এইসব কিছুই হয়না! যত্ন করবে কে? তাহলে কি আপনার শখের জিনিসগুলো আর হবে না? নিশ্চই হবে! আপনার জন্য আছে আটো ইরিগেশন সিস্টেম যেখানে ইলেকট্রনিক্স ডিভাইস, সফটওয়ার এরাই বুঝবে কখন আপনার শখের ফুল গাছের পানি দরকার, কখন দরকার সার। কি মজার না ব্যাপারগুলো! আই ও টি কে ব্যবহার করে এরকম আরো অনেক মজার মজার কাজ করা যায়। সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো।
উপরে উল্লেখিত ঘটনা গুল থেকে আপনি বুঝতেই পারছে IOT আমাদের কি কজে ব্যবহার হচ্ছে বা আমাদের কি সুজগ সুবিধা দিচ্ছে। এমনি আর অনেক কাজ আজ IOT এর কল্যাণে সম্ভব হচ্ছে।
IOT কিভাবে কাজ করে?
একটি সম্পূর্ণ আইওটি সিস্টেম চারটি আলাদা আলাদা উপাদানকে সংহত করে কাজ করে। এই উপাদানগুলি সেন্সর বা সরঞ্জাম, সংযোগ, ডেটা প্রসেসিং এবং ব্যবহারকারী ইন্টারফেস। প্রথমত, সেন্সর বা ডিভাইস তার পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে। যার পরে সেই ডেটা মেঘে প্রেরণ করা হয় (ইন্টারনেট ভিত্তিক প্রক্রিয়া)। একই সময়ে, সেন্সর সেলুলার, উপগ্রহ, ওয়াইফাই, ব্লুটুথের মতো জিনিসগুলির মাধ্যমে ক্লাউডে তার ডেটা প্রেরণ করে। ডেটা ক্লাউডে যাওয়ার পরে, সফ্টওয়্যার এটিতে কিছু প্রক্রিয়াকরণ করে। যার পরে আপনার কাছে তথ্য প্রেরণ করা হবে।
IOT এর ভবিষ্যৎ
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১২৩০ কোটি ডিভাইস এর আওতায় আছে। একই সাথে, এটি বিশ্বাস করা হয় যে আসন্ন সময় থেকে এই সংখ্যাটি এই সংখ্যা থেকে ২৬ গুণ বাড়বে। এছাড়াও, IOT এর বৈশ্বিক বাজার মূল্য ২০২৮সালের মধ্যে ১৮.৪২ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। একই সাথে, এই পরিসংখ্যানগুলি থেকে সহজেই অনুমান করা যায় যে আগামী সময়ে এই প্রযুক্তির জন্য কতটা চাহিদা হতে চলেছে।
আজ আর নয়। আগামীতে আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে।
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
source: https://m.facebook.com/sigmatech.bd/photos/%E0%A6%86%E0%A6%87%E0%A6%93%E0%A6%9F%E0%A6%BFiot-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A6%86%E0%A6%87-%E0%A6%93-%E0%A6%9F%E0%A6%BF-iot-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%AC-%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8-internet/2189647454470337/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit