নমস্কার বন্ধুরা,
আমার মুঠো ফোনটার বয়স ৩ বছরের অধিক হয়ে গিয়েছে তবে এখন পর্যন্ত সে বেশ রেসপন্সিপ এবং কোনো প্রকারের ধীরতা তার মধ্যে নেই কিংবা হ্যাং হয়েও যায় না। যেখানে বর্তমানে এন্ড্রয়েড ফোন ১.৫/২ বছরের মধ্যে খারাপ হয়ে যায় সেখানে আমার LG র ফোনটি দুর্দান্ত। তাদের সত্যিই সাধুবাদ জানাতে হয়। তবে বয়স বাড়ার সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত কমে গিয়েছে যেটা আমি কয়েক মাস ধরেই লক্ষ্য করছিলাম। মোবাইল ফোনের চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। যেখানে প্রথম যখন মোবাইল কিনেছিলাম তখন আট ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়ে যেতাম সেখানে এখন চার ঘন্টাতেই ব্যাটারি পার্সেন্টেজ একদম তলানিতে চলে যায়। সব সময় চার্জার নিয়ে ঘুরে বেড়াতে হয়। বিগত বছরে সমস্যা একটু কম থাকতে থাকতে একটা পাওয়ার ব্যাংকও কিনেছিলাম। তখন ৫ ঘন্টার উপরে ব্যবহার সময় পেয়ে যেতাম, যা এখন কমে ৪ ঘন্টার নীচে নেমে এসেছে।
সারাক্ষণ মোবাইলের উপর নির্ভরশীল। তাই কদিন ধরে ব্যাটারিটা বদলে ফেলার জন্য আমি LG সার্ভিস সেন্টারে যোগাযোগ করছিলাম কিন্তু সময়াভাবে হচ্ছিলো না। শেষমেষ ব্যাটারির সাথে আর পেরে না উঠে শুক্রবার সময় ফাঁকা করে চলে গেলাম সার্ভিস সেন্টারে। সমস্যা তেমন হতো না ফোনটা তাড়াতাড়ি চার্জ হলে, পুরোনো ফোন তাই পুরোপুরি চার্জ হতে দেড় ঘন্টা সময় লেগে যায়। আর তারপর যদি ৪ ঘন্টার ব্যবহারে ফোন বন্ধ হয়ে যায় তাহলে কি পারা যায়। সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম। সার্ভিস সেন্টার প্রায় ১৬ কিলোমিটার দূরে। কলকাতার রাস্তায় অফিসের সময়ে এই ১৬ কিলোমিটার রাস্তা যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে আর তাই লাগলো। একটু আগে বেরিয়েও কাজ হলো না, তবে যখন বেরিয়েছি তখন বৃষ্টি কিছুটা থেমে ছিলো এটাই বাঁচোয়া। কদিন ধরেই কলকাতাতে অনবরত বৃষ্টি হয়েই চলেছে।
সার্ভিস সেন্টারটি মৌলালিতে। শিয়ালদা স্টেশন থেকে অল্প পেরিয়ে মৌলালি, সেখানে নেমে ক্রিক রোডে অল্প হাঁটলেই LG সার্ভিস সেন্টার। যেহেতু এর আগে কখনো আসা হয়নি সেজন্য প্রথমবার খুঁজে খুঁজে পৌঁছাতে হলো। একটা পুরনো বাড়ির সামনে শুধুমাত্র LG রও বোর্ড লাগানো। যাই হোক যে কাজে আসা তাতে আমি লেগে পড়লাম, মোবাইলটা তাদের হাতে তুলে দিলাম। যেহেতু আগে থেকে ফোন করে এসেছিলাম সেই জন্য তারা ব্যাটারি নিজেদের কাছে এনে রেখেছিল। তবে কিছুটা সময় লাগবে, আমার আগে কয়েকজন মানুষ আছে তাদের গুলো করে আমার ফোনে হাত দিতে পারবে। সেই কথা শুনে আমি আর বসে থাকিনি, চলে গিয়েছিলাম অল্প কিছু কাজ সেরে নিতে। দুপুর নাগাদ ফোন এলো সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য। মিনিট ত্রিশেকের মধ্যে আমি সার্ভিস সেন্টারে ফের পৌঁছে তাদের ফোনটা দিয়ে দিলাম তারপর অপেক্ষার পালা।
ঘণ্টা খানেক পরে একবার হাতে মোবাইলটা পেলাম নতুন ব্যাটারি লাগিয়ে ট্রায়াল করে দেখার জন্য। ডিষ্কর্ড খুলে দেখি $PUSS এক লাফে ৫ মিলিয়ন মার্কেট ক্যাপ থেকে বেড়ে ৬.৫ মিলিয়ন মার্কেট ক্যাপের কাছাকাছি পৌঁছে গিয়েছে। চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার অবস্থা। মোবাইল ফেরত দিয়ে দিলাম। ঘন্টা তিনেক লাগলো পুরো বিষয়টা শেষ হতে। এখন দেখার অপেক্ষার কতদিন চলে...
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmP19DcgDLcqo8JVv5xUWRYaPTB7DJc8qkDwLukNNVQnXp/1000017573.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কিছুদিন ধরে আমার মোবাইলের ব্যাটারিটাও বেস ফুলে যাচ্ছে। তাই আমিও চিন্তায় রয়েছি কোন একদিন চেঞ্জ করে আনব। জয় হোক আপনি কিন্তু আপনার এই মোবাইলের ব্যাটারি চেঞ্জ করার শুরু থেকে শেষ পর্যন্ত তবে দারুন ভাবে উপস্থাপন করেছেন। আর এরই মধ্য দিয়ে বেশ কিছু জানার সুযোগ হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে থেকে ফোন করে যাওয়ায় সুবিধা হয়েছে আপনার দাদা।ওরা ব্যাটারি নিয়ে এসে রেখেছিল এতে আপনার সময়টা বেঁচে গেল।মোবাইল এর উপর যারা নির্ভরশীল তাদের সবসময় ভালো ব্যাটারি নিতে হয়।আর এলজি এর জিনিসপত্র সব বেশ ভালো হয়।আমরা অনেকদিন যাবৎ এলজি এর ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ইউজ করছি বেশ ভালো সার্ভিস দেয় এটা।আর পুশের ব্যাপারটা আমারও চক্ষু চড়কগাছ করে দিয়েছিল,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফোনের ব্যাটারি টা ভালো থাকা এবং ভালো কাজ করে কিনা এটা আমাদের জন্য অনেক জরুরী।কারণ ফোনের মাধ্যমে আমাদের যাবতীয় কাজ করতে হয়।আপনি ফোনের ব্যাটারি চেঞ্জ করেছেন জেনে অনেক ভালো লাগলো দাদা।এলজির জিনিসপত্র গুলো আসলেই খুব ভালো কারন আমিও এলজির জিনিসপত্র কিছু ইউজ করেছি। মোবাইল ব্যাটারি চেঞ্জ করার বিস্তারিত সবকিছু বেশ দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ দাদা আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোবাইলে যদি চার্জ কম থাকে তাহলে সত্যিই মেজাজ খারাপ হয়ে যায়। কারণ আমরা তো পুরোপুরি অনলাইনের উপর নির্ভরশীল। যাইহোক এলজি ফোনগুলো বেশ ভালো। আমিও দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় বেশ কয়েকটি এলজি মোবাইল কিনেছিলাম পরিবার এবং আত্মীয় স্বজনদের জন্য। মোবাইলের ব্যাটারি যেহেতু পরিবর্তন করেছেন,আশা করি চার্জ এখন ভালোই থাকবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোবাইল চার্জের এই ব্যাপার টা আমাকেও বেশ ঝামেলায় ফেলে দেয়। ফোনের ব্যাটারি এমন হবে যে সপ্তাহে একবার চার্জ দিলেই চলে যাবে হা হা। শেষমেশ আপনার ফোনের ব্যাটারি টা তাহলে চেঞ্জ করাই লাগল দাদা। যাইহোক আশাকরি এবার ভালো সার্ভিস পাবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যারা সম্পূর্ণরূপে মোবাইলের উপর নির্ভরশীল অনলাইনে একটিভ থাকার জন্য, তাদের কাছে ফোনের চার্জ এর বিষয়টা সবথেকে বড় ইম্পর্টেন্ট। আর যে ফোনে দেড় ঘন্টা লাগে চার্জ হতে আবার চার ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় এটা তো কঠিন রকমের বিড়ম্বনা। আমিও এটাই মনে করছি এত ঝামেলা থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় ব্যাটারি চেঞ্জ করে ফেলা। সেটাই করেছেন আপনিও। যাই হোক দাদা এখন দেখার বিষয় ফোনের চার্জ কত সময় লাস্টিং করে। আর এল জি এর পণ্যগুলো সচরাচর ভালই হয় এটা আমিও জানি। ব্যাটারি যেহেতু চেঞ্জ করেছেন আশা করি ভালো বেকাপই পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit